স্ট্যান্ডার্ড সিরামিকের ঘোষিত লভ্যাংশে নিরীক্ষকের আপত্তি

Standard-Ceramic-Industries-Ltd-jobs-circularস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকসের লভ্যাংশের বিষয়ে আপত্তি জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। নিরীক্ষকের মতে, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে যে লভ্যাংশ ঘোষণা করেছে তা নিয়ম মেনে করা হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নিরীক্ষক জানিয়েছে, শেয়ারহোল্ডারদের লভ্যাংশে জন্য ৯ লাখ ২৩ হাজার ৯১৫ টাকা দিবে প্রতিষ্ঠানটি। আলোচ্য সমাপ্ত বছরে কোম্পানিটির নেগেটিভলি রিটেইনড আর্নিং ৯২ লাখ ৫০ হাজার ৬৪০ টাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মানুযায়ী কোন কোম্পানি নেগেটিভ রিটেইনড আর্নিং এবং ঋণ নেগেটিভ থাকলে লভ্যাংশ দিতে পারে না। কিন্তু স্ট্যান্ডার্ড সিরামিক লভ্যাংশ দিয়ে বিএসইসির আইন লঙ্ঘন করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত আগামী ২৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে : ডিলোটি

delস্টকমার্কেটবিডি ডেস্ক :

টেকসই প্রবৃদ্ধি, তরুণ এবং উদ্যমী কর্মশক্তি ও অবকাঠামো উন্নয়ন বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সহায়তা করছে। এ অবস্থা আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে দেশটিকে আন্তর্জাতিক অর্থনীতির একটি বড় অংশ হিসাবে গড়ে তুলবে। আন্তর্জাতিক অ্যাডভাইজারি ফার্ম ডিলোটি এক পর্যবেক্ষণে এ কথা বলেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে গত এক দশকে লিঙ্গ বৈষম্য, শিশু মৃত্যুহার ও গড় আয়ূ বৃদ্ধির মতো সকল সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ডিলোটি বাংলাদেশ লিমিটেডের বোর্ড সদস্য জয়দীপ দত্ত গুপ্ত বাসস’র সঙ্গে আলাপকালে বলেন, বাংলাদেশ সকল আর্থ সামাজিক সূচকে খুবই ভাল করেছে। দেশটি ৭.৫ ভাগেরও বেশি প্রবৃদ্ধি অজর্ন করেছে। মাথাপিছু আয় বেড়েছে এবং সামাজিক সূচকগুলোর উন্নতি হয়েছে। তিনি বলেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গ্রাহক বাংলাদেশে তাদের ব্যবসা করছে। বাংলাদেশী গ্রাহকদের ব্যবসাও বেড়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো এবং আর্থিক ও সামাজিক সূচকসহ নির্দিষ্ট কিছু খাতে সরকারি সংস্থা এবং দাতা সংস্থা থেকে বিনিয়োগ উল্লেখযোগ্য বেড়েছে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্প দেশটির গুরুত্বপূর্ণ সেক্টর হলেও দেশের অন্যান্য সেক্টরেরও উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন দৃশ্যমান এবং সময় এখন বাংলাদেশের।

গুপ্ত বলেন, ডিলোটির গ্রাহকদের চাহিদার আলোকে অ্যাডভাইজারি ফার্মটি বাংলাদেশে অফিস করেছে। আমাদের বাংলাদেশী গ্রাহকদের মান বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিও বেড়ে উঠছে। আমাদের অনেক গ্রাহক আরো উন্নত মানের সেবা পেতে বাংলাদেশে অফিস খুলতে আমাদের অনুরোধ জানিয়েছে। ডিলোটি তাদের গ্রাহকদের সেবা প্রদানে গত শনিবার বাংলাদেশে তাদের অফিস উদ্বোধন করেছে।

গুপ্ত বলেন, তাদের ফার্ম বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানকে অডিট, ট্যাক্স,আইন, আর্থিক পরামর্শ, ঝুঁকি পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে। তিনি বলেন, তারা ওষুধ, চামড়া, বিদ্যুৎ এবং জ্বালানী, ভোগ্যপণ্য ও কৃষি পণ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসায়ে সেবা প্রদান করবে।

তিনি বলেন, ডিলোটি বাংলাদেশ শতাধিক পেশাদার এবং উঁচুমানের গ্রাহকের কেন্দ্রবিন্দু তৈরি করবে এবং পরবর্তী কয়েক বছরে বিভিন্ন সেক্টরে কর্মশক্তি সৃষ্টি করবে বলেও আশা করছে।

গুপ্ত বলেন, বিশ্বের দেড় শতাধিক দেশে তাদের পদচারণা রয়েছে। তারা বহুজাতিক ফার্মগুলোকে একুইজেশন ও মার্জার জবসহ বাণিজ্য পরামর্শ দিয়ে আসছে।

অনুষ্ঠানে বাংলাদেশী ম্যানেজিং পার্টনার নূরুল হক বলেন, আমরা ডিলোটি নেটওয়ার্কে যোগ দিতে পেরে গর্বিত। এর আন্তর্জাতিক মানের সেবা ইনোভেশন ও নীতির জন্য আমরা শ্রদ্ধা জানাই। ডিলোটি বাংলাদেশের গ্রাহকদের যথাযথ মূল্যায়ন করবে এবং স্থানীয় মেধাসম্পন্ন উদ্যোক্তা বিকাশে ভূমিকা রাখবে বলেও তিনি আস্থা ব্যক্ত করেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

 

‘বীমা করপোরেশন আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

pm meetingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জীবন বীমা ও সাধারণ বীমাকে করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব করে ‘বীমা করপোরেশন আইন-২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ ডিসেম্বর) তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত ও শেষ বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ১৯৩৮ সালের ‘দ্য ইনসুরেন্স অ্যাক্ট’কে রহিত করে ২০১০ সালে ‘দ্য ইনসুরেন্স করপোরেশ আইন’ করা হয়। ওই আইনকে রহিত করে নতুন আইন করা হচ্ছে।

প্রস্তাবিত আইনের অধীনে জীবন বীমা ও সাধারণ বীমাকে আনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতদিন জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে। প্রস্তাবিত আইনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বীমা করপোরেশন আইনে পরিচালনা পর্ষদ সাতজন থেকে বৃদ্ধি করে ১০ জনে উন্নীতের প্রস্তাব করা হয়েছে। কমপক্ষে পাঁচজনের উপস্থিতিতে কোরাম হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রিটার্ন দাখিল বাবদ আয় ২২,০০০ কোটি টাকা : এনআরবি

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছরের তুলনায় এ বছর আয়কর রিটার্ন দাখিল ও আদায় সংক্রান্ত তথ্যাদির সংখ্যা ২ লাখ ১৩ হাজার জন বেড়ে ২০ লাখ ৬ হাজার ৭১৫ জনে দাঁড়িয়েছে। এতে সরকারের আয় হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়াউদ্দিন মাহমুদ জানান, এর আগের বছর আয় হয়েছিলো ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এ বছর আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১২ শতাংশ।

সোমবার (০৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় নিজ কক্ষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন তিনি। এসময় এনবিআরের প্রথম সচিব খন্দকার খুরশীদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নিয়ম অনুসারে ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ সময় ছিলো। কিন্তু এদিন শুক্রবার হওয়ায় ২ ডিসেম্বর (রোববার) পর্যন্ত সময় বাড়ানো হয়। এ সময়ে আয়কর মেলার যে রকম সাড়া পড়েছিলো, রিটার্ন দাখিলেও এনবিআরের অফিসগুলোতেও ব্যাপক সাড়া পড়ে।

ফলে ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২ ডিসেম্বর পর্যন্ত মোট ২০ লাখ ৬ হাজার ৭১৫ জন রিটার্ন দাখিল ও আদায় সংক্রান্ত তথ্য দিয়েছেন।

এর মধ্যে ১৬ লাখ ৯১ হাজার ৬১০ জন রিটার্ন দাখিল করেছেন। আর বাকি ৩ লাখ ১৫ হাজার ১০৫ জন রিটার্ন দাখিল করার জন্য নতুন করে সময় চেয়েছেন। যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেড়েছে।

এনবিআরের সদস্য বলেন, এর আগের বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ১৮ লাখ ৩৫ হাজার ১৯০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান রিটার্ন দাখিল ও আদায় সংক্রান্ত তথ্য দিয়েছিলো। এর মধ্যে ১৪ লাখ ৭৮ হাজার ৩৩৪ জন রিটার্ন দাখিল করেছিলো। আর সময় চেয়েছিলো ৩ লাখ ৫৬ হাজার ৭৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

তিনি বলেন, ২০১৭ সালে রিটার্ন দাখিল বাবদ আয় হয়েছিলো ১৯ হাজার ৮১০ কোটি টাকা। এ বছর আয় হয়েছে ২২ হাজার ২৬৪ কোটি টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।

তার মধ্যে কেবল নভেম্বর মাসেই আয় হয়েছে ৫ হাজার ২৪৮ কোটি টাকা। গত বছর এ মাসে আয় হয়েছিলো ৪ হাজার কোটি টাকা। এতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে ২৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নিতে সম্মত চীন : ট্রাম্প

carস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নিতে সম্মত হয়েছে চীন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন।

বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বন্ধে দুই নেতা সম্মত হওয়ার একদিন পরেই এ সিদ্ধান্ত নেয়া হল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটন ও বেইজিং আগামী তিন মাস পরস্পরের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ না করার খবরে এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে।

ট্রাম্প টুইটারে বলেন, ‘চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গাড়ির ওপর শুল্প হ্রাস ও তুলে নিতে সম্মত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর চীন ৪০ শতাংশ হারে শুল্ক আরোপ করছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

বিএসআরএম’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

bsrm-bg20181203163816স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চট্টগ্রাম নগরীর স্মরনীকা কমিউনিটি সেন্টারে কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির ২০১৭-১৮ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমণ্ডলীর বিবরণী অনুমোদিত হয়। এছাড়া শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করা হয়।

এতে সভাপতি কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা, উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ স্টক লভ্যাংশ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমসিএল (প্রাণ) এর প্রথম প্রান্তিক বোর্ড সভা ৮ ডিসেম্বর

amclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এমসিএল (প্রাণ) লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওপেক-এর সদস্যপদ ত্যাগ করবে কাতার

opecস্টকমার্কেটবিডি ডেস্ক :

জ্বালানী তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস বা ওপেক-এর সদস্যপদ ত্যাগ করতে যাচ্ছে কাতার। সোমবার দেশটির তেল ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী সাদ সারিদা আল কাবি এই ঘোষণা দিয়েছেন।

দোহায় এক সংবাদ সম্মেলনে আল কাবি বলেন, কাতারের নিজস্ব প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে এবং এই সম্পদের উন্নয়ন করতে ওপেক ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী কয়েক বছরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা বার্ষিক ৭৭ মিলিয়ন থেকে বৃদ্ধি করে ১১০ মিলিয়ন টন নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে তেল উৎপাদনকারী ১৫ টি দেশের ব্লক থেকে সরে যাবে কাতার।

উল্লেখ্য, কাতারের রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম বিশ্বের মোট তেলের ৪০ শতাংশের যোগানদাতা।

সূত্র: আল-জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ডিএসইতে ৫৪৯ ও সিএসইতে ২৬ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৯ কোটি টাকা। দিনশেষে সেখানে সূচক ছিল মিশ্রাবস্থায়। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ২৬ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৬ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – প্যারামাউন্ট টেক্সটাইল, এ্যাডভেন্ট ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, খুলনা পাওয়ার, কাট্টালী টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, এম এল ডায়িং ও সিলভা ফার্মা লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফাস ফাইন্যান্স ও ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাজার মূলধনে অ্যাপলকে ছাড়াল মাইক্রোসফট

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

আট বছরের মধ্যে এই প্রথম বাজার মূলধনে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি ক্লাউড কম্পিউটিং বাজারে ভালো প্রবৃদ্ধি করলেও আইফোনের চাহিদা নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা হতাশ থাকায় অ্যাপলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

গত শুক্রবার মাইক্রোসফটের শেয়ারের দাম ০.৬ শতাংশ বেড়ে হয়েছে ১১০.৮৯ ডলার। ফলে মোট মূলধন দাঁড়িয়েছে ৮৫১.২ বিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের শেয়ারের দর ০.৫ শতাংশ কমে হয় ১৭৮.৫৮ ডলার। এতে কম্পানির মূলধন কমে হয় ৮৪৭.৪ বিলিয়ন ডলার।

২০১০ সালে আইফোনের চাহিদাকে ঘিরে বাজার মূলধনে মাইক্রোসফটকে ছাড়িয়েছিল অ্যাপল। ওই সময়ে ব্যক্তিগত কম্পিউটারের চাহিদা কমে যাওয়ায় বাজারে কিছুটা পিছিয়ে পড়ে মাইক্রোসফট। ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সত্য নাদেল্লা। এর পর থেকেই উইন্ডোজ সফটওয়্যারের ওপর নির্ভরতা কমিয়ে ক্লাউড কম্পিউটিং বাজারে বড় আকারে বিনিয়োগ করে কম্পানিটি। বর্তমানে এ বাজার শীর্ষে রয়েছে অ্যামাজন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ ও সুদের হার বৃদ্ধির কারণে কিছুটা উদ্বিগ্ন বিনিয়োগকারীরা।

এতে শেয়ারবাজারে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রযুক্তি কম্পানিগুলো। ১ নভেম্বর থেকে বর্তমান পর্যন্ত অ্যাপলের শেয়ার ১৯.৬ শতাংশ কম। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে স্মার্টফোনের চাহিদাও কমেছে। বিশ্লেষকরা জানান, ২০১৯ সালে শেষ হওয়া অর্থবছরে মাইক্রোসফটের রাজস্ব বাড়বে ১২.৭ শতাংশ। এর বিপরীতে অ্যাপলের রাজস্ব বাড়বে ৫ শতাংশ। রয়টার্স।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম