আমদানি পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের

112146_bangladesh_pratidin_bdস্টকমার্কেটবিডি ডেস্ক :

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই পাকিস্তানকে দেওয়া ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’ (MFN)-এর তকমা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে আমদানি পণ্যের ওপর বেসিক শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করল নয়াদিল্লি।

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল শনিবার ট্য়ুইট করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেটলি। তিনি লিখেছেন, ‘পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানকে দেওয়া ‘MFN’-এর মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। এবার পাকিস্তান থেকে ভারতের আমদানি সমস্ত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফরচুন সুজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফরচুন সুজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ফারইষ্ট নিটিংয়ের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

fareastস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’ । আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এস-২’ ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মেট্রো স্পিনিংয়ের ২ পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

metroস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফেরদৌস কাওসার মাসুদ ও লায়লা আলী এই দুই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩ লাখ ৬১ হাজার ৩৬৮টি করে মোট প্রায় সাড়ে ৭ লাখ ২২ হজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি