এক মাসের মধ্যে শ্রমিকদের সমস্যার সমাধান : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী এক মাসের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ জন্য তিনি শ্রমিকদের ধৈর্য ধারণ করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। বুধবার (৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।

টিপু মুনশি বলেন, ‘নতুন বেতন কাঠামোর কারণে কোনো শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে। নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের পাঁচজন, মালিক পক্ষের পাঁচজনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘প্রতিশ্রুতি দেয়ার পরও কারখানা ভাঙচুর কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে।’এদিকে সরকার নতুন মজুরি কাঠামো পর্যালোচনার জন্য কমিটি করে দিলেও টানা চতুর্থ দিনের মতো সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা।

স্টকমার্কেটবিডি.কম/বি

বৈদেশিক ঋণচুক্তির শর্তসমূহ অনুকূলে রাখার নিদের্শ অর্থমন্ত্রীর

kamalস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের বৈদেশিক ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে ইআরডির কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি বলেন, আপনাদের শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বৈদেশিক ঋণ সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, যাতে বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকে। ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখতে হবে।

সভায় ইআরডি সচিব মনোয়ার আহমেদ বিভাগের চলমান কার্যক্রমের বিষয়ে ব্রিফ করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে এক ঘণ্টার জন্যও বিলম্ব করেনি। বাংলাদেশের বৈদেশিক ঋণ-জিডিপির অনুপাত মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। যেখানে ঝুঁকিমূক্ত মাত্রা হলো ৪০ শতাংশ। তাই ইআরডিকে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে।

ইআরডি কর্মকর্তাদের দেশের ঋণ সক্ষমতার অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ঋণ সক্ষমতা ধরে রাখুন। তাহলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।

মোস্তফা কামাল প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে গ্রামীণ জীবনমান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ছোট আকারের প্রকল্পে ঋণ সহায়তার প্রাধিকার প্রদানের নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি ইআরডির কার্যক্রম আরো গতিশীল করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এ

সিএসই’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শামীম চৌধুরী

Samim-640x606স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদত্যাগ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা বোর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) শামীম চৌধুরীকে নির্বাচন করেছে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সাবেক চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেনের পদত্যাগের বিষয়টি সিএসই বোর্ডে গৃহীত হয়েছে।

ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩-এর বিধান অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সিএসই থেকে জানানো হয়েছে।

ড. এ কে আবদুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি সিএসইর চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

presidentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এবার মেলায় সবমিলিয়ে ৫৫০টি স্টল রয়েছে। এর মধ্যে সংরক্ষিত মহিলা স্টল থাকবে ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়ন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৯টি, বিদেশি প্রিমিয়ার স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি মেলা শুরু হয়। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্যমেলা এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে। এবার মেলায় ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হচ্ছে। সাপ্তাহিক কোনো বন্ধ না থেকে এবারের মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চট্টগ্রাম বন্দরে নিট আয় ৮৬৮ কোটি টাকা

port-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের রাজস্ব আয়ের সূতিকাগার চট্টগ্রাম বন্দরে গত অর্থবছরে (২০১৭-১৮) কর-পরবর্তী নিট আয় বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। উল্লেখিত অর্থবছরে বন্দরের নিট আয় হয়েছে ৮৬৮ কোটি টাকা। এর আগের অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল ৬৩৩ কোটি টাকা।

একবছরে বন্দরের আয় বেড়েছে ২৩৫ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে বন্দরে মোট রাজস্ব আয় (অপারেশনাল ও নন-অপারেশনাল) হয়েছে ২ হাজার ৭১৭ কোটি টাকা। এখান থেকে ব্যয় হয়েছে ১ হাজার ৪১৫ কোটি টাকা। আয়কর বাবদ সরকারকে পরিশোধ করা হয় ৪৩৪ কোটি টাকা। ফলে মোট রাজস্ব থেকে এই দু’টি ব্যয় বাদ দিয়ে নিট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৮ কোটি টাকায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দরের মোট রাজস্ব আয়ের ৮০ শতাংশই আসে পণ্য হ্যান্ডলিং থেকে। অন্যান্য আয়ের মধ্যে রয়েছে জাহাজ, গুদাম, জমি ও নদী ভাড়াসহ বিবিধ খাত। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে মোট পণ্য হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ৩০ লাখ টন। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৮ কোটি টন। এ হিসাবে বন্দরে পণ্য উঠা-নামা বেড়েছে ১৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এ

এ্যাডভেন্ট ফার্মা ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

adventস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন শিল্প খাতের কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আর নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছালো

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পেছালো। ১০ ফেব্রুয়ারি দিন প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বুধবার (৯ জানুয়ারি ) মামলাটির তদন্ত প্রতিবেদনের দাখিলের দিন ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।

মতিঝিল থানার সাধারণ নিবন্ধক কর্মকর্তার সহকারী ইসহাক এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলাটিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারায় করা মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  2. এ্যাক্টিভ ফাইন
  3. বিবিএস ক্যাবলস
  4. সিঙ্গার বিডি
  5. ঢাকা ব্যাংক
  6. ব্র্যাক ব্যাংক
  7. স্কয়ার ফার্মা
  8. জেএমআই সিরিঞ্জ
  9. বেক্সিমকো লিমিটেড
  10. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়েছে। দিনশেষে সেখানে সূচকের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমলেও সূচক অনেকটাই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১০২৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১০১০ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাক্টিভ ফাইন, বিবিএস ক্যাবলস, সিঙ্গার বিডি, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, বেক্সিমকো লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭৭৯ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও নাহি এলুমিনাম কম্পোজিট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আজও সড়কে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

113118_bangladesh_pratidin_bdp_garmentsস্টকমার্কেটবিডি ডেস্ক :

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবীর কালশীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে চতুর্থদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

বুধবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশীতে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এাতে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল থেকেই কালশীর ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আলোচনার মাধ্যমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি। সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/এ