বিডিকম অনলাইনের বোনাস ও নগদ লভ্যাংশ অনুমোদন

1c44b8c3b68877d92a8faae8d7db6964-5c17e7021c4adস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিডিকম অনলাইন লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে এএমএম কনভেনশন সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীরসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ এবং অনুমোদন করা হয়। এ ছাড়া ৭ শতাংশ হারে নগদ ও ৫ শতাংশ হারে বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  2. ইউনাইটেড পাওয়ার
  3. স্কয়ার ফার্মা
  4. ইফাদ অটোস
  5. সোনালী আঁশ
  6. আনলিমা ইয়ার্ন
  7. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  8. খুলনা পাওয়ার
  9. ভিএফএস থ্রেডস
  10. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

কেয়া কসমেটিকসের পরিচালক ৩ কোটি শেয়ার বিক্রি করবে

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ কোটি শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে কোম্পানিটির ৮,৬৮,৮৮,৬৩১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১৬ ডিসেম্বর টেলিটকের ফোর-জি চালু

4Gস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টেলিটকচতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর-জি চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। মহান বিজয় দিবসের দিনে ১৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত সময়েই এ সেবা চালু হয়েছে।

ফোর–জি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে টেলিটকের প্রকল্প পরিচালক রেজাউল কবির বলেন, গত রোববার সন্ধ্যায় বাণিজ্যিকভাবে টেলিটকের ফোর–জি চালু হয়েছে। প্রথম এই সেবা ঢাকার কয়েকটি অঞ্চলে পাওয়া যাচ্ছে। টেলিটকের গ্রাহকেরা শিগগিরই দেশের সব জায়গা থেকে এই ইন্টারনেট সেবা পাবেন। বাংলাদেশে ফোর–জি চালুর প্রায় ১০ মাস পর অবশেষে এই সেবা চালু করেছে টেলিটক।

বিজয়ের মাস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিকভাবে ফোর–জি সেবা চালুর উদ্যোগ নিয়েছে টেলিটক।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১২ ব্যাংকে মূলধন ঘাটতি ১০ হাজার ৮২৯ কোটি টাকা

bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি অধিকাংশ ব্যাংক বছরের পর বছর ঋণের বিপরীতে চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না। তবে দুই বছর ধরে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকও একই সমস্যায় পড়েছে।

স্ট্যান্ডার্ড, মিউচুয়াল ট্রাস্ট ও শাহজালাল ইসলামী ব্যাংকও সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারছে না। ফলে এসব ব্যাংকের ঋণের মান ধীরে ধীরে খারাপ হচ্ছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৮২৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, একটি ব্যাংক কতটা ভালো চলছে, তার কিছুটা দৃশ্যমান হয় পরিচালনার দিক থেকে ব্যাংকটি মৌলিক নিয়ম-কানুন মানতে পারছে কিনা, তা দিয়ে। এর মধ্যে অন্যতম হল, যে পরিমাণ ঋণ বিতরণ হয়েছে, তার বিপরীতে যথাযথ মানে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করা। মূলত পরিচালন মুনাফা থেকেই এসব সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এসব ঋণ আদায় না হলেও ব্যাংকের ভিত্তি ততটা নড়বড়ে হয় না। ব্যাংকগুলো ঝুঁকিতে কম পড়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি খাতের এবি ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা, দুই বছর আগে যা ছিল ৯৭৬ কোটি টাকা। অর্থাৎ দুই বছরে খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ বেড়েছে। এর ফলে ব্যাংকটি এখন চাহিদামতো নিরাপত্তা সঞ্চিতিও রাখতে পারছে না। ঘাটতি দাঁড়িয়েছে ১২৩ কোটি টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ১ হাজার ৫৬২ কোটি টাকা, দুই বছর আগে যা ছিল ৭৩৮ কোটি টাকা। মালিকানা পরিবর্তনের পর এখন নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিও দাঁড়িয়েছে ৩৫৭ কোটি টাকা। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ২৬১ কোটি টাকা।

শাহজালাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ১ হাজার ৮১ কোটি টাকা, দুই বছর আগে যা ছিল ৭১৪ কোটি টাকা। ব্যাংকটির এখন নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি ১০২ কোটি টাকা। স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপি ঋণ গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ১ হাজার ১৬৮ কোটি টাকা, দুই বছর আগে যা ছিল ৫২১ কোটি টাকা। এ কারণে এখন ৬২ কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে পড়েছে ব্যাংকটি।

এদিকে সেপ্টেম্বর শেষে বাংলাদেশ কমার্স ব্যাংকের সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ৪২১ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯৬ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ৯৭ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে দুরবস্থার মধ্যে আছে। এর মধ্যে সোনালী ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি ৩ হাজার ৫৪৫ কোটি টাকা, বেসিক ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি ৩ হাজার ৫৪৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি ১ হাজার ৩৫৩ কোটি টাকা এবং অগ্রণী ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি ৮৬৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাসেম ইন্ডাস্ট্রিজের বোনাস লভ্যাংশ বিওতে জমা

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ১৭ ডিসেম্বর মঙ্গলবার কোম্পানিটির এসব বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কাসেম ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড গত ৩০ জুন ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘এ-’ ও ‘এসটি-৩’

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড। (সিআরআইএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম