উত্তরায় আজও রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকরা

122747garments-labour-processionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেতন-ভাতা বৃদ্ধি ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় আজও রাস্তায় নেমে এসেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বিপুলসংখ্যক শ্রমিক রাস্তায় নেমে আসায় আজও ঢাকা-ময়মনসিংহ সড়ক বন্ধ হয়ে যায়।

আজ সোমবার বিপুলসংখ্যক শ্রমিক রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তির শিকার হয়েছেন বিপুলসংখ্যক পথচারী। মহাসড়কের যানজট বিভিন্ন গলিতেও গিয়ে পৌঁছেছে।

এর আগে রবিবারও বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে সড়কটি অবরোধ করেন পোশাকশ্রমিকরা।

আন্দোলনের কারণে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে তখন সরে গেলেও কিছুক্ষণ পরই তারা এসে আবারও সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচলে চরম বিঘ্ন ঘটে।

স্টকমার্কেটবিডি.কম/বি

আলিফ ইন্ডাস্ট্রিজের অপ্রকাশিত কোনো তথ্য নেই

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৭ ডিসেম্বর শেয়ার দর ছিল ৯.১০ টাকা। আর গতকাল ৬ জানুয়ারি সর্বশেষ তা ১১ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

২ কার্য দিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫৪ টাকা

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২ জানুয়ারি শেয়ার দর ছিল ১২০০ টাকা। আর গতকাল ৬ জানুয়ারি সর্বশেষ তা ১৩৫৪ টাকার উপরে লেনদেন হয়েছে। ২ কার্য দিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫৪ টাকা।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সাইনপুকুর সিরামিক্সের অপ্রকাশিত কোনো তথ্য নেই

shine-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি সাইনপুকুর সিরামিক্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর শেয়ার দর ছিল ১২.৫০ টাকা। আর গতকাল ৬ জানুয়ারি সর্বশেষ তা ১৬.৯০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সাইনপুকুর সিরামিক্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

 

এসকোয়ার নিট কম্পোজিটের সাবস্ক্রিপশন শেষ হবে ২০ জানুয়ারি

esqureস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদন পাওয়া এসকোয়ার নিট কম্পোজিটের সাবস্ক্রিপশন শেষ হবে আগামী ২০ জানুয়ারি। এই সাবস্ক্রিপশন গতকাল রবিবার হতে শুরু হয়েছে।

এই আবেদনের জন্য ১০০ শেয়ারে এক লট নিধৃারণ করা হয়েছে। আর প্রতিটি শেয়ারের ৪০ টাকা হিসাবে এক লটের জন্য আবেদনকারীদের ৪ হাজার টাকা জমা দিবে।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য ৪৮.০৮ মার্কিন ডলার বা ৪২.৫২ ইউরো প্রতি লটের জন্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ জুলাই বিকাল ৫টায় শুরু হওয়া কোম্পানিটির বিডিং ৭২ ঘন্টায় বা বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল ৫টায় শেষ হয়। আর নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। এই শেয়ার পেতে নিলামে যোগ্য বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ১৫ টাকা দর প্রস্তাব করেন। এবং মোট ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেন। তবে নিলামে বরাদ্দকৃত টাকা বিডারদের সর্বোচ্চ ৫৩ টাকা থেকে ৪৫ টাকার প্রস্তাবিত দরে এসে পূরণ হয়েছে।

বিডিংয়ের ৫০৮টি বিডার দর প্রস্তাব করেন। এরমধ্যে ৪৫ টাকা দরে সবচেয়ে বেশি ৯৪ বিডার দর প্রস্তাব করেন। এই ৯৪ বিডার ৩ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৯০০টি শেয়ার ১৮৭ কোটি ৭ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেন। এরপরে ৩০ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করেন ৭৩ বিডার এবং তৃতীয় সর্বোচ্চ ৫৬ জন ৩৫ টাকা করে দর প্রস্তাব করেন।

বিডিংয়ে ৫০৮ জন বিডার ৫৩ টাকা থেকে ১৫ টাকায় দর প্রস্তাব করেন। এবং ৮৭৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকার দর প্রস্তাব করেন।

এখন পর্যন্ত ৫৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪৬ টাকায় ৯টি প্রতিষ্ঠান, ৪৫ টাকায় ৯৪টি প্রতিষ্ঠান, ৪৪ টাকায় ২টি প্রতিষ্ঠান, ৪৩ টাকায় ১টি প্রতিষ্ঠান, ৪২ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৪১ টাকায় ৪ টি প্রতিষ্ঠান, ৪০ টাকায় ৩১টি প্রতিষ্ঠান, ৩৯ টাকায় ১৯ টি প্রতিষ্ঠান, ৩৮টাকায় ১৫টি প্রতিষ্ঠান, ৩৭ টাকায় ১৯টি প্রতিষ্ঠান, ৩৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ৩৫ টাকায় ৫৬টি প্রতিষ্ঠান, ৩৪ টাকায় ১৩টি প্রতিষ্ঠান, ৩৩ টাকায় ৮ টি প্রতিষ্ঠান, ৩২ টাকায় ৩৭ টি প্রতিষ্ঠান, ৩১ টাকায় ৮টি প্রতিষ্ঠান, ৩০ টাকায় ৭৩টি প্রতিষ্ঠান দর প্রস্তাব করে।

এছাড়া ২৯ টাকায় ৩ টি প্রতিষ্ঠান, ২৮ টাকায় ৩টি প্রতিষ্ঠান, ২৭ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৬ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২৫ টাকায় ৩৯টি প্রতিষ্ঠান, ২৪ টাকায় ৪টি প্রতিষ্ঠান, ২৩ টাকায় ৬টি, ২২ টাকায় ৮টি, ২১ টাকায় ৫টি প্রতিষ্ঠান, ২০ টাকায় ২১টি প্রতিষ্ঠান, ১৮ টাকায় ১টি প্রতিষ্ঠান, ১৬ টাকায় ১ টি প্রতিষ্ঠানও ১৫ টাকায় ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব দেয়।

বিডিংয়ের পরে কাটঅফ প্রাইস ৪৫ টাকা নিধারণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিলে ৪০ টাকা দরেই আইপিও শেয়ার কিনতে হবে সাধারণ বিনিযোগকারীদের।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেক্সিমকো সিনথেটিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর শেয়ার দর ছিল ৭.২০ টাকা। আর গতকাল ৬ জানুয়ারি সর্বশেষ তা ১০ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি