নর্দার্ণ জুটের শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা  জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ নভেম্বর এ শেয়ারের দর ছিল ৭৯৮ টাকা এবং গতকাল ৪ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১১৬৫ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে নর্দাণ জুট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইফাদ অটোসের বার্ষিক সাধারণ সভা ১৯ ডিসেম্বর

Ifad-autosস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আগামী ১৯ ডিসেম্বর রাজধানীর পান্থপথে সামুরাই কনভেনশন সেন্টারে কোম্পানিটির এই এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) এজেন্ডা ও অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম লাইফের বাৎসরিক বোর্ড সভা ৮ ডিসেম্বর

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ ডিসেম্বর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১২ টায় রাজধানীতে মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি