খুলনা প্রিন্টিংয়ের ১৮তম এজিএম অনুষ্ঠিত

KPPLস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে সোমবার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়ে লখপুর গ্রুপের করপোরেট অফিসে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এই সভা হয়।

সভায় কেপিএলের পরিচালক আমজাদ হোসেনসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালকদের পুনর্নিয়োগ ও নিরীক্ষক নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়।

চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বলেন, কোম্পানির উৎপাদন বন্ধ থাকায় লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি, তবে ২৯ নভেম্বর উৎপাদন শুরু হওয়ায় আগামী বছর ভাল লভ্যাংশ দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাণিজ্য সম্পর্ক জোরদারের অঙ্গীকার করলেন ট্রাম্প ও শি

095537trump-xi-jinpingস্টকমার্কেবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে বাণিজ্য বিরোধ কাটিয়ে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হওয়া শুরু হয়েছে কিছুদিন আগেই। এবার উভয় দেশ সম্পর্ক জোরদারে নতুন করে অঙ্গীকার করেছে। এবার দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকীতে তারা এ অঙ্গীকার করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, মঙ্গলবার পাঠানো বার্তায় শি সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার মাধ্যমে চীন-মার্কিন সম্পর্ককে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ট্রাম্প চীন ও যুক্তরাষ্ট্রের গত চার দশকের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করে চীনা নেতার সাথে তার নিবিড় বন্ধুত্বের প্রশংসা করেন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত বছর তীব্র বাণিজ্যিক যুদ্ধ চলে। উভয় দেশই দুদেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে যার পরিমাণ ৩০ হাজার কোটিরও বেশি। চীনের অন্যায্য বাণিজ্যিক নীতির সমালোচনা করে ট্রাম্প এ যুদ্ধ শুরু করে। শেষ পর্যন্ত বুয়েন্স আয়ার্সে জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুনেতা এক বৈঠকে উভয়ে বাণিজ্যিক যুদ্ধ বন্ধে একমত হন।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৭৯ সালের ১ জানুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। তাইওয়ানের সাথে কেবলমাত্র অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে সম্মত হয় ওয়াশিংটন।

স্টকমার্কেটবিডি.কম/বি

২০১৮ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় রেকর্ড

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনটেইনার ওঠানামায় নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দর। ২০১৭ সালে যেখানে কনটেইনার ওঠানামা হয়েছিল ২৫ লাখ ৬৬ হাজার একক; ২০১৮ সালে সেটি হয়েছে ২৯ লাখ তিন হাজার একক। এক বছরে সাড়ে ৩ লাখ একক কনটেইনার ওঠানামা বেশি হয়েছে; প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯ শতাংশ।

বিদ্যমান জেটি এবং গ্যান্ট্রি ক্রেনসহ নতুন কিছু যন্ত্রপাতি যোগ করে এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম বন্দর। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দরের ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনার পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এই রেকর্ড।

জার্মানির হামবুর্গ পোর্ট কনসাল্ট (এইচপিসি) তৈরি মহাপরিকল্পনায় বলা আছে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কনটেইনার বার্থ (জিসিবি) মিলিয়ে ২০১৯ সালে হবে ২৬ লাখ ৬৬ হাজার একক এবং ২০২০ সালে হবে ২৯ লাখ একক। দুই বছর পরের পূর্বাভাস এখনই পূরণ করল চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ জানান, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন বাড়ায় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.৮ শতাংশ, এই কারণে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরে কনটেইনার ওঠানামা রেকর্ড করেছে। বন্দরে গত বছর কি গ্যান্ট্রি ক্রেনসহ অনেক যন্ত্রপাতি বন্দরের বহরে যোগ হওয়ায় বিদ্যমান জেটি দিয়েই বাড়তি পণ্য ওঠানামা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, প্রতিবছর এই প্রবৃদ্ধি সামাল দিতে আমরা নতুন টার্মিনাল নির্মাণ করছি; যন্ত্রপাতি যোগ করে পণ্য ওঠানামা আরো বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করছি। সেগুলো সচল হলে সক্ষমতা বাড়বে; আরো বেশি পণ্য ওঠানামা করা সম্ভব হবে।

বন্দরের হিসাবে, বিগত ২০১৬ সালে চট্টগ্রাম বন্দরে মোট কনটেইনার ওঠানামা হয়েছিল ২৩ লাখ ৪৭ হাজার একক। ২০১৭ সালে হয়েছে প্রায় ২৫ লাখ ৬৭ হাজার একক। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে সোয়া ১০ শতাংশ। ২০১৮ সালে হয়েছে ২৯ লাখ তিন হাজার একক কনটেইনার। আর সাধারণ কার্গো ওঠানামা হয়েছে ৯ কোটি ৬৩ লাখ একক। এই খাতে প্রবৃদ্ধির হার কনটেইনারের চেয়ে বেশি প্রায় ১৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নির্বাচনের পরেই বাড়ল সোনার দাম

goldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেদিনই মধ্যরাতে আরেক ঘোষণায় তারা নতুন দাম স্থগিত করে। তবে নির্বাচনের দুই দিন পরই এবং ইংরেজি নববর্ষের শুরুর দিনই সংগঠনটি কিছুটা পরিবর্তিতভাবে আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এতে প্রতি ভরি সোনার সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। তবে সেই সময়ে স্থগিতের ঘোষণা কী কারণে দেওয়া হয়েছিল তা সরাসরি না বললেও আন্তর্জাতিকভাবে মূল্যবৃদ্ধির জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।

আর ২১ ক্যারেট সোনা প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৯৮৮ টাকা, যা আগে ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। ২১ ক্যারেটের দাম আগে ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ছিল ৪০ হাজার ১২৪ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এ্যাপেক্স ফুটওয়ারের ২০১৭ সালে ঋণমান প্রকাশ

apex-smbdস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’ । আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’ ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম