সোমবার ভ্যাট সম্মাননা পাচ্ছে ১৪৪ প্রতিষ্ঠান

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল সোমবার ১০ ডিসেম্বর জাতীয় মূসক (মূল্য সংযোজন কর) বা ভ্যাট দিবস। ভ্যাট রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানসহ সারা দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

১০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের মূল কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন করা হবে। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিন বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভ্যাট দিবস উপলক্ষে মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের হাতে সম্মাননা তুলে দেবেন।

এবারে ২০১৬-১৭ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানসহ সারা দেশের ১৪৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

ডেইরী ও প্রাণিসম্পদের উন্নয়নে ঋণ দিবে বিশ্ব ব্যাংক

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের ক্রমবর্ধমান ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতে বিশ্ব ব্যাংক প্রাণিসম্পদ ও ডেইরী পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন ডলার দেবে।

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারী কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সুবিধার সৃষ্টি হবে।

বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফন বলেন, প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে। এতে পল্লী অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

প্রাণিসম্পদ খাতে রয়েছে মোট শ্রমশক্তির ১৪ শতাংশ। কিন্তু পল্লীর ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১.৫ বিলিয়ন ডিম, ০.৫ মিলিয়ন টন মাংস ও ৫.৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে। এদিকে ২০১৫-’১৬ বছরে ডেইরী পণ্যের আমদানি ২৪৮.৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

নির্বাচনি ইশতেহারে শেয়ারবাজারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সিপিডির

deboprioস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে শেয়ারবাজারের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার পরামর্শও দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

রবিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশের অর্থনীতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘নির্বাচনি ব্যয় এখন অনেক যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখতে বাধ্য করছে। নির্বাচনি ব্যয়ই এখন গণতন্ত্রের প্রতিবন্ধক হিসেবে পরিণত হচ্ছে কিনা, সেটা আমাদের বিবেচনা করার সময় হয়েছে।’

এছাড়া নির্বাচনি ইশতেহারে শুধু প্রত্যাশার কথা না জানিয়ে বাস্তবায়নের পথ দেখাতেও আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনের প্রার্থীদের সম্পদের বিবরণী আরও গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করা উচিত বলে মনে করেন তিনি। তার মতে, নির্বাচনি ইশতেহারে অর্থনৈতিক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। আর রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে, ব্যাংক ও পুঁজিবাজারের শৃঙ্খলা এবং উন্নয়নকে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘হয়তো নির্বাচনি ইশতেহারে উনারা (রাজনৈতিক দলগুলোর নেতা) অনেক গগনস্পর্শী উন্নয়ন আকাঙ্ক্ষা আমাদের সামনে তুলে ধরবেন। কিন্তু সেটাকে অর্জন করার পদ্ধতি এবং অর্থায়নের সুযোগ উনাদের একই সঙ্গে বলতে হবে।’
তিনি জানান, গত ১০ বছরে অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে। তবে রাজনৈতিক প্রতিযোগিতা না থাকায় সমাজে বৈষম্য বেড়ে গেছে। পাশাপাশি অনেক ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাপনার পতন হয়েছে।

প্রতিষ্ঠানটির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দেশ থেকে সম্পদ যে পাচার হচ্ছে, জিরো টলারেন্স নীতির মাধ্যমে এটাকে আমাদের মোকাবিলা করতে হবে।’ তিনি উল্লেখ করেন, পাচার হচ্ছে মূলত বিভিন্ন রকম দুর্নীতি ও সাধারণ জনগণের অর্থ লুট করার পর। এছাড়া নির্বাচনের আগে আমদানির নামে অর্থপাচার ঠেকাতেও সতর্ক থাকার কথা বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব অনুসন্ধান করবে এনবিআর

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, তিনি ( ড. কামাল হোসেন) বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন। এই সময়ে যদি এনবিআর তার ব্যাংক হিসাব খতিয়ে দেখে তাহলে প্রশ্ন উঠতে পারে। তবে আমরা তাতে পিছপা হব না।

রবিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/

মেগাপ্রকল্প বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার : পরিকল্পনামন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে সরকার পরিবর্তন হলে উন্নয়ন কাজ থেমে যাবে। পরবর্তী সরকার এসে বাতিল করে দেবে। পদ্মাসেতু-মেট্রোরেলের মতো মেগাপ্রকল্প আমরা হাতে নিয়েছি। এই কারণে মেগাপ্রকল্প বাস্তবায়নে সরকারের ধারাবাহিকতা দরকার।

রবিবার রাজধানীর শেরে বাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সব খাতেই বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল। দেশে এখন বিদ্যুৎ ঘাটতি নেই। বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কর্মসংস্থানও বাড়বে।

তিনি বলেন, উন্নত বিশ্বে সরকার পরিবর্তন হলেও প্রকল্প বাস্তবায়ন থেমে থাকে না। এক সরকারের কাজ অন্য সরকার ভালোভাবে বাস্তবায়ন করে। কিন্তু আমাদের দেশে এর উল্টো হয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ব্যবসায়ীদের গোল্ডেন ভিসা বাতিল করেছে ব্রিটেন

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যে গোল্ডেন ভিসার মাধ্যমে চীন, রাশিয়া আর ভারতের অনেক বিনিয়োগকারী ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছিলেন, এবার সেই গোল্ডেন ভিসাব্যবস্থাই বাতিল করে দিল ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বাতিল হয়ে যায় এই বিশেষ ভিসাব্যবস্থা।

২০০৮ সালে গোল্ডেন ভিসাব্যবস্থার সূচনা করে ব্রিটিশ সরকার। ২০১৮ সালের সেপ্টেম্বর অবধিও তিন দেশের বিনিয়োগকারীদের এই ভিসা দেওয়া হয়। প্রথমে চীনা ও রুশ বিনিয়োগকারীদেরই গোল্ডেন ভিসা দেওয়া হয়েছিল। তবে এর কিছু দিনের মধ্যেই ৭৬ জন ভারতীয় বিনিয়োগকারীকে এই সুবিধা দেওয়া হয়।

দুই বছরের জন্য এই ভিসা পেতে গেলে বিনিয়োগকারীদের যুক্তরাজ্যে ১০ কোটি ৫৬ লাখ টাকার বন্ড কিনতে হয়। তিন বছরের জন্য ৫২ দশমিক ৭৯ কোটি টাকা, পাঁচ বছরের বাসিন্দা হতে একজন বিনিয়োগকারীকে ১০৫ দশমিক ৫৮ কোটি টাকা দিতে হতো ব্রিটিশ সরকারকে। যদিও ২০১৪ সালে এই দুই বছরের গোল্ডেন ভিসার মূল্য দ্বিগুণ করে দেওয়া হয়।

২০১৫ সালেই এই গোল্ডেন ভিসার একটি পর্যালোচনা প্রকাশিত হয়। আর সেই রিভিউ সামনে আসার পরই সন্দেহ হয় সরকারের। কর্মকর্তাদের তদন্ত করার নির্দেশও দেওয়া হয়। তখনই এই ভিসার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে আরও কড়া করেছিল ব্রিটিশ সরকার। সেই পর্যালোচনায় পরিষ্কার করে বিদেশে গচ্ছিত ‘ডার্টি মানি’ বা কালোটাকার কথা বলা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. অ্যাডভেন্ট ফার্মা
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ওয়াটা কেমিক্যালস
  5. ফার্মা এইডস
  6. কাট্টালী টেক্সটাইল
  7. ন্যাশনাল টী কোম্পানি
  8. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  9. জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। দিনশেষে সেখানে সূচকের অনেকটা পতন ছিল। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৭৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫১৪ কোটি ৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৫টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, ফার্মা এইডস, কাট্টালী টেক্সটাইল, ন্যাশনাল টী কোম্পানি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৫৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২২ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অ্যাডভেন্ট ফার্মা ও রতনপুর স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বনানীতে ফুয়াং ফুডের এজিএমের ভেণ্যু নির্ধারণ

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেণ্যু নির্ধারণ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় রাজধানীর বনানীতে গোল্ডেন টিউলিপ হলে কোম্পানি ২২ তম এজিএমটি অনুষ্ঠিত হবে।

এজিএমের এজেন্ডা ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওপেকের নতুন সিদ্ধান্তে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা

opecস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাড়তে চলেছে জ্বালানির দাম। ওপেক অন্তর্ভুক্ত দেশগুলির সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। গতকাল শনিবার ভিয়েনায় অনুষ্ঠিত ওপেকের সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে সিদ্ধান্ত হয় তেলের উৎপাদন তারা কমাবে সর্বোচ্চ ২৫ শতাংশ। প্রত্যেক দিন ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর হবে বলে জানায় তারা। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে রাশিয়াও।

ওপেক সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের প্রথমার্ধ প্রত্যহ ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি দিনে ৮ লক্ষ ব্যারেল এবং রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলি ৪ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাবে।
খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডার ওপেকের সদস্য দেশগুলি। তাদের রয়েছে বিশ্বের ৮২ শতাংশ তেল, ৭২ শতাংশ প্রাকৃতিক গ্যাস। বিশ্বে তেল রফতানিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি।

এদিকে, ওপেক সদস্য রাষ্ট্রগুলির তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত সামনে আসতেই তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। এরপর বিশ্ব বাজারে তেলের দাম কোন পর্যায় পৌঁছাবে তা ভেবেই আতঙ্কে ভূগছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যন্যরা।

স্টকমার্কেটবিডি.কম/এ