১৫তম বেসিস সফটএক্সপো শুরু ১৯ মার্চ

8399aa07-a422-429a-ba85-39332d65ccd6স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী মার্চ মাসে শুরু হতে যাচ্ছে বেসিস সফট এক্সপো’র ১৫তম আসর। ‘টেকনোলজি ফর প্রসপারিটি’ স্লোগানকে সামনে রেখে ১৯ মার্চ শুরু হয়ে তিন দিনব্যাপী এই এক্সপো চলবে ২১ মার্চ পর্যন্ত।

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় এ প্রদর্শনীর আয়োজন করা হবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বেসিস প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ এক্সপোর ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস সফটএক্সপো-২০১৯ এর আহ্বায়ক ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ এবং সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান।

তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় আড়াইশ’ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ থাকছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও জানানো হয় প্রদর্শনী এলাকাকে দশটি জোনে ভাগ করা হয়েছে।

পাশাপাশি দেশি-বিদেশি ব্যবসায়ীদের ব্যবসা প্রসারের সুযোগ করে দিতে থাকছে বি-টু-বি ম্যাচমেকিং সেশন। আয়োজন করা হবে কর্পোরেট আওয়ার, যেখানে অংশ নেবেন পাঁচ শতাধিক কর্পোরেট হাই অফিশিয়াল। শিক্ষার্থীদের জন্য থাকছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। থাকছে গেমিং ফেস্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ধান-চাল মজুতের জন্য সারাদেশে গুদাম নির্মাণ করা হবে: খাদ্যমন্ত্রী

riceস্টকমার্কেটবিডি ডেস্ক :

উত্তরাঞ্চলের খাদ্য মজুত সমস্যা নিরসনে নওগাঁয় একটি আধুনিক মানের সিএসডি নির্মাণ করার কথা জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান-চাল মজুত রাখার জন্য সারাদেশে আরও বেশ কয়েকটি উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হবে।

শনিবার দুপুরে নওগাঁ জেলার মান্দা উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, খাদ্য বিভাগের গতিশীলতা আনতে দেশের প্রতিটি এলএসডিকে ডিজিটালাইজড করা হবে। দুর্নীতির বিরুদ্ধে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে এ বিভাগে কর্মরত সব কর্মকর্তাকে হুঁশিয়ার করেনও তিনি।

মন্ত্রী আরও বলেন, ধান কাটার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে কিনা তা জানানো হবে। তবে কৃষক যাতে করে তাদের ফসলের ন্যায্য দাম পায় সে বিষয়ে সরকারের দৃষ্টি আছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মশফিকুর রহমান, মান্দা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক গোলাম রসুল প্রমুখ। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/

ডেটিং অ্যাপ বানিয়ে শীর্ষ ধনীর কাতারে আন্দ্রে আনদ্রিভ

রাশিয়ান বা রুশ উদ্যোক্তা আন্দ্রে আনদ্রিভ

রাশিয়ান বা রুশ উদ্যোক্তা আন্দ্রে আনদ্রিভ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়ান বা রুশ উদ্যোক্তা আন্দ্রে আনদ্রিভ। জন্মসূত্রে রাশিয়ান হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যের নাগরিক। অনেকেই তাঁকে এ যুগের কিউপিড (গ্রিক ভালোবাসার দেবতা) হিসেবে আখ্যা দিয়েছে। তবে এই যুগে মানুষের হৃদয়ে ভালোবাসার অনুভূতি সৃষ্টিতে তিনি কিউপিডের মতো তির ছোড়েন না, বরং ডেটিং অ্যাপ বানিয়ে মানুষকে কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। তাঁর তৈরি করা ডেটিং অ্যাপে যেমন ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থান জানার সুযোগ আছে, তেমনি মুখ চিহ্নিত করার ব্যবস্থাও রয়েছে। আর এ ডেটিং অ্যাপ বানিয়েই আন্দ্রে আনদ্রিভ এখন পৃথিবীর শীর্ষ ধনীদের কাতারে চলে এসেছেন।

পৃথিবীর বৃহত্তম ডেটিং অ্যাপ বাডুসহ মোট পাঁচটি ডেটিং অ্যাপ তৈরি করেছেন আন্দ্রে আনদ্রিভ। বাডু আবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বলের ৭৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। ডেটিং অ্যাপ বানিয়েই ৪৫ বছর বয়সী আন্দ্রে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের হিসাবে, ২০১৮ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৫০ কোটি ডলার। যার ভিত্তিতে বিশ্বের সেরা ধনীদের তালিকায় ১ হাজার ৫৬১তম অবস্থানে ছিলেন আন্দ্রে।

বিপুল সম্পদশালী আন্দ্রে আনদ্রিভ দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। গণমাধ্যমেও তাঁকে নিয়ে তেমন একটা লেখালেখি হয়নি। ফোর্বস রাশিয়া একবার তাঁকে ‘পশ্চিমের সবচেয়ে রহস্যময় ব্যবসায়ী’ আখ্যা দিয়েছিল, যদিও তিনি এই অভিধা গ্রহণ করেননি। এ ব্যাপারে তিনি ফোর্বস ম্যাগাজিনকে বলেন ‘কোনো রুশ দেশের বাইরে কিছু করলেই তা অনেক বড় ব্যাপার। সে জন্যই লোকে আমাকে রহস্যজনক মনে করে। আমি রহস্যজনক নই, আমি লন্ডনে থাকি, আর মানুষও আমাকে প্রতিদিনই দেখে—এতে রহস্যের কিছু নেই।’

মস্কোতে জন্ম নেওয়া আন্দ্রের বাবা-মা উভয়েই ছিলেন বিজ্ঞানী। রাশিয়ায় জন্ম নিলেও বর্তমানে আন্দ্রে যুক্তরাজ্যের নাগরিক। ফোর্বস-এর হিসাবে, যুক্তরাজ্যের সবচেয়ে কম বয়সী ধনীদের মধ্যে আন্দ্রের অবস্থান দ্বিতীয়। নিজের কাজ সম্পর্কে আন্দ্রে বলেন, ‘জন্মের পর প্রথম দিন থেকেই প্রযুক্তির প্রতি আমার প্রবল অনুরাগ তৈরি হয়। আমার বাবা প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাই মস্কোর ফ্ল্যাটে আমি প্রচুর খেলনা নিয়ে বসে থাকতাম।’

অন্য অনেক সফল মানুষের মতো তিনিও বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া ছাত্র ছিলেন। মস্কো বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়ার পর ১৯৯২ সালে ১৮ বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েন। মূলত স্পেনে চলে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়েন। আন্দ্রে বলেন, ‘ভ্রমণ করে আমি পৃথিবীটা দেখতে চেয়েছিলাম। তাই ইউরোপ ভ্রমণের খরচ মেটানোর জন্য বাবা-মায়ের কাছ থেকে ঋণও করেছি।’ আন্দ্রের ব্যবসার হাতেখড়ি ১৯৯৫ সালে। ওই বছর তিনি রাশিয়ায় অনলাইনে কম্পিউটার ও আনুষঙ্গিক উপকরণ বিক্রির দোকান ‘ভাইরাস’ চালু করেন। অনলাইনের এ ব্যবসা চালুর দুই বছর না যেতেই ১৯৯৭ সালে কয়েক লাখ ডলারে তিনি দোকানটি বিক্রি করে দেন। দোকানটি বিক্রি করে তিনি যে অর্থ পেয়েছেন, তা দিয়ে মা-বাবার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করার পরও হাতে আরও কিছু অর্থ থেকে যায় তাঁর।

নিজের সেই অর্থে ১৯৯৯ সালে স্পাইলগ নামের একটি সফটওয়্যার তৈরি করেন। সফটওয়্যারটি ছিল ওয়েবসাইটে প্রবেশকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করার। সেই স্পাইলগ সফটওয়্যারটিও ২০০১ সালে বিক্রি করে দেন তিনি। তবে সেটি বিক্রি করে কত অর্থ পেয়েছিলেন, তা তিনি প্রকাশ করেননি।

সফটওয়্যার ব্যবসা ছেড়ে ২০০২ সালে যুক্ত হন বিজ্ঞাপনের ব্যবসায়। চালু করেন ‘বেগান’ নামে একটি বিজ্ঞাপনী কোম্পানি। ২০০৮ সালে রাশিয়ার বিনিয়োগ কোম্পানি ফিনান হোল্ডিংস এই বিজ্ঞাপনী কোম্পানিতে বড় অংশীদার ছিল।

সারা পৃথিবীর প্রেমিক-প্রেমিকাদের ডেটিং অ্যাপের মাধ্যমে কাছাকাছি আনলেও আন্দ্রের সঙ্গে তাঁর বান্ধবীর দেখা বা যোগাযোগ কোনো অ্যাপসের মাধ্যমে হয়নি। ফোর্বস-এর তথ্য বলছে, আন্দ্রের তৈরি ডেটিং অ্যাপ এখন পৃথিবীর ১৯০টি দেশে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের ৪৭টি ভাষায় এ অ্যাপ ব্যবহার করা যায়। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৩৮ কোটি নারী-পুরুষ এ অ্যাপ ব্যবহার করছে। মাধ্যমে নিজের পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও তিনি ফোর্বসকে কিছু বলতে রাজি হননি। তবে এটুকু বলেছেন, যা-ই হোক না কেন, তাতে মানুষের যোগাযোগ আরও বাড়বে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

ছয় মাসে সেবা খাতে রফতানি প্রবৃদ্ধি ৫০.৪৮%

epbস্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম ছয় মাসে ( জুলাই-ডিসেম্বর) সেবা খাতে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৭ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৫০ দশকি ৪৮ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন সেবা খাতের মাধ্যমে মোট রফতানি আয় হয়েছে ২৮৭ কোটি ১৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৪ টাকা হিসাবে) যা প্রায় আড়াই হাজার কোটি টাকা। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে সেবা খাতে রফতানি আয়ের পরিমাণ ছিল ১৯০ কোটি ৮০ লাখ ডলার। সে হিসেবে সেবা খাতে রফতানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৫০ দশমিক ৪৮ শতাংশ এবং ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে সেবায় রফতানি বেড়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ। জুলাই-ডিসেম্বর সময়ে সেবা রফতানি খাতে অঅয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫০ কোটি ডলার।

রফতানি আয়ের মধ্যে সরাসরি সেবা খাত থেকে এসেছে ২৮০ কোটি ৮৮ লাখ। বাকিটা দেশের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজগুলোর কেনা পণ্য ও সেবা এবং মার্চেন্টিংয়ের অধীনে পণ্য বিক্রির আয়।

এর মধ্যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি থেকে ২৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ডলার, বিভিন্ন ধরনের পরিবহন সেবা থেকে ৩৫ কোটি ২৪ লাখ ডলার, বীমা ব্যতীত অন্যান্য আর্থিক সেবা খাত থেকে ৫ কোটি ৭০ লাখ ৯ হাজার ডলার, ভ্রমণ সেবা উপ-খাত থেকে ১৭ কোটি ৭৬ লাখ ডলার,‘অন্যান্য ব্যবসায় সেবা’ থেকে ৪৮ কোটি ২৪ লাখ ডলার রফতানি আয় এসেছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পণ্য রফতাণি থেকে আয় হয়েছে ২ হাজার ৫০ কোটি ডলার। ফলে পণ্য ও সেবা খাত মিলে মোট রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৭ কোটি ১৩ লাখ ডলার। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

পাকিস্তানের বিশেষ বাণিজ্য সুবিধা কেড়ে নিচ্ছে ভারত

09541711321321321132132213স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সিআরপিএফের গাড়িবহরে হামলায় ৪৪ জওয়ান নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে তাদের দেওয়া বিশেষ বাণিজ্য সুবিধা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়াদিল্লির বাসভবনে নিরাপত্তা বিষয় নিয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, তিন বাহিনীর প্রধান-সহ শীর্ষ কর্মকর্তারা।

ওই বৈঠকেই পাকিস্তানের কাছ থেকে ‘মোস্ট ফেবার্ড ন্যাশন’র তকমা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত হয় জানিয়ে অরুণ জেটলি বলেন, শিগগির এ সংক্রান্ত একটি নোটিশ জারি করবে বাণিজ্য মন্ত্রণালয়।

পাকিস্তানকে গত কয়েক দশক ধরে ‘মোস্ট ফেভারড ন্যাশন’ সুবিধা দেওয়ায় পাকিস্তানের কোনো পণ্য ভারতের বাজারে ঢুকতে অন্য দেশের তুলনায় বেশি সুবিধা পেত।

গত বৃহস্পতিবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় মহাসড়কের ওপর হামলাটি চালানো হয়। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। বিক্ষুব্ধ নয়াদিল্লি এ ঘটনার পরপরই সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের দিকে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে ৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে সিমেন্স

electicic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

জার্মানি সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জার্মানিতে সিমেন্স এজির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। এর মাধ্যমে পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে জার্মানির সিমেন্স।

গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে জার্মানির মিউনিখে হোটেল শেরাটনে সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজার সাক্ষাতের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

৩৬০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে। আমদানি করা এলএনজি নির্ভর এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৪২৫ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৪২৫ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন ও শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,২১,১০৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৪,১৫,৬৮১ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.২৯ শতাংশ বা ৫৪২৫ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ৪,৭৮৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ৪,১৯৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১.০১ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৬১.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৭.০১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৯৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম