কারখানায় ২৯ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যারিকো

maricoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বিডি লিমিটেড কারখানায় ২৯ কোটি টাকা বিনিয়োগ করবে। রবিবার ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিটি গাজীপুরের মৌচাক ও শিরিরচালায়ে অবস্থিত কারখানায় এই বিনিয়োগ করবে। এতে কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়বে বলে জানায় কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের লেনদেন ৪ মার্চ

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করেছে মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল ৪ মার্চ, সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে এ ফান্ডটির ইউনিট লেনদেন।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিভুক্ত। ফান্ডটির ট্রেডিং কোড হচ্ছে “SEMLFBSLGF” এবং ডিএসইতে কোম্পানি কোড হচ্ছে ১২২০৩।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আজও চলবে নিউ লাইন ক্লথিংসের আইপিও আবেদন

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রাপ্ত নিউ লাইন ক্লথিংস লিমিটেডের আবেদন জমা আজও চলছে। ঢাকা ব্রোকারস এসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা যায়।

ডিবিএ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও আবেদন জমার শেষ দিন ছিল। কিন্তু সেদিন সাধারণ ছুটি ঘোষণা করায় পরের কার্যদিবসে এই আবেদন জমা নিতে বলা হয়েছে। রবিবার আগ্রহীরা এই আবেদন জমা দিতে পারবে।

এর আগে এ আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি।

গত ৬৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। বিনিয়োগকারীরা ১০ টাকা দরে প্রতি লট শেয়ার কিনতে পারবে ৫০০০ টাকায়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মেশিন-যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। উক্ত সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করবে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

ওয়াটা কেমিক্যালসের সারফিউরিক এসিড প্রকল্পের উৎপাদন শুরু

wata-chemicals-300x160স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড সারফিউরিক এসিড প্রকল্পের কাজ শেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এই কোম্পানির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক, কোম্পানির সারফিউরিক এসিড প্রকল্প সম্পন্ন হয়েছে। সফল পরীক্ষামূলক কার্যক্রম শেষে গতকাল থেকে কোম্পানি এখানে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

কারখানার সক্ষমতা পূর্ণভাবে কাজে লাগাতে পারলে প্রকল্পে প্রতি বছর ৪৮ হাজার মেট্রিকটন সারফিউরিক এসিড উৎপাদন করা যাবে। বর্তমানে এই উৎপাদনের পরিমাণ ১৮ হাজার মেট্রিকটন।

কোম্পানিটির আরেকটি প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে বলে কােম্পানিটি জানিয়েছে। এই প্রকল্পে এলুমিনাম সালফেট উৎপাদন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি