আরসিবিসির বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসাবে থাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি হয় ৮১ মিলিয়ন ডলার। তিন বছর পরে ওই ঘটনায় মামলা দায়ের করল বাংলাদেশ।

চুরির এ ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হ্যাকিং হিসাবে। স্থানীয় সময় গত বৃহস্পতিবারে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্ট ম্যানহ্যাটনে মামলাটি দায়ের করা হয়। এতে আরবিসি ও ব্যাংকটির ঊর্ধ্বতন ডজন খানেক কর্মকর্তাকে আসামি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরে ‘জটিল ষড়যন্ত্রের মাধ্যমে’ আসামিরা বাংলাদেশ ব্যাংকের বিপুল অর্থ হাতিয়ে নেয়।

এর আগে মামলা দায়ের হওয়ার বিষয়ে গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, অর্থ উদ্ধারে নিউইয়র্ক ফেডের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা হয়েছে। গত বৃহস্পতিবার মামলা হওয়ার পরই বিষয়টি সবাই জানতে পারবে।

অবশ্য মামলায় টাকার পরিমাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফজলে কবির বলেছিলেন, মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলটি দেশে ফিরলে টাকার পরিমাণের বিষয়ে জানানো হবে। মামলা দায়ের করতে নিউইয়র্কের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কোজেন ও’কনরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরসিবিসি কোনো প্রতিক্রিয়া দেয়নি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে। কিন্তু আরবিসি যুক্তরাষ্ট্রের ল ফার্ম কুইন ইমানুয়েলকে মামলা লড়ার দায়িত্ব দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩৬২৮ কোটি টাকা

low profit-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩৬২৮ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন বাড়লেও কমেছে শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,১৯,৯৮৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,১৬,৩৬০ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ০.৮৬ শতাংশ বা ৩৬২৮ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ৫,১৭১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪,৮২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭.১২ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ১২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৪১.০৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২০০৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম