এবি ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ab-bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংকের ৫শ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৫ মার্চ) বিএসইসির ৬৭৮তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি ব্যাংকের ‘ফুললি রিডিমেবল নন-কনভার্টেবল ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড’ বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর। এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুললি রিডিমেবল আনসিকিউর্ড, আনলিস্টেড সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এবি ব্যাংক লিমিটেড কোম্পানির টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল ও আরএসএ ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ফান্ডের অনুমোদন বাতিল

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্পদ ব্যবস্থাপক কর্তৃক সম্মতিপত্রের পার্ট-বি এর ১২ নং শর্ত পরিপালন ব্যতিত চাঁদা গ্রহণ করায় ‘ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ড’র অনুমোদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ২৬ ফেব্রুয়ারি বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় ফান্ডটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মঙ্গলবার (০৪ মার্চ) বিএসইসি এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কতিপয় শর্ত সাপেক্ষে ক্যাপিটেক পপুলার লাইফ পিএফ ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছিল। যা ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ শেষ হওয়ার কথা। ফান্ডটি বে-মেয়াদি এবং প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। যার মধ্যে ফান্ডটির উদ্যোক্তা বিনিয়োগ করবে ১ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেহেতু মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ প্রভিডেন্ট ফান্ডের বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সেহেতু ফান্ডটির প্রসপেক্টাস ইস্যুর সম্মতিপত্রে কমিশন ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়েজ প্রভিডেন্ড ফান্ডের বেনিফিশিয়ারি অর্থাৎ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা/কর্মচারীরা ক্যাপিটিক পপুলার লাইফ পিএস ইউনিট ফান্ডের বিনিয়োগের বিষয়ে সম্মতি কমিশনে দাখিলের শর্ত আরোপ করে। কিন্তু ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ক্যাপিটেক ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড তা কমিশনে দাখিল না করে প্রভিডেন্ড ফান্ডটির ট্রাস্টি বোর্ডের সম্মতি দাখিল করে।

এ অবস্থায় সম্পদ ব্যবস্থাপক কর্তৃক সম্মতিপত্রের পার্ট-বি এর ১২ নং শর্ত পরিপালন ব্যতিত চাঁদা গ্রহণ করায় ক্যাপিটেক পপুলার লাইফ পিএস ইউনিট ফান্ডের অনুমোদন বিএসইসির ৬৭৭তম কমিশন সভায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশন আরো সিদ্ধান্ত নেয় যে, এখন থেকে আর কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড কোনো মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা সৃষ্টিতে পদক্ষেপ নিতে হবে : রাষ্ট্রপতি

presidentস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাটশিল্প বিকাশের স্বার্থে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের চাহিদা সৃষ্টিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এ লক্ষ্যে কার্যকর উদ্যাগ গ্রহণ করবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘এতে পাট চাষিদের পাটের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে এবং পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও পাটখাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধি লাভ করবে।’

আগামীকাল জাতীয় পাট দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে তৃতীয়বারের মতো ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উদযাপিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, ‘পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দেশের সংস্কৃতি ও কৃষ্টির সাথে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি একটি অনন্য পরিবেশবান্ধব পণ্য হিসেবে সমাদৃত।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রীয় পাটকলসমূহের আধুনিকায়নসহ পাটখাতের অতীত গৌরব ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির জন্য ইতোমধ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এবং “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩” কার্যকর করা হয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, ‘পাটজাত পণ্যের বহুমুখীকরণের জন্য পাট পাতা থেকে পানীয়, পাটের আঁশ থেকে ভিসকস ও পচনশীল পরিবেশবান্ধব সোনালি ব্যাগ, জিও জুট টেক্সটাইল, পাটকাঠি থেকে চারকোলসহ ২৫০ প্রকারের পাটজাত পণ্য উদ্ভাবন ও বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে তা ইতিবাচক ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘পাটের জীবনরহস্য উদঘাটনসহ পাটের বহুমুখী ব্যবহারে সরকারের এ সকল উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ’

বাণীতে তিনি জাতীয় পাট দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

২৫৮২ কোটি টাকা ব্যয়ে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানী বিনিয়োগকারীদের জন্য দেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ৫৮২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন করেছে ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘৬ হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মঙ্গলবার একনেকে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৩১৩ কোটি ৯২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা পাওয়া যাবে ২ হাজার ৯৬২ কোটি ৩২ লাখ টাকা।’

পরিকল্পনামন্ত্রী বলেন, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় জাপানিজ ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করে শিল্পোৎপাদনের মাধ্যমে রফতানি আয় বৃদ্ধি এবং বিপুলসংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্প ব্যয়ের ২ হাজার ৫৮২ কোটি ১৮ লাখ টাকার মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে ৪৫৪ কোটি ৩৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে
জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা ২ হাজার ১২৭ কোটি ৮২ লাখ টাকার বৈদেশিক সহায়তা দেবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ২০১৮ সালের জুনে মোট ৭৯টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারিভাবে এবং অবশিষ্ট ২৩টি বেসরকারিভাবে প্রতিষ্ঠা করা হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী রেল, সড়ক ও নৌপথে সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সড়কে আমরা প্রচুর প্রকল্প হাতে নিয়েছি, এখন রেল ও নৌ পথের দিকে নজর দিতে হবে। সড়কের প্রকল্প আমরা নেবো না তা নয়, কিন্তু রেল ও নৌ পথে বেশি জোর দিতে চাই। যোগাযোগের ক্ষেত্রে জাতীয় গ্রীড তৈরি করতে হবে।’

এম এ মান্নান বলেন, তাঁতীরা যেন সহজে ঋণ পায়, এজন্য প্রধানমন্ত্রী সারাদেশের তাঁতীদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সরকার প্রধান ঢাকাসহ আশপাশের নদীগুলোকে রক্ষা করতে সিটি করপোরেশনকে আরো সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে চলতি মূলধন সরবরাহ ও তাঁতের আধুনিকায়ন প্রকল্প, এর খরচ ধরা হয়েছে ১৫৮ কোটি টাকা। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি টাকা। জয়পুরহাট জেলায় তুলশী গঙ্গা, ছোট যমুনা, চিড়ি ও হারাবতী নদি পুনঃখনন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১২৩ কোটি ৪৭ লাখ টাকা। উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৯৮৩ কোটি টাকা। ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রকল্পে ব্যয় হবে ৮৮০ কোটি ৪৬ লাখ টাকা।

এছাড়া সমগ্র দেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের খরচ ধরা হয়েছে ২২৮ কোটি ৬৯ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নে খরচ ধরা হয়েছে ১৬৪ কোটি টাকা। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

৩০ শতাংশ পকেট ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি চকরিজীবীদের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপে প্রাপ্ত ভাতার ওপর মতামত প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। গত ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোমেনা মনি স্বাক্ষরিত মতামত প্রদান পত্রটি রোববার (৩ ফেব্রুয়ারি) পুনরায় প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, সর্বসাকুল্য ভাতার শতকরা ৩০ শতাংশ পকেট ভাতা পাবেন সরকারি চকরিজীবীরা।

এতে বলা হয়, সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনঃনির্ধারণ সংক্রান্ত অর্থ বিভাগ গত ২০১২ ও ২০১৩ সালে দুটি অফিস আদেশ দেয়া হয়। এ আদেশ অনুযায়ী বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণের নিমিত্ত সাধারণ পর্যায়ভুক্ত কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় অতিথি বিবেচিত হন।

অর্থাৎ যদি তার আহার, বাসস্থান বাবদ খরচ কোনো বিদেশি সরকার কিংবা সংস্থা বহন করে, তাহলে তিনি সে দেশের জন্য নির্ধারিত সর্বসাকুল্য ভাতার শতকরা ৩০ শতাংশ পকেট ভাতা প্রাপ্য হবেন। তবে তাকে আনুষঙ্গিক ব্যয় বাবদ নগদ কোনো অর্থ প্রদান করা হয়ে থাকলে তিনি এ ভাতা পাবেন না। আহার ও বাসস্থান বাবদ খরচের জন্য ওই দেশ বা সংস্থা যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে নগদ অর্থ প্রদান করে তাহলে সে ক্ষেত্রেও তিনি এ ভাতা প্রাপ্য হবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভবিষ্যতে এ বিষয়ে জটিলতা এড়ানোর স্বার্থে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক জারিকৃত জিওতে সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পুনঃনির্ধারণ সংক্রান্ত অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবার এবং ২০১৩ সালের ১০ মার্চ অফিস স্মারক অনুযায়ী ৩০ শতাংশ পকেট ভাতা প্রাপ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লভ্যাংশ দেওয়ায় ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

eastern cableস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ভালো লভ্যাংশ দেওয়ায় এই ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল বুধবার থেকে কোম্পানিটি উভয় বাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ভারতের জিএসপি সুবিধা বাতিল করলেন ট্রাম্প

oooooooooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ওয়াশিংটন পাশে দাঁড়ালেও ভারতের পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নিতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন জিএসপি সুবিধার আওতায় ৫৬০ কোটি টাকা মার্কিন ডলারের প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য বিনা শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতো। ফলে, এসব ভারতীয় পণ্যগুলো আমেরিকায় সুলভ ও সহজলভ্য ছিল। জনপ্রিয়তার সঙ্গে ভালো বাজারও ছিল। কিন্তু ট্রাম্পের নতুন সিদ্ধান্তের ফলে, যুক্তরাষ্ট্রে এবার এসব ভারতীয় পণ্যের উপর শুল্ক বসানো হবে।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মার্কিন কংগ্রেসকে একটি চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর আওতায় ছিল। এবার সেই বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’’

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় বলেছেন, ‘‘আমেরিকার এই জিএসপি প্রোগ্রাম থেকে এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি উপকৃত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত। সেই সুবিধা প্রত্যাহার করে নেওয়া অবশ্যই দিল্লির কাছে একটি বড় ধাক্কা। এর ফলে, ভারতের কৃষি, সামুদ্রিক সম্পদ নির্ভর পণ্যাদি ও হস্তশিল্পজাত পণ্যগুলির দাম খুব বেড়ে যাবে আমেরিকায়। তাদের বাজার ধরে রাখতে অসুবিধা হবে।’’
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ এই প্রথম।

যদিও ট্রাম্পের এই পদক্ষেপের ফলে ভারতের অসুবিধায় পড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব অনুপ ভাদবন। তিনি বলেছেন, ‘‘এর ফলে মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানির ক্ষেত্রে খুব একটা কিছু প্রভাব পড়বে বলে আমাদের মনে হয় না। তবে আমরা (ভারত) কোনও পাল্টা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটব না। ভারতে ঢোকা মার্কিন পণ্যাদির উপর বাড়তি শুল্ক চাপানাো হবে না।’’

যদিও মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে, এমন নয়। তিনি মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কংগ্রেসে তা পাশ হতে আরও দু’মাস সময় লাগবে। ফলে, ভারত কিছুটা সময় পাবে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভস অফিসের তরফে এমনটাই জানানো হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

স্টকমার্কেটবিডি.কম/বি

এক মাসে কমলাপুরে রেলের সেবার মান বাড়ানোর নির্দেশ

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, যদি এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন করে পরিবর্তন না আনা হয়, তাহলে যাঁরা এর দায়িত্বে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের টিকিট বিক্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে যাত্রীসেবার মান বাড়ানো হবে উল্লেখ করে রেলমন্ত্রী আরও বলেন, ৫ এপ্রিল তিনি আবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে আসবেন। এর মধ্যে স্টেশনের সেবার মান উন্নয়ন করা না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন সোনার বাংলা ট্রেনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এখন টিকিট কাটতে হয়। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আন্তনগর সব ট্রেনের টিকিট জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাটতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

উত্তরা ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা ২০ মার্চ

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২০ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. প্রিমিয়ার ব্যাংক
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. ন্যাশনাল পলিমার
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. সিঙ্গার বিডি
  8. স্কয়ার ফার্মা
  9. ডাচ-বাংলা ব্যাংক
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।