দেশে ৩০৭টি পাটকল রয়েছে : গোলাম দস্তগীর গাজী

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশে বর্তমানে সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ৩০৭টি পাটকল রয়েছে।
আজ সংসদে সরকারি দলের ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, পাটকলগুলোর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলের সংখ্যা ২৬টি এবং বেসরকারি মালিকানায় ২৮১টি।

তিনি সরকারি দলের অসীম কুমার উকিলের অপর এক প্রশ্নের জবাবে বলেন, সোনলী আঁশ খ্যাত পাটের হারানো গৌরব পুনরুদ্ধার করে দেশের অর্থনীতিতে সমৃদ্ধি আনতে সরকার ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম বাস্তায়ন করেছে। এছাড়া আরো কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এ লক্ষ্যে পাটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেও এ সংক্রান্ত আইন প্রণয়ন, পাটের বহুমুখী ব্যবহার এবং পাটজাত দ্রব্যের বহুমুখীকরণসহ অন্যান্য কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রণোদনা দেয়া হচ্ছে।

তিনি বলেন, মানসম্মত উচ্চফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ বছর মেয়াদী ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া ‘জুট জিও টেক্স’ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের স্ব-স্ব সিডিউল রেটে অন্তর্ভুক্তির জন্য পাট অধিদপ্তর থেকে পদক্ষেপ নেয়া হয়েছে।’সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ওয়ানস্টপ সার্ভিস চালু: সালমান এফ রহমান

0000স্টকমার্কেটবিডি ডেস্ক :

মেঘনা ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। যাতে বিনিয়োগকারীরা একসঙ্গে গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা ও রাস্তাঘাটসহ যাবতীয় সুবিধা ভোগ করতে পারে। এসব সুবিধা দেওয়ার কারণে অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

সোমবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের মেঘনা ইকোনমিক জোনের ত্রিবদী এলাকায় অস্ট্রেলিয়ার টিআইসি ম্যানুফ্যাকচার (এক্সেসোরিজ) কোম্পানির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মেঘনা ইকোনমিক জোনে অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপ ও প্যাক্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টিআইসি ম্যানুফ্যকচারিং লিমিটেডের পরিচালক মি. মার্ক গেনডুর সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বেজার সদস্য ও অতিরিক্ত সচিব হারুন অর রশিদ, ঢাকা মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির ও বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা সম্পাদক রুপালী চৌধুরিসহ অনেকে।

সালমান এফ রহমান বলেন,‘সরকারের বিভিন্ন উদ্যোগ ও দেশে রাজনেতিক স্থিতিশীলতা বাজায় থাকার কারণে একের পর এক বিনিয়োগ হচ্ছে। সরকার বেজার মাধ্যমে মেঘনা গ্রুপকে ইকোনমিক জোন করার অনুমিতি দিয়েছেন বলেই আজ বিদেশি বিনিয়োগ হয়েছে।’

তিনি আরও বলেন,‘মেঘনা গ্রুপ মাত্র আড়াই বছরের মধ্যে ইকোনমিক জোনটি ডেভলাপ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেঘনা গ্রুপের মতো এক শ’র বেশি ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছেন। চট্রগ্রামের মীরসরাইয়ে প্রায় ৩০ হাজার একর জমির ওপর ইকোনমিক জোন করা হচ্ছে। সেখানে অনেক বেশি বিদেশি বিনিয়োগ হবে। মেঘনা ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগ দেখে অন্য দেশের উদ্যোগক্তারা বিনিয়োগে আগ্রহী হবে। এছাড়াও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ার দেশে বিদেশে বিনিয়োগ বাড়ছে।’

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন,‘অস্ট্রেলিয়ার পাশাপাশি জাপান, জার্মান ও সুইজারল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ মেঘনা ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এরমধ্যে জাপানের একটি কোম্পানি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ৫ মিলিয়ন ডলার জমা দিয়েছে। তাদের ও আমাদের টেকনিশিয়ান যৌথভাবে কাজ করছে। এছাড়াও একটি জার্মান কোম্পানির সঙ্গে বিনিয়োগের বিষয়টি চুক্তির পর্যায়ে আছে।

অস্ট্রেলিয়ার টিআইসি গ্রুপের পরিচালক মি. মার্ক গেনডুর বলেন,‘টিআইসি বিশ্বের ১৫টি দেশে কাজ করছে। টিআইসি এখানে উৎপাদিত প্লাস্টিকের গার্মেন্টস হ্যাংগার বিশ্ববিখ্যাত গার্মেন্টস রিটেইলারদের কাছে সরবরাহ করবে। ধীরে ধীরে এ ইউনিট সম্প্রসারিত করা হবে। এই কোম্পানিতে ৫ হাজার বেশি লোক কাজ করতে পারবে।’সূত্র : অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/জেড

স্থায়ী সম্পদের ওপর ভিত্তি করে বিনিয়োগ প্রকল্প করবে এফবিসিসিআই

fbcciস্টকমার্কেটবিডি ডেস্ক :

কাউন্সিল অব চেম্বার্স বাংলাদেশের সভাপতি ও এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, বেসরকারি উদ্যোক্তাদের স্থায়ী সম্পদের প্রাচুর্যের ওপর ভিত্তি করে বিনিয়োগ করতে হবে। তারই ভিত্তিতে এফবিসিসিআই মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নিয়েছে।

সোমবার চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদের ইছামতি হলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি- এই পাঁচ জেলার ৮টি চেম্বারের নেতাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এফবিসিসিআই এনগেজ, রিফ্লেক্ট অ্যান্ড প্ল্যান অব অ্যাকশন (ইআরপি) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শেখ ফজলে ফাহিম। অর্থনৈতিক সমৃদ্ধিতে বেসরকারি খাতের অবদান বেশি উল্লেখ করে শেখ ফজলে ফাহিম বলেন, বিজ্ঞানভিত্তিক পলিসি তৈরি করেন বেসরকারি উদ্যোক্তারা।

এফবিসিসিআই আরবিট্রেশন সেন্টারে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে এবং ইকোনমিক ইনস্টিটিউশন পলিসি প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের কাজ করবে। তিনি জানান, পূর্বাচলে প্রধানমন্ত্রীর দেওয়া ৫৪ কাঠা জমিতে ৫০ তলা টাওয়ার নির্মাণ করা হবে।

সভায় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম উইম্যান চেম্বার, কক্সবাজার চেম্বার, রাঙামাটি চেম্বার, বান্দরবান চেম্বার, খাগড়াছড়ি চেম্বার ও বান্দরবান উইম্যান চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশ ডেনমার্কের সম্পর্ক অব্যাহত থাকবে : ডেনমার্কের রাষ্ট্রদূত

Razzak-Denmarkস্টকমার্কেটবিডি ডেস্ক :

ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সৌহার্দপূর্ণ পরিবেশে দুই দেশের কৃষি ও স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় কৃষি সচিব মো: নাসিরুজ্জাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ও দ্বিপাক্ষীক বৈদেশিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতাও অব্যাহত রয়েছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে বলে বৈঠকে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের কৃষির উন্নয়নে অংশিদার হতে চায় ডেনমার্ক। এছাড়া বাংলাদেশের উন্নয়নে সবসময় ডেনমার্কের সমর্থন অব্যাহত থাকবে।

এর আগে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) প্রতিনিধি ইসরাত জাহান। দেশে প্রায় ৪০ বছর ধরে কাজ করছে সংস্থাটি। আইএফডিসি প্রতিনিধি মন্ত্রীকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা কৃষি উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। মন্ত্রীকৃষি প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের ওপর তাদের দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।

ডেনমার্কের প্রতিনিধিদলে আরও ছিলেন ডেপুটি হেড অব মিশন রিফিকা হেইটা।সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

২০২৫ সাল নাগাদ ঢাকা-বরিশাল রেল সংযোগ স্থাপিত হবে : রেলপথ মন্ত্রী

rail-bd-20180222111425স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২৫ সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে।

সোমবার সংসদে বিরোধী দলের সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি বলেন, দেশের সকল জেলায় রেল সংযোগ স্থাপন করে আপামর জনসাধারণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দময় পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে।

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে।

রেলপথ মন্ত্রী বলেন, পাশাপাশি পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজও চলছে। পদ্মা সেতু হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি সমঝোতা স্মারক

The Minister of Foreign Affairs of the People’s Republic of Bangladesh, Dr. A.K. Abdul Momen calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on February 07, 2019.

The Minister of Foreign Affairs of the People’s Republic of Bangladesh, Dr. A.K. Abdul Momen calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on February 07, 2019.

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে রবিবার বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে চারটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী সুলতান আল মনসুরির নেতৃত্বাধীন সংযুক্ত আরব আমিরাতের ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সময় বিকেলে আবু ধাবির সেন্ট রেগিজ হোটেলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর তাঁর উপস্থিতিতে এই স্মারকগুলো সাক্ষরিত হয়।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রেস সচিব ইহসানুল করিম এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে যে, এটার ভেতর দিয়ে বাংলাদেশ ও ইউএইর মধ্যে ব্যবসার একটা নতুন দ্বার উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা আগে কখনো দেখিনি।’

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে- গভর্নমেন্ট অব দুবাইয়ের সাথে বাংলাদেশের সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) চুক্তি। এতে সই করেছেন নৌ পরিবহন সচিব এম আব্দুস সামাদ ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম।

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘এটার মূল ফোকাস হল পোর্ট ও শিল্প পার্ক। কারণ ডিপি ওয়ার্ল্ড বলছে, তারা যেখানে পোর্ট তৈরি করে তারা সেখানে পোর্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, শিল্প পার্কও তৈরি করে।’

আরেকটা সমঝোতা হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির। এতে সই করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানির গ্রুপ সিইও সাইফ আল ফালাসি।

শহীদুল হক বলেন, ‘এটার মেইন ফোকাস হল- বাংলাদেশে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ। পায়রাতে ভূমিভিত্তিক এলএনজি রিসিভং সেন্টার করা। পায়রাতে তারা ৩০০ একর জমি চেয়েছেন, যেখানে এটা করবেন।’

তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে আমিরাতের রাজপরিবারের সদস্য ও বিনিয়োগকারী শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম এবং পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদের মধ্যে। এর আওতায় দুই ধাপে ৮০০ থেকে ১০০০ মেগাওয়াটের এলএনজি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ১০০ মেগাওয়াটের আরেকটি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা বলা হয়েছে।

চতুর্থ চুক্তি হয়েছে মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে। এটাতেও সই করেছেন শেখ আহমেদ ডালমুখ আল মাখতুম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ এবং বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

রাশিয়া থেকে ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতি টন ২৯৪ দশমিক ৯৫ ডলার দরে মোট ১২৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল এ গম বাংলাদেশ সরকারকে সরবরাহ করবে। রাশিয়া থেকে গম আমদানি করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্লক মার্কেটে ৬৯ কোটি টাকার লেনদেন : শীর্ষে ডরিন পাওয়ার

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ব্লক মার্কেটে লেনদেন অংশ নেয় ১৭ কোম্পানির ৮৮ লাখ ৪৮ হাজার ৪০৪টি শেয়ার ৭১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সবচেয় বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। কোম্পানিটির ২৩ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ লাখ ৬৬ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১০ লাখ ৮ হাজার টাকার, বৃটিশ আমেরিকান টোবাকোর ১৮ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার, ফরচুন সুজের ১৩ লাখ ৩০ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৩৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪০ লাখ ৯১ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫৯ লাখ ৯৯ হাজার টাকার, এমএল ডাইংয়ের ২০ লাখ ৭০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ২৫ লাখ টাকার, সায়হাম কটনের ১১ লাখ ৪৮ হাজার টাকার, সুহৃদের ৫ কোটি ৪৬ লাখ টাকার এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ঢাকার কয়েকটি এলাকায় মঙ্গলবার ১২ ঘন্টা গ্যাস থাকবে না

titas-gasস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সাভার, আশুলিয়া এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সে সময় ঢাকার মোহাম্মদপুরে খাবারের হোটেলের সামনে লম্বা লাইন পড়ে। প্রথম আলো ফাইল ছবি।
রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মেট্র্রোরেলের নির্মাণকাজের জন্য গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য টাই–ইন কাজ চলছে। এ জন্য কাল সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মিরপুর, শ্যামলী, মণিপুরীপাড়া, আগারগাঁও, ধানমন্ডি, মোহাম্মদপুর, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ গ্রিনরোড, পুরান ঢাকার সমস্ত এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টো রোড, তেজগাঁও, খিলগাঁও বাসাবো, মতিঝিল, কমলাপুর এবং কাছাকাছি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জরুরি, উত্তর) এনামুল হক বলেন, কাজের জন্য সঞ্চালন লাইনের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে সেখানে কখনো কম চাপ বা কখনো বেশি চাপ থাকতে পারে।

আশুলিয়ায় সঞ্চালন লাইনে ত্রুটির কারণে গত শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত সাভার, আশুলিয়া এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। রাজধানীর উত্তরা, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় ওই দিন সরবরাহ বন্ধ ছিল। ফলে চরম ভোগান্তিতে পড়ে এসব এলাকার মানুষজন। গতকাল রোববার লাইন মেরামতের কাজ শেষ হলে সরবরাহ শুরু হয়। তবে মোহাম্মদপুর ও হাজারীবাগের কয়েকটি এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্তও সরবরাহ ছিল না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. দ্যা পেনিনসুলা চিটাগং
  5. আলিফ ইন্ডাস্ট্রিজ
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. স্কয়ার ফার্মা
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. এমএল ডায়িং লিমিটেড।