লংকা বাংলা ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

lankaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯.১৪ টাকা।

আগামী ২৭ মার্চ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

নারায়নগঞ্জে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জমি কেনার সিদ্ধান্ত

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। নারায়ণগঞ্জে অবস্থিত ৩৭.৪০ ডেসিমেল এই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে এ জমির মূল্য ১ কোটি  ৭৩ লাখ ৩০ হাজার টাকা।

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে অবস্থিত তিন খন্ডে জমি গুলো কেনা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর