যুক্তরাজ্যের কারখানা বন্ধ করে দিতে চায় হোন্ডা

hondaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যের সুইনডন শহরে নিজেদের গাড়ি তৈরির কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান হোন্ডা। এর ফলে প্রায় সাড়ে তিন হাজার কর্মসংস্থান হারাবে যুক্তরাজ্য। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

গত বছর সুইনডনে ১ লাখ ৬০ হাজার হোন্ডা সিভিকস গাড়ি তৈরি হয়। যার ৯০ শতাংশই ইউরোপের দেশগুলোতে রপ্তানি হয়। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোন্ডা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মের মুখপাত্র জানান, আনুষ্ঠানিক ঘোষণার পর প্রতিক্রিয়া জানাবে যুক্তরাজ্য। তবে স্থানীয় এমপি জাস্টিন টমলিনসন হোন্ডার মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২২ সালে এই কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

জাস্টিন টমলিনসন বলেন, ২০২১ সাল নাগাদ কোনো ছাঁটাই বা উৎপাদনের কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। এক টুইট বার্তায় টমলিনসন বলেন, বৈশ্বিক চাহিদার পরিবর্তনের কারণে হোন্ডা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রেক্সিটের জন্য নয়। চীনের চাহিদা কমে যাওয়ার কারণে গাড়ি শিল্প ভুগছে।

যুক্তরাজ্যের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন ইউনাইট ইউনিয়ন বলছে, এই তথ্য যদি সঠিক হয় তবে তা হবে ‘শরীরের ঘা খোঁচানোর’ মতো।

স্টকমার্কেটবিডি.কম/

গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না গ্রামীণফোন

gramnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোননতুন কোনও প্যাকেজ, অফার, কলরেটের তথ্য জানিয়ে কোনও মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন। সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রামীণফোনকে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) ঘোষণার পরও অপারেটরটির জন্য করণীয় ও বর্জনীয় নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে আজ এ বিষয়টি ঠিক করে দেওয়া হলো।

বিটিআরসির চিঠিতে আরও বলা হয়েছে, অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে স্বতন্ত্র এবং একক স্বত্বাধিকার চুক্তিও করা যাবে না। কোনোভাবেই মাসে কল ড্রপের সর্বোচ্চ হার দুই শতাংশের বেশি হতে পারবে না। এমএনপি লকের ক্ষেত্রে মেয়াদ হবে ৩০ দিন। দেশব্যাপী কোনও ধরনের মার্কেট কমিউনিকেশনও করা যাবে না।

জানতে চাইলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, ‘নতুন প্যাকেজ বা অন্য কোনও সেবার ক্ষেত্রে গ্রামীণফোন বিজ্ঞাপন দিতে পারবে না। তবে পুরনো সেবার বিজ্ঞাপন দিতে কোনও বাধা নেই। ’

তিনি আরও বলেন, “কমিশন মোবাইল ফোনের সেবার মানের বিষয়ে তার প্রতিশ্রুত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ‘কোয়ালিটি অব সার্ভিস রেগুলেশন’ অনুযায়ী ইতোমধ্যে সেবা দেওয়ার জন্য অপারেটরগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। সেবার মানের বিষয়ে কমিশনের নির্দেশনা অমান্যর কোনও সুযোগ নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তির বিধানকে উপেক্ষা করা যায় না।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

পদ্মা সেতুতে কাল বসছে আরও একটি স্প্যান

padma-bridge-spanস্টকমার্কেটবিডি ডেস্ক :

পদ্মা সেতুর নির্মাণকাজের অংশ হিসেবে আরও একটি স্প্যান বসতে যাচ্ছে। কাল বুধবার জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর খুঁটির ওপর এই স্প্যান বসানো হবে। স্প্যানটি বসানো হলে শুধু জাজিরা প্রান্তে পদ্মা সেতুর একটানা ১ হাজার ৫০ মিটার পর্যন্ত দৃশ্যমান হবে।

এর আগে মাওয়া প্রান্তে ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান স্থাপন করা হয়েছে। ফলে, নতুন স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুতে মোট স্প্যানের সংখ্যা হবে আট। দৃশ্যমান হবে ১ হাজার ২০০ মিটার।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে অষ্টম স্প্যানটিকে জাজিরা প্রান্তে ভাসমান ক্রেনে করে নেওয়া হচ্ছে। আজ বিকেলের মধ্যে স্প্যানটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে কাল সকাল আটটার মধ্যে স্প্যানটি বসানো হবে।

প্রথম আলোকে স্প্যান বসানোর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তিনি জানান, জাজিরার প্রান্তে একটানা সপ্তম স্প্যান বসানো হচ্ছে। এ নিয়ে মোট স্প্যানের সংখ্যা হবে আট। তিনি বলেন, পরিস্থিতির ওপর কোনো মাসে একটি-দুটি অথবা তিনটি পর্যন্ত স্প্যান বসানো যেতে পারে।

প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা সেতু নির্মাণে জাজিরা ও মাওয়া প্রান্তে স্প্যান বসানো হচ্ছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত সাতটি স্প্যান বসানো হয়। এর মধ্যে জাজিরা প্রান্তে ছয়টি ও মাওয়া প্রান্তে একটি স্প্যান বসানো হয়। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

ড্রাগন সোয়েটারের ২৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিল লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২৬ লাখ বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোস্তফা কামরুস সোবহান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৬ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ২ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৮২২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্লাক্সোস্মিথ ক্লিনের বাৎসরিক বোর্ড সভা ২৬ ফেব্রুয়ারি

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি গ্লাক্সোস্মিথ ক্লিন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৫টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাদল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৫২ কোটি ৫২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুটি মামলায় ব্যবসায়ী লুত্ফর রহমান বাদল ও তার স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এ অনুমোদন দেয়া হয়। শিগগিরই এসব অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

মামলা দুটির একটি দায়ের করা হয় ২০১৭ সালের ২৯ এপ্রিল রমনা থানায়। মামলায় ব্যবসায়ী লুত্ফর রহমান বাদলের স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে ৯২ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার বাদী ছিলেন দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক শেখ আবদুস ছালাম। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. মোশারফ হোসেইন মৃধা। গতকাল মামলাটির অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন।

মামলার তদন্ত অনুযায়ী, আসামি সোমা আলম রহমান দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট অর্জিত স্থাবর সম্পদের মূল্য প্রদর্শন করেছেন ২ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ২২২ টাকা। অস্থাবর সম্পদের মূল্য প্রদর্শন করেছেন ১৩২ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৪৭৫ টাকা। এক্ষেত্রে তার ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৩৫ কোটি ২৮ লাখ ৬৯৭ টাকা। যদিও তদন্তে তার স্থাবর সম্পদ পাওয়া যায় ৪ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ২২২ ও অস্থাবর সম্পদ ১৩২ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৪৭৫ টাকা। অর্থাৎ তার প্রাপ্ত স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৬৯৭ টাকা। এক্ষেত্রে সোমা আলম রহমান ২ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার সম্পদ গোপন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

তালিকাচ্যুতির অপেক্ষায় তিন কোম্পানি : চলতি মাসেই শুনানি

base_1550514023-aDSস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ চার কোম্পানিকে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করে অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠিয়েছে। একইভাবে আরো তিন স্বল্প মূলধনি কোম্পানি তালিকাচ্যুতির প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে বস্ত্র খাতের দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, পাট খাতের জুট স্পিনার্স লিমিটেড ও চামড়া খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এ মাসের মধ্যেই কোম্পানি তিনটিকে তালিকাচ্যুত করার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান বলেন, আমরা যত দ্রুত সম্ভব এ তিন কোম্পানির শুনানি শেষ করতে চাই। যদি শুনানি শেষে তালিকাচ্যুত করার যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা এ তিন কোম্পানিকে মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠাতে বিএসইসির অনুমোদন চাইব। একইভাবে ডিএসইর শর্টলিস্টে থাকা ৩০ কোম্পানির ক্ষেত্রেও পর্যায়ক্রমে অনুরূপ ব্যবস্থা নেয়া হবে।

আলোচ্য তিন কোম্পানির মধ্যে আবদুল আউয়াল মিন্টুর মালিকানাধীন মাল্টিমোড গ্রুপের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড দীর্ঘদিন ধরেই লোকসানে রয়েছে। পাশাপাশি এর শেয়ারহোল্ডাররাও বছরের পর বছর লভ্যাংশ পাচ্ছেন না। ডিএসইতে সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

শামস গ্রুপের কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড পারিবারিক দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই লোকসান গুনছে। কোম্পানিটির উদ্যোক্তারা এর অবস্থা পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। শেয়ারহোল্ডাররাও বঞ্চিত হচ্ছেন লভ্যাংশ থেকে। ডিএসইতে সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ১০৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডও দীর্ঘদিন ধরে লোকসানের কবলে রয়েছে। এর শেয়ারহোল্ডাররাও লভ্যাংশ পাচ্ছেন না। ডিএসইতে সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার ৫৬ টাকায় লেনদেন হয়।

উল্লেখ্য, ডিএসইর লিস্টিং রেগুলেশন ২০১৫-এর ৫১(১)(এ) ধারা অনুসারে বিনিয়োগকারীদের পাঁচ বছর ধরে লভ্যাংশ না দেয়া, টানা তিন বছর ধরে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, ঐচ্ছিকভাবে কোম্পানির অবসায়ন কিংবা টানা তিন বছর ধরে উৎপাদন বন্ধ থাকা, টানা তিন বছর ধরে লিস্টিং ফি’সহ অন্যান্য ফি প্রদান না করা এবং লিস্টিং রেগুলেশন কিংবা অন্য যেকোনো সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যত্যয়ের কারণে কমিশন ও স্টক এক্সচেঞ্জ যেকোনো কোম্পানিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড