ফ্যামিলি টেক্সটাইলের ৬ মাসের ইপিএস .০০১ টাকা

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ফ্যামিলি টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০১ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ০.০০১ টাকা। আর গত বছরও একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ০.০০১ টাকা।

কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০২১ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ০.০০৩ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১১.৭১ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ১২.২০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরএকে সিরামিক্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস খাতের কোম্পানি আরএকে সিরামিক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৯ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৯৭ টাকা।

আগামী ৯ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এ