বাংলাদেশে ফুল খাত বিকাশে নীতিমালা চায় ঢাকা চেম্বার

DCCI_Flower Press Conference_04.12.2018স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে ফুল শিল্প অত্যন্ত সম্ভাবনাময় এবং এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়ন আবশ্যক বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মঙ্গলবার(৪ ডিসেম্বর) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি আবুল কাসেম খান একথা বলেন। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ২০১৮’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আবুল কাসেম খান জানান, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি)-এর তথ্যমতে, সারা পৃথিবীতে ফুলের বাজার প্রতিবছর ১০% হারে বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ সালে বৈশ্বিক বাজারে ফুল রফতানির বাজার মূল্য প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউএসএআইডি এগ্রিকালচারাল ভ্যালু চেইনস্ (এভিসি) প্রকল্পের আর্থিক সহায়তায় আগামী ৬-৮ ডিসেম্বর ‘ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ২০১৮’-এ প্রায় ৭০টি স্টলে দেশি-বিদেশি উদ্যোক্তা তাদের ফুল ও ফুল সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন করবেন। মেলায় থাইল্যান্ড, ভারত এবং নেপালের ১২টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই ইভেন্টে ‘বাংলাদেশে ফুল খাতে বিনিয়োগের সম্ভাবনা’ ও ‘ফুল চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা’ বিষয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার কমেছে ৫.৩৭ শতাংশ

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব নিত্যপণ্যের দাম নিম্নমুখী দাবি করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নির্বাচনী হাওয়ায় নিত্যপণ্যের বাজারে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না। বরং সামনে নিত্যপণ্যের দাম আরও কমবে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত নভেম্বর মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্য প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সিপিআইয়ের হালনাগাদ তথ্য তুলে ধরে মুস্তফা কামাল বলেন, বিশ্ববাজারে তেল, ডাল ও চিনির দাম কমেছে। ফলে দেশে মূল্যস্ফীতির হারে ইতিবাচক প্রভাব পড়েছে। এর প্রভাবে চলতি বছরের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ। অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪০ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে কৃষি পণ্যের বাম্পার ফলন হয়েছে। চাল উৎপাদনও ভালো হয়েছে। তাই সব পণ্যের দামই সহনীয় পর্যায়ে আছে। ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্যও সহনীয় পর্যায়ে আছে। ফলে আদা, রসুন, পেঁয়াজ, তেল ও ডাল কিনতে বাড়তি খরচ হয় না।

নির্বাচনের আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোটের সময় আমরা চাল ও সবজি বেশি খাবো না। কিন্তু চা তৈরির জন্য চিনি একটু বেশি লাগবে। ভোটে অন্যান্য উৎসবের মতো আমরা সন্তানদের নতুন নতুন কাপড়-চোপড়ও কিনে দেই না। সুতরাং ভোটে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। এখন সব কিছুর দাম কম, ভোটের পরও দাম কম থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গুলশানের নাভানা টাওয়ারে অগ্নিকাণ্ড

Navna-tower-Fireস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট গিয়ে তা নিভিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পরিদর্শক আতাউর রহমান জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে গুলশান ১ নম্বর সার্কেলের নাভানা টাওয়ারে আগুন লাগার খবর পান তারা।

“নিচতলায় গোডাউনের মতো একটা জায়গা থেকে আগুন লেগেছিল। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।”

এ ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল তা জানাতে পারেননি আতাউর রহমান।

গুলশানের বাণিজ্যিক এলাকায় ২৩ তলা নাভানা টাওয়ার ঢাকার অন্যতম উঁচু ভবন। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় ছাড়াও এ ভবনের নিচের কয়েকটি ফ্লোরে রয়েছে বিপণি বিতান।

দুপুরের পর পর নাভানা টাওয়ারে আগুন লাগলে দূর থেকেও ওই ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অনেকেই সেই ছবি ও ভিডিও ফেইসবুকে শেয়ার করেন। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

অবশেষে জ্বালানি তেলের ওপর কর কমাচ্ছে ফ্রান্স

rrrrস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিক্ষোভের মুখে অবশেষে জ্বালানি তেলের ওপর কর কমাচ্ছে ফ্রান্স প্রশাসন। খবর রয়টার্সের।

ফ্রান্স সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিতে পারেন।’
জ্বালানি তেলের ওপর কর বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

গত শনিবার মুখোশপরিহিত বিক্ষোভকারীরা প্যারিসের রাজপথে বেশ কয়েকটি যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় তুমুল সহিংসতার পর রবিবার সরকারের মুখপাত্র গ্রিভাউক্স ইউরোপ-১ রেডিওকে বলেন, আমরা এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি যাতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

তসরিফা ইন্ডাস্ট্রিজের ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

tasrifস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আনজুমান আরা বেগম হাসান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৭ লাখ ৪১ হাজারটি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. অ্যাডভেন্ট ফার্মা
  3. সায়হাম কটন
  4. প্যাসিফিক ডেনিমস
  5. ইউনাইটেড ফার্মা
  6. সিলভা ফার্মা
  7. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  8. এম এল ডায়িং
  9. সোনালী আঁশ
  10. খুলনা পাওয়ার লিমিটেড।

দুই শেয়ারবাজারেই সূচকের বড় উত্থান ও বেড়েছে লেনদেন

index upস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৪৯ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৪.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, সায়হাম কটন, প্যাসিফিক ডেনিমস, ইউনাইটেড ফার্মা, সিলভা ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এম এল ডায়িং, সোনালী আঁশ ও খুলনা পাওয়ার লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৯৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ হোলসিম ও শাশা ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কৃষি ঋণের খেলাপিদের সিআইবি রিপোর্ট কর‍ার নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সব ধরনের কৃষি ঋণ খেলাপি হওয়ার পর বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (০৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনকোয়ারি’ সিদ্ধান্ত অনুযায়ী ১ টাকা থেকে যেকোনো অংকের সব বকেয়া শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবিতে রিপোর্ট করতে হবে। তবে নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হবে না। খেলাপি ঋণগ্রহীতা যাতে কৃষি ঋণ না পান সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংককে নিশ্চিত হতে হবে’।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সোনালী আঁশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২২৫.৯০ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ব্যবসা কিনে নিচ্ছে ইউনিলিভার

glaxo-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হরলিক্স বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ব্যবসা কিনে নিচ্ছে অপর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। শুধু বাংলাদেশ নয় ভারতসহ পৃথিবীর প্রায় ২০টি দেশের হরলিক্সের ব্যবসা যাচ্ছে ইউনিলিভারের হাতে।

সোমবার গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের ৮২শতাংশ শেয়ার ইউনিলিভার ১ হাজার ৬৪০ কোটি টাকায় কিনে নিচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও ভারতসহ পৃথিবীর প্রায় ২০টি দেশের হরলিক্সের ব্যবসা কিনে নিচ্ছে ইউনিলিভার।

বাংলাদেশে গ্ল্যাক্সো হরলিক্স, সেনসোডাইনের মতো ভোক্তা পণ্যের পাশাপাশি ওষুধেরও ব্যবসা করে আসছে প্রায় ৫০ বছর ধরে। গত জুলাইয়ে এসে কোম্পানিটি প্রথমে ওষুধ কারখানা বন্ধের ঘোষণা দেয়। আর সোমবার কোম্পানিটি জানিয়েছে, তারা হরলিক্সসহ ভোক্তা পণ্যের ব্যবসাও বিক্রি করে দিচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যবসা গুটাতে যাচ্ছে বহুজাতিক এই কোম্পানি। বর্তমানে বাংলাদেশে কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৬১ জন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি