মানবকল্যাণে তথ্য উন্মুক্ত করতে হবে : এম এ মান্নান

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানবকল্যাণে এবং উন্নয়নে গ্রহণযোগ্য তথ্য সবার জন্য উন্মুক্ত করতে হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন ডাটা: প্রিসিয়াস রিসোর্স ২১ সেঞ্চুরি’ বিষয়ক এক কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন সঠিক তথ্য। সপ্তম-পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য সঠিক তথ্যের কেনো বিকল্প নেই। তথ্য আদান-প্রদানে সব সমস্যা মোকাবেলা করা সহজ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত জাতি গড়া। এজন্য প্রয়োজন সঠিক সমৃদ্ধ তথ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, মানসম্মত তথ্য আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। যেকোনো উদ্যোগ নিতে আমাদের সময়মতো ডাটা দরকার। সরকার কোনো পলিসি গ্রহণ করে ডাটার উপর নির্ভর করে। ডাটা যতো বেশি সমৃদ্ধ হবে পলিসি মেকিং ততোই সহজ হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, স্বাস্থ্য বিভাগের সচিব আশাদুল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

দেশের সিংহভাগ অর্থপাচার হয় ব্যাংকিং চ্যানেলে: ইকবাল মাহমুদ

dudokস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের সিংহভাগ অর্থপাচার হয় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে ওভার ইনভয়েসিংয়ের তালিকা চাওয়া হয়েছে। তালিকা ধরে অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে ‘কৌশলপত্র-২০১৯’ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক এই সমাজেরই অংশ, ধোয়া তুলশী পাতা নয়। দুদক নিজেদের দুর্বলতা স্বীকার করে, অস্বীকার করে না।’

তিনি বলেন, ‘দুদক স্পষ্টভাবে বলতে পারে—গত তিন বছরে সরকার অথবা ক্ষমতাবানরা দুদককে প্রভাবিত করেনি। আমরা নিজেরাই নিজেকে প্রভাবিত করেছি। অন্য কেউ আমাদের প্রভাবিত করার সাহস করেনি।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘অনেকেই বলেন মানিলন্ডারিংয়ের মাধ্যমে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে। এ ব্যর্থতার জন্য দুদকের দিকে আঙুল তোলা হয়। বাস্তবতা হচ্ছে—মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন করে মানিলন্ডারিং মামলা পরিচালনার একক দায়িত্ব দুদকের হাতে না রেখে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পুলিশের সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ একাধিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক কেবল ঘুষ ও দুর্নীতি সম্পৃক্ত মানিলন্ডারিংয়ের অপরাধ তদন্ত করতে পারে।’

ইকবাল মাহমুদ বলেন, ‘ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকে অনেক কথা বলে। দুদক দৃঢ়ভাবে বলতে পারে—একক সেক্টর হিসেবে ব্যাংকিং সেক্টর নিয়ে সর্বোচ্চ মামলা ও গ্রেফতার হয়েছে। ১২০ জন ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, এমডি, জিএমসহ উচ্চপদস্থ কর্মকর্তারাও গ্রেফতার হয়েছেন। আবার সরকারের সচিব, যুগ্মসচিব, মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তাদেরও গ্রেফতার করা হয়েছে।’

মতবিনিময় সভায় সাবেক প্রধান তথ্য কমিশনার মো. জমির বলেন, ‘বিদ্যমান সমাজ ব্যবস্থায় দুদকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা না থাকলে দায়বদ্ধতা সৃষ্টি হয় না।’

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুদকের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। কোচিং বাণিজ্যের মাধ্যমে শিক্ষাক্ষেত্র এখন পয়সা উপার্জনের ক্ষেত্রে পরিণত হয়েছে। শিক্ষার মানের চরম অবনতি ঘটছে। যদি সক্ষম এবং দক্ষ শ্রমশক্তি না থাকে, তাহলে এ দেশে কাঙ্ক্ষিত মাত্রার বিনিয়োগ আসবে না।’ বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সরকারি স্কুল ও কলেজে দুদকের হস্তক্ষেপ প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য সেক্টরে প্যাথলজিক্যাল টেস্টের কমিশনের অর্থ চিকিৎসকদের পকেটে যাচ্ছে। এখানে স্যাডো এরিয়ার সৃষ্টি হয়েছে। এদিকেও নজর দেওয়া উচিত।’
দুদকের মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সমালোচনা করে প্রধান তথ্য কমিশনার বলেন, ‘দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এমন অবস্থার সৃষ্টি করতে হবে, যাতে সবাই অনুধাবন করেন কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, ‘‘কমিশনের মিশনে ‘দুর্নীতির গতি প্রকৃতি নির্ণয়’ থাকা উচিত। কাজের মধ্যে স্বচ্ছতার দৃশ্যমান মানদণ্ড থাকবে। স্বচ্ছতা আপেক্ষিক। তাই এর একটি মানদণ্ড থাকা উচিত। কমিশনের প্রতি মানুষের ভয় ও শ্রদ্ধা থাকলে দুর্নীতি প্রতিরোধ কিছুটা সহজ হবে।’ তিনি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে দুদকের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চিকিৎসকদের প্যাথলজিক্যাল টেস্ট এবং ওষুধের স্যাম্পল মাইন বোমের মতো ভয়ঙ্কর হয়ে উঠছে।’

সিপিডির নির্বাহী পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্নীতি দমনকে আইনি প্রক্রিয়ায় না দেখে এটিকে উন্নয়নের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন করা না গেলে ২০৪১ সালের উন্নত দেশ বিনির্মাণ কঠিন হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী কোচিং বাণিজ্য বন্ধে দুদকের সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারের পাশাপাশি ব্যাংকিং খাতে দুদকের আরও সক্রিয় অংশগ্রহণ জরুরি।’
মো. জাহাঙ্গীর বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রে কর্মচারীদের বড় বড় দুর্নীতি বেরিয়ে আসছে, এসব ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সচিবদের কি কোন দায়বদ্ধতা নেই।’ নতুন তিনটি ব্যাংকের অনুমোদনের সমালোচনা করে তিনি এ বিষয়ে দুদককে তদন্তের আহ্বান জানান।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দুদকের উচিত মেগা খাতের দুর্নীতি দমনে অধিকতর মনোনিবেশ করা।’ তিনি দুদকের মতো সার্বিকভাবে সরকারকেও একটি কৌশলপত্র প্রণয়নের সুপারিশ করেন।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘দুদকের প্রতি মানুষের ক্ষোভ কিংবা হতাশা থাকতেই পারে। কারণ, আমরা অতীতে রাষ্ট্রের মধ্যে ছিলাম না। রাষ্ট্র কী জানতাম না, সিটি কী জানতাম না। সবই আমাদের কাছে নতুন। তাই রাতারাতি সবকিছু আশা করলে হতাশ হতেই হবে। তবে আশার কথা, রাষ্ট্র ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। রাষ্ট্র আগের যেকোনও সময়ের চেয়ে সংহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুদকের কাছে মানুষের আশা গগনচুম্বী। বাংলাদেশের প্রধান দুঃখ দুর্নীতি। তবে আনন্দের সঙ্গে বলতেই হয় দুদক জোরালোভাবে চেষ্টা শুরু করেছে। বাংলাদেশ যেমন ধীরে ধীরে এগোচ্ছে, দুদকও ঠিক তাই করবে। রাতারাতি এটা করা কঠিন।’

দুদক কয়েকটি দৃশ্যমান ঘটনা ঘটিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আরও অন্তত এমন ২০টি ঘটনা ঘটালেই দুদকের প্রতি জনআস্থা বৃদ্ধি পাবে।’

সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য বলেন, ‘রাজনৈতিক পর্যায়ে আলোচিত দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা মুক্ত থাকলে দুর্নীতি দমন হবে অবাস্তব চেষ্টা।’

সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী বলেন, ‘রাজনৈতিক দুর্নীতি দমনে কমিশনকে আরও কাজ করতে হবে। ক্ষমতা এবং শক্তির উৎসেই আঘাত করতে হবে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন সৃষ্টি করতে হবে।’
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘বড় দুর্নীতি আগে ধরতে হবে।’

মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, ‘দুর্নীতি একটি খারাপ সংস্কৃতি। শিক্ষা ও স্বাস্থ্যে দুদক হস্তক্ষেপ করলে সমস্যা কোথায়। রাজনৈতিক চিন্তা মাথায় না রেখে সমাজের কথা বিবেচনা করে কাজ করতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, অধ্যাপক গিয়াসউদ্দীন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও কণ্ঠশিল্পী হায়দার হোসেন। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম/

বাণিজ্য আলোচনায় অগ্রগতি, চীনের শুল্ক বৃদ্ধিতে সময় নেবেন ট্রাম্প

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, চীনা পণ্য রপ্তানির ওপর শুল্ক বৃদ্ধির পরিকল্পনা কার্যকর করতে তিনি আরো সময় নেবেন। বাণিজ্য আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ প্রশংসা উভয় পক্ষ করার পর তিনি এমন কথা বলেন। এর ফলে এ চুক্তির ব্যাপারে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্মেলনের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। খবর এএফপি’র।

ট্রাম্প বলেন, বাণিজ্য চুক্তির ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর’ আসতে পারে। এক্ষেত্রে আরো অগ্রগতি হলে ফ্লোরিডায় মার্কিন নেতার মার-এ-লাগোতে শি’র সঙ্গে তার সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।

মাসব্যাপী চলা বাণিজ্য যুদ্ধ নিরসনের প্রচেষ্টায় শীর্ষ আলোচকরা ওয়াশিংটনে বৈঠক করেন। তাদের চারদিনের এ আলোচনা রোববার শেষ হয়। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা আশংকা করছেন।

আগামী ১ মার্চ থেকে চীনের বিভিন্ন রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের দুই হাজার কোটি ডলারের বেশি শুল্ক বাড়ানোর কথা থাকলেও ট্রাম্প বলেন, দু’দেশের মধ্যে ‘বাণিজ্য আলোচনা অত্যন্ত ফলপ্রসু হওয়ায় শাস্তিমূলক শুল্ক কার্যকর করতে এখন আরো সময় নেবেন।

টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে চীনের সাথে আমাদের বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এমন খবরে আমি আনন্দিত।’
এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া একই ধরনের খবর দিয়েছে। সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, শি’র শীর্ষ বাণিজ্য আলোচক উপ-প্রধানমন্ত্রী লিউ হি’র নেতৃত্বে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এ দু’দেশের রাষ্ট্র প্রধানের নির্দেশনা অনুযায়ী উভয়পক্ষ এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও মামলা হতে পারে

Dudak-chairস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আরও নতুন মামলা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ ঘটনায় আগে দায়ের হওয়া ৫৬টি মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কৌশলপত্র-২০১৯ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা জানান। তিনি জানান, ব্যাংকার, ব্যবসায়ী, ঋণগ্রহীতাদের মধ্যে যারা আসামি তারাও দ্রুত চার্জশিট চান।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা চেষ্টা করছি, ব্যাংকের টাকাটা জনগণের। লুটপাট হওয়া টাকা ব্যাংকে ফিরে আসুক, এটা জনগণ চায়।’ বেসিক ব্যাংকের প্রায় ১৫শ’ কোটি টাকা নগদ জমা হয়েছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, ‘দুদকের মামলার কারণে দেশের ব্যাংকিং খাতে চুরি হওয়া কয়েক হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে অভিযান চলবে। কাউকেই ছাড় দেবো না।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নিউ লাইন ক্লথিংসের আইপিও আবেদন চলবে আরো ৩ দিন

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রাপ্ত নিউ লাইন ক্লথিংস লিমিটেডের আবেদন গ্রহণ চলবে আরো তিনদিন। এই আইপিও আবেদন জমা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর আগে এ আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি।

গত ৬৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। বিনিয়োগকারীরা ১০ টাকা দরে প্রতি লট শেয়ার কিনতে পারবে ৫০০০ টাকায়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মেশিন-যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। উক্ত সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করবে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

কেমিক্যাল কারখানা অপসারণে দুটি টাস্কফোর্স গঠন

chakbzrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানা ও গোডাউন অপসারণের জন্য দুটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউন বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় তিনি এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘আমরা পুরান ঢাকার কেমিক্যাল কারখানা অপসারণের জন্য দুই স্তরবিশিষ্ট দুটি টাস্কফোর্স গঠন করে দেবো। প্রথম স্তরে থাকবে সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যে কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে করণীয় এবং এর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে সময়মতো সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি বাস্তবায়নের বিষয়ে কাজ করবে। আর দ্বিতীয় কমিটি অনগ্রাউন্ডে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের ১৫টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। এর মধ্য থেকে দুই-তিনটি ওয়ার্ড সমন্বয় করে এই কমিটি কাজ করবে। আমরা দুই স্তরবিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করে পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম অপসারণের কাজ শুরু করতে চাই। আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এই টাস্কফোর্স অনগ্রাউন্ডে কাজ শুরু করবে। যেসব ম্যাজিস্ট্রেট থাকবেন, তারা আইনগতভাবে কাজ শুরু করবেন। যেখানে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল কারখানার অস্তিত্ব পাওয়া যাবে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। যেসব সংস্থা ইউটিলিটি সার্ভিস সেবা দিয়ে থাকে তারা এসব ঝুঁকিপূর্ণ ভবনের সার্ভিস বন্ধ করে দেবে।’

সভায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, রাজউক চোরম্যান আব্দুর রহমান, ওয়াসা এমডি তাকসিম এ খানসহ ডেসা, তিতাস, বিসিআইসি, রাজউক, বিস্ফোরক অধিদফতর, ডিবি, এসবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লিন্ডে বিডির বাৎসরিক বোর্ড সভা ৪ মার্চ

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৪ মার্চ আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা আড়াইটায় রাজধানীর তেজগায়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. মুন্নু সিরামিকস
  3. খুলনা পাওয়ার
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. গ্রামীনফোন লিমিটেড
  6. ইউনাইটেড পাওয়ার
  7. ব্র্যাক ব্যাংক
  8. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  9. ফরচুন সুজ
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

শেয়ার দর কমলেও বেড়েছে সূচক ও লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচক বাড়লেও শেয়ারের দর পতন হয়েছে। তবে এদিন সিএসইতে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২৪ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৮০ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, খুলনা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মার্কেন্টাইল ব্যাংকের নতুন এমডি কামরুল ইসলাম

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান র্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিএইও নিযুক্ত হয়েছেন কামরুল ইসলাম চৌধুরী । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এতোদিন তিনি এই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন ।

কামরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন।

পরে তিনি এনসিসি ব্যাংকে যোগ দেন।

২০০১ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ পেশাগত কর্মদক্ষতার পরিচয় দেন।

কর্মজীবনে কামরুল ইসলাম দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি