হোম লোন সুবিধা চালু করলো লংকা বাংলা ফাইন্যান্স

lankaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

র্যাংকস এফসির গ্রাহকদের জন্য গৃহঋণ এর অর্থায়নে নতুন ধারার হোম লোন সুবিধা চালু করেছে লংকা বাংলা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) র‌্যাংকস এফসির কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন র‌্যাংকস এফসির সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন এবং লঙ্কাবাংলার এসইভিপি এবং হেড অব রিটেইল সার্ভিস খুরশেদ আলম।

এই চুক্তির আওতায় ন্যূনতম ৬০-৭০ হাজার টাকা মাসিক আয় করছেন এমন কেউ লঙ্কাবাংলা থেকে সর্বোচ্চ ৩০ বছর সময়ে সহজ কিস্তি সুবিধায় একটি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। এই সুবিধা প্রাথমিকভাবে চট্টগ্রামে শুধু র‌্যাংকস এফসির গ্রাহকদের জন্যই থাকছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলার ভিপি এবং আগ্রাবাদ শাখার প্রধান সোলেমান হোসাইন, হেড অব হোম লোন শাহরিয়ার পারভেজ, জিইসি শাখার প্রধান সাজ্জাদ হোসাইন, র‌্যাংকস এফসির হেড অব ফিন্যান্স হানিফ বিল্লাহ, হেড অব এইচআর অ্যান্ড এডমিন জাবেদুর রহমান, হেড অব সেল্স মোহাম্মদ মহিউদ্দীন, সিনিয়র ম্যানেজার মীর মোয়াজ্জেম হোসেন, হেড অব অডিট সঞ্জয় নাথ, কাস্টমার সার্ভিস এর ইনচার্জ ইমতিয়াজ বাশার প্রমুখ ।

স্টকমার্কেটবিডি.কম/বি

টানা চার দিন ব্যাংক লেনদেন বন্ধ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটি, নির্বাচনের জন্য সাধারণ ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে ২০১৮ সালের শেষ ৪ দিন ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ ৪ দিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না। এ কারণে ২৭ ডিসেম্বর হবে শেষ কার্যদিবস। এদিনই চূড়ান্ত হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব।

কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

২৮ ও ২ ‍ ৯ ডিসেম্বর শুক্র ও শনিবার। সাপ্তাহিক ছুটির কারণে এ দুদিন ব্যাংক বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হবে না।

তবে এ সময় গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। টানা এ ছুটির কারণে ২৭ ডিসেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মার লভ্যাংশ অনুমোদন

square20181220175653স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুটি প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড যথাক্রমে ২৫ ও ৪২ শতাংশ লভাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ অনুমোদন করেন।

কোম্পানি দুটির মধ্যে স্কয়ার টেক্সটাইল লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। এছাড়া আরো ৫টি এজেন্ডা বা আলোচ্যসূচি পাস করা হয়।

বছর শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা। এদিকে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৩ পয়সা। যা গত বছর ছিল ৩৯ টাকা ১০ পয়সা।

একই দিন অপর কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৪২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। এর মধ্যে ৩২ দশমকি ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৭২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৪৩ পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৮ টাকা ৪১ পয়সা। যা আগের বছর ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। আজ মঙ্গলবার কোম্পানিগুলো ২৩ লাখ ৯০ হাজার ২৯৪টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ২৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১ লাখ ৩৮২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ১১ কোটি ২৪ লাখ ২৮ হাজার টাকা।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। কোম্পানির ২ লাখ ৫১ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৬ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানির ১০ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার দর ৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানির মধ্যে- বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ৫০ হাজার টাকা, মুন্নু সিরামিকের ৮০ লাখ ৮৩ হাজার টাকা, অলেম্পিক ইন্ডাস্ট্রিজের ৮৬ লাখ ৪০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ২৮ লাখ ৯৭ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৩২ হাজার টাকা, এসকে ট্রিমসের ২ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৪০ লাখ ৮৭ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিভিউশন কোম্পানির ২৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিডিকম অনলাইন
  4. ইনটেক লিমিটেড
  5. বিএটিবিসি
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. ফাস ফাইন্যান্স
  8. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  9. ড্যাফোডিল কম্পিউটারস
  10. জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

লভ্যাংশ কম দেওয়ায় ক্যাটাগরি পরিবর্তন

Khan_Br_PP_Bagস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে।  বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ২২ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রি  লিমিটেড ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডিএসইতে ৪৬২ ও সিএসইতে ৪৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৪৬২ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৫টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিডিকম অনলাইন, ইনটেক লিমিটেড, বিএটিবিসি, প্যারামাউন্ট টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটারস ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল কনফিডেন্স সিমেন্ট ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জেনেক্স ইনফোসিসের লটারী অনুষ্ঠিত : ফলাফল প্রকাশ

genexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইবি মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হয়। এসময় কোম্পানিটির চেয়ারম্যান-এমডিসহ সকল পরিচালকরাই উপস্থিত ছিলেন।

কোম্পানিটি জানায়, কোম্পানির ২০ কোটি টাকার আইপিও আবেদন বিপক্ষে মোট ৩৫.৭৫ গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

কোম্পানিটির আইপিও সাবস্ক্রিপশন গত ১৮ নভেম্বর হতে শুরু হয়। এই আবেদন গ্রহণ চলে ২৯ নভেম্বর পর্যন্ত।

সম্প্রতি কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) । গত ৪ সেপ্টেম্বর ৬৫৬তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

জেনেক্স ইনফোসিস শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

ট্রেকহোল্ডার/মার্চেন্ট ব্যাংক

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

ইলিজিবল ইনভেস্টর (মিউচ্যুয়াল ফান্ড ছাড়া)

 

স্টকমার্কেটবিডি.কম/বি

বিএসআরএম স্টিল দেশের বাইরে বিনিয়োগ করবে

bsrmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড দেশের বাইরে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বিএসআরএম স্টিল প্রায় ৩৯ কোটি টাকা বিনিয়োগ করতে চায় বিএমএস স্টিল লিমিটেডে। বিএমএস স্টিল লিমিটেড কেনিয়ায় অবস্থিত আরব আমিরাতের যৌথ মালিকানার একটি স্টিল কোম্পািনি।

বিএমএস স্টিল লিমিটেড কেনিয়া ও আফ্রিকার অন্যান্য দেশে মোট বিনিেযাগ ৬৫ মিলিয়ন ডলার বিনিযোগ করবে। এর মধ্যে ৪.৬৮ মিলিয়ন অর্থ যোগান দিবে বিএসআরএম স্টিল লিমিটেড।

নতুন এই কোম্পানিটিতে প্রতি বছর ৪ লাখ মিলিয়ন মেট্রিকটন এমএস বার রড উৎপাদন করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এমারেল্ড ওয়েলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

emarold-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১২ ডিসেম্বর শেয়ার দর ছিল ১০.৫০ টাকা। গতকাল ১৯ ডিসেম্বর সর্বশেষ তা ২১.৪০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এমারেল্ড ওয়েল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ