হবিগঞ্জে সায়হাম টেক্সটাইলের কারখানা গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক :

হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার নোয়পাড়ায় অবস্থিত গুদামে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টা ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে কোটি টাকা হবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মাধবপুর উপজেলার নোয়পাড়ায় অবস্থিত জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ দায়িত্ব পালন করছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেবিবি পাওয়ারের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-১’

gbb-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি জেবিবি পাওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ৩০ জুন শেষ হওয়া ১০১৮ অর্থবছর পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/এ