সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে সাইফ পাওয়ার

saifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড একটি সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সাইফ পোর্ট হোল্ডিং লিমিটেড নামে কোম্পানিটি বিনিয়োগ করবে তারা। এজন্য জরুরী ভিত্তিতে ৩.২৫ কোটি টাকা বিনিয়োগ করবে সাইফ পাওয়ারটেক।

সাইফ পোর্ট হোল্ডিং ডক ইয়ার্ড, সী পোর্ট, রিভার পোর্ট, ল্যান্ড পোর্ট, ইয়ার পোর্টসহ সরকারী বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ করবে।

সাইফ পোর্ট হোল্ডিং লিমিটেডের ৬৫ শতাংশ শেয়ার মালিক হলো সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

আরডি ফুডের মূল্য সংবেদশীল তথ্য নেই

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ নভেম্বর এ শেয়ারের দর ছিল ১৩.৯০ টাকা এবং গতকাল ২ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৮ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে আরডি ফুড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ ক্যাবলসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

eastern cableস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩০.৪৭ টাকা।

আগামী ২৬ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ