পাঁচ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩,৮০৩ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের লেনদেন কমেছে । এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ৩,৮০৩ কোটি টাকা বা দশমিক ৯৯ শতাংশ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৪.৯৩ শতাংশ কম। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৫ কোটি টাকার।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৮২২ কোটি টাকা। যা আগের ডিএসইতে এই মূলধন সপ্তাহে ছিল ৩ লাখ ৮৩ হাজার ৬২৫ কোটি টাকা। এ হিসাবে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে দশমিক ৯৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫১০ কোটি ৭০ লাখ টাকার। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬০০ কোটি ৭০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৪.৯৩ শতাংশ কম।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭.৪১ পয়েন্ট কমে ১২০৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮৪৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, দর কমেছে ২০৯টির ও শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে ২০টির। আর তিনটি কোম্পানির কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি