৫ কোম্পানির লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রদান

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ, বিডি ল্যাম্পস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর বিডি ল্যাম্পসের পর্ষদ ২০ শতাংশ নগদ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ২২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ও কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে।

এদিকে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ওয়ারেন্ট আকারে ও ১৫ শতাংশ বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। আর ফারইস্ট নিটিংয়ের ১০ শতাংশ বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

nurulস্টকমার্কেটবিডি ডেস্ক :

নব্য গঠিত মন্ত্রিপরিষদে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, এরপর আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

উল্লেখ্য,এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশের নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ এবং এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোস্তাশিয়ার বাগানবাড়ী এলাকায়। তিনি স্নাতকোত্তর ও আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন।পেশায় আইনজীবী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূণ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নতুন বানিজ্য মন্ত্রী রংপুরের টিপু মুনশি

noyfalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

মেলার নিরাপত্তায় ডিএমপি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

আলোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (উপ পরিচালক অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মূল্য তালিকা না টাঙ্গালে বাণিজ্য মেলার খাবারের দোকান বন্ধ

dmpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনিয়ম রুখতে বাণিজ্য মেলার খাবারের দোকান মূল্য তালিকা না টাঙ্গালে সেই দোকান মেলা কর্তৃপক্ষের সহযোগিতায় বন্ধ করে দেবে পুলিশ। ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীর শেরেবাংলা নগরে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইতিমধ্যে বাণিজ্য মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে থাকছে মেলায় আগত দর্শনার্থীদের পৃথক প্রবেশ ও বাহির গেট। প্রবেশের পূর্বে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করানো, মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা। টিকিট কালোবাজারি ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ দল। মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে ৪টি হেল্প ডেস্ক স্থাপন করা। মেলার অভ্যন্তরে থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বাণিজ্য মেলায় গৃহীত নিরাপত্তা সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বের ন্যায় আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনো হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।

মেলার নিরাপত্তায় ডিএমপি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

আলোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (উপ পরিচালক অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মন্ত্রিসভার নতুন অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মুস্তফা কামাল

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। এর আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আজ বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

স্টকমার্কেটবিডি.কম/বি

নতুন লাইসেন্স পাচ্ছে এনআরবি লাইফ ইন্স্যুরেন্স

idr-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামে আরও একটি জীবন বিমা কোম্পানির লাইসেন্স দিতে যাচ্ছে সরকার।

সম্প্রতি বীমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই কোম্পানিটিকে ব্যবসার অনুমোদনে অনাপত্তি দিয়েছে। আইডিআরএ’র উপ-সচিব আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক স্বাক্ষরিত অনাপত্তিপত্রে বলা হয়েছে, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নামে নিবন্ধনের জন্য নির্দেশক্রমে আইডিআরএ অনাপত্তি জ্ঞাপন করা হলো। তবে এই অনাপত্তি ভবিষ্যতে কোম্পানির নিবন্ধন লাইসেন্স প্রাপ্তির কোনও নিশ্চয়তা প্রদান করবে না।

নতুন এই বিমা কোম্পানির চেয়ারম্যান ইউরোপ প্রবাসী জিএম কিবরিয়া। তিনি বিমা ব্যবসার জন্য ২০১৩ সালে আবেদন করেন। সে সময়ে কোম্পানির সনদ পাওয়ার সব শর্ত পূরণ করলেও আইডিআরএ-এর তৎকালীন দায়িত্বপ্রাপ্তরা সনদ দেওয়া থেকে বিরত থাকে।

এ প্রসঙ্গে জিএম কিবরিয়া বলেন, ‘বিমা ব্যবসার জন্য আমি শর্ত পূরণ করে ২০১৩ সালে আবেদন করি। কিন্তু সে সময় আমাকে বঞ্চিত করা হয়।’ তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলোতে প্রতিটি মানুষের বিমা থাকলেও আমাদের দেশে নেই। আমাদের মূল লক্ষ্য থাকবে, দেশের সব মানুষকে বিমার আওতায় আর্থিক সেবা দেওয়া।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বিবিএস ক্যাবলস
  2. প্যারামাউন্ট টেক্সটাইল
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ভিএফএস থ্রেডস
  5. ব্র্যাক ব্যাংক
  6. ড্রাগন সোয়েটার
  7. খুলনা পাওয়ার
  8. ইউনাইটেড পাওয়ার
  9. ইনটেক অনলাইন
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ১০২৬ ও সিএসইতে ৫৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ১০২৪ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১০২৬ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৯২৪ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩২.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৬৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬২ টির। আর দর অপরিবর্তিত আছে ১৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ভিএফএস থ্রেডস, ব্র্যাক ব্যাংক, ড্রাগন সোয়েটার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইনটেক অনলাইন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭০ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ভিএফএস থ্রেডস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আর্গন ডেনিমসের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা ১৪ জানুয়ারি

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানী খিলক্ষেতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ