হাক্কানী পাল্পের ২য় প্রান্তিক বোর্ড সভা ২ ফেব্রুয়ারি

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সকাল ১০টায় চট্টগ্রামে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

এ্যাপোলো ইস্পাতের ৬ মাসের লোকসান ০.২৩ টাকা

Apollo ispatস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি লৈাকসান হয়েছে ০.২৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.০৭ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১০ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.৭১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৯.৯৭ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ২২.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সাফকো স্পিনিংয়ের ৬ মাসের ইপিএস ০.১০ টাকা

safko-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২৮ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.১২ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭.৭৭ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১৮.০৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ন্যাশনাল টির ৬ মাসের ইপিএস ২৭.৫৫ টাকা

NTCস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৫৫ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৭.৫৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২৫.১৮ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৭.৭৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৯.৮৬ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭৮.৬১ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১৫২.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ম্যাকসন স্পিনিংয়ের ১৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

Maksonsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ম্যাকসন স্পিনিং লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফেরদৌস কাওসার মাহমুদ ও লায়লা আলী এই দুই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৭ লাখ ৭৭ হাজারেও বেশি করে মোট প্রায় সাড়ে ১৫ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্ত্রীকে শেয়ার দিবেন কহিনূর কেমিক্যালসের পরিচালক

kohinurস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কহিনূর কেমিক্যালস লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক ৪ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ওবায়দুল করিম নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৪ লাখ শেয়ার হস্থান্তর করবেন। তিনি এসব শেয়ার তার স্ত্রী আরজুদা করিমকে উপহার স্বরূপ হস্থান্তর করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  3. মুন্নু সিরামিকস
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. এশিয়া ইন্স্যুরেন্স
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. প্রভাতী ইন্স্যুরেন্স
  8. এ্যাডভেন্ট ফার্মা
  9. ইনটেক অনলাইন
  10. খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচক অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৭ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ১০২৪ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ২৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু সিরামিকস, গ্রামীনফোন লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, এ্যাডভেন্ট ফার্মা, ইনটেক অনলাইন ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৯০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

শুরু হলো রানার অটোমোবাইলসের আইপিও আবেদন গ্রহণ

Runner logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য রানার অটোমোবাইলসের আইপিও সাবস্ক্রিপশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই আবেদন গ্রহণ শুরু ঞয়েছে। বিনিয়োগকারীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিটি শেয়ার ৬৭ টাকা দরে ৬৭০০ টাকার লট হিসাবে আইপিও আবেদন করতে পারবে সাধারণ বিনিয়োগকারীরা।

আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য ৮০.৫৩ টাকা দরে মার্কিন ডলার ও ৭১.০৪ টাকা হিসাবে ইউরো জমা দিতে হবে।

সম্প্রতি কোম্পানিটির বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং শেষ হয়েছে। বিডিংয়ের হিসাব অনুযায়ী সাধারণ বিনিয়ােগকারীরা কোম্পানিটির শেয়ার পাবেন ৬৭.৫০ টাকায়।

নিয়ম অনুযায়ী কাট অফ প্রাইস হবে ৭৫ টাকা। আর এই কাট অফ প্রাইসের ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীরা আইপিও শেয়ার কিনতে পারবেন।

বিডিংয়ে মোট ৫৯২টি দর প্রস্তাব করে বিডাররা। এর মধ্যে বিডিংয়ের শুরুতেই এক বিডার ৮১ টাকায় একটি প্রস্তাব করে। এরপর পরেরদিন সর্বোচ্চ ৮৪ টাকাতে উঠে এই দর প্রস্তাব।

রানার অটোমোবাইলস আইপিও ছেড়ে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। গত ১০ জুলাই বিডিংয়ের মাধ্যমে কাট অফ প্রাইস নির্ধারণের অনুমোদন পায় রানার অটোমোবাইলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৫০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর ১৯ অক্টোবর কোম্পানিটি সোনারগাঁও হোটেলে একটি রোড শো আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি