১৫ কোটি টাকার মেশিনারিজ কিনবে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৫ কোটি টাকার মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের অতিরিক্তি প্রোডাকশন ১৫০ মেট্রিক টনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে বেশ কিছু মেশিনারিজ কিনবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে লুমস ২০ সেট, নিডল লুমস ৬, সুইং মেশিন ৩৫, ফ্যাবরিক কাটিং মেশিন ও স্রিঙ্ক ওয়ারপিং মেশিন ২ সেট। এছাড়াও টুইশটিং মেশিন, বেল প্রেস, এয়ার ওয়াশ, লুপ কাটিং, এভাপোরটিভ এয়ার কুলার, লিনার শ্যাপিং ও ব্যাফল পাঞ্চিং মেশিন আমদানি করা হবে।

এদিকে, কোম্পানিটির কারখান সম্প্রসারণের লক্ষ্যে ২টি ফ্লোর আধুনিকীকরণ করা হবে। আর এতে সবমিলিয়ে প্রায় ১৫ কোটি টাকা খরচ হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

এমএল ডায়িং ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামী রবিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আর নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

এ্যারামিট সিমেন্টের মূল্য সংবেদনশীল তথ্য নেই

aramits-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর শেয়ার দর ছিল ১৮.৭০ টাকা। আর গতকাল ২ জানুয়ারি সর্বশেষ তা ২৩.৩০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এ্যারামিট সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

প্যারামাউন্ট টেক্সটাইলের ২০১৭ সালে ঋণমান প্রকাশ

paraস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ । আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’ ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম