রফতানি বাণিজ্যে ৮ মাসে প্রবৃদ্ধি ১২ দশমিক ৯৮ শতাংশ

epbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা প্রতিবন্ধকতার পরও রফতানি বাণিজ্যে সুফল পাচ্ছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দুই হাজার ৭৫৬ কোটি ২৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৯৮ শতাংশ বেশি। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক ৮১ শতাংশ বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। এ খাতের রফতানি আয় ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার কারণে অন্যান্য খাতের আয়ও ক্রমান্বয়ে বাড়ছে। যার কারণে রফতানিতে বড় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে। এধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে রফতানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৫৫৬ কোটি ৫০ লাখ ডলার। তবে এ সময়ে আয় হয়েছে দুই হাজার ৭৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক ৮১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সমেয়ের তুলনায় এ বছর রফতানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক ৯৮ শতাংশ। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে রফতানি আয় ছিল দুই হাজার ৪৩৯ কোটি ৭০ লাখ ডলার।

প্রতিবেদনে দেখা যায়, একক মাস হিসেবে চলতি বছরের ফেব্রুরিতে ৩৩৮ কোটি ৩২ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এটি গত ফেব্রুরির তুলনায় ১০ দশমকি ১২ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুরিতে পণ্য খাতে রফতানি আয় ছিল ৩০৭ কোটি ২১ লাখ ডলার।

দেশের রফতানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। আলোচিত সময়ে এ খাত থেকে রফতানি আয় এসেছে দুই হাজার ৩১২ কোটি ৬০ লাখ ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক ৯৩ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর রফতানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাসে পোশাক খাতে রফতানি আয় ছিল দুই হাজার ২৫ কোটি ৬০ লাখ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

বাংলাদেশের সঙ্গে যৌথ বিজনেস প্রমোশন কাউন্সিল করতে চায় সৌদি

bd-saudiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ব্যবসায়ী ও সরকারি প্রতিনিধি দলকে রিয়াদের একটি কনফারেন্সে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়ে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি বলেছেন, আমরা বাংলাদেশ ও সৌদি আরবের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে ‘বাংলাদেশ-সৌদি বিজনেস প্রমোশন কাউন্সিল’ সৃষ্টি করতে পারি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষ্যে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে আসা সৌদি আরবের এ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব রয়েছেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মনোনীত এ প্রতিনিধিদলে সৌদি উন্নয়ন তহবিল ও সরকারি বিনিয়োগ বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ দেশটির শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।

আবদুল্লাহ আল কাসাবি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অর্জনের জন্য অভিনন্দন জানাই। বাংলাদেশ এশিয়ার নতুন টাইগার। আমরা এ দেশকে বিশ্বাস করি। সৌদি আরবের একটি বড় উন্নয়ন সহযোগী বাংলাদেশ। আমাদের বাংলাদেশি ভাইরা গত এক দশকে সৌদি আরবের উন্নয়নে সহায়তা করেছে। প্রায় দুই মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে আছেন। যারা নতুন সৌদি আরব গড়ে তুলতে ভূমিকা রাখছেন।

দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-সৌদি আরব বাণিজ্যিক লেনদেন বেশ কম। উভয় দেশের মধ্যে আন্তঃবাণিজ্যের পরিমাণ মাত্র ১.৪ বিলিয়ন ডলার, যা সন্তোষজনক নয়।

সৌদি প্রতিনিধি দলের বংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় স্থাপিত হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমরা সহায়তা, কাজ ও সুযোগের সন্ধানে এখানে এসেছি। আশা করি এই বৈঠক ফলপ্রসু হবে। আমরা নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করতে পারব।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

ব্যাংকগুলোর এডিআর সীমা সমন্বয়ের সময় ফের বাড়লো

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকের নির্ধারিত ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) সীমা মানার জন্য ব্যাংকগুলোকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংক খাতে নগদ অর্থের সংকট দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য এর আগে তিনবার ঋণ-আমানত অনুপাতের সীমা সমন্বয়ের সময় নির্ধারণ করেও পরে পিছু হটে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকবারই নগদ অর্থের সংকটকে কেন্দ্র করে ঋণ-আমানত অনুপাতের সীমা সমন্বয়ের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ৯ এপ্রিল জারি করা বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপনে ঋণ-আমানত অনুপাতের সীমা সমন্বয়ের জন্য এই মাসের ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

বৃহস্পতিবার দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যাংকের ঋণ আমানত অনুপাত উল্লিখিত হারের চেয়ে বেশি রয়েছে সেগুলোকে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ক্রমান্বয়ে নির্ধারিত মাত্রায় তা নামিয়ে আনতে হবে। এজন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশনে দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ধারার ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে সর্বোচ্চ ৮৫ টাকা ঋণ দিতে পারবে। আর ইসলামি ধারার ব্যাংকগুলো ঋণ দিতে পারবে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত। আর ২০১৯ সালের অক্টোবর থেকে সাধারণ ধারার ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে সর্বোচ্চ ৮৩ টাকা ৫০ পয়সা ঋণ দিতে পারবে। আর ইসলামি ধারার ব্যাংকগুলো ঋণ দিতে পারবে সর্বোচ্চ ৮৯ টাকা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

আরএকে সিরামিক্সের এজিএমের স্থান নির্ধারণ

RAK-CERAMIKস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের প্রতিষ্ঠান আরএকে সিরামিক্সে লিমিটেড ২২ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান নির্ধারণ করেছে। আগামী ৯ এপ্রিল এজিএমটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এজিএমের স্থান নির্ধারণ করবে বলে জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন এজিএমটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এজিএমের অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।

২০১৮ সালের সমাপ্ত অর্থবছরের জন্য এই ২০তম এজিএমটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই এজিএমের সময় ও তারিখ ঘোষণা করা হলেও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

  1. মুন্নু সিরামিকস
  2. ডাচ-বাংলা ব্যাংক
  3. প্রিমিয়ার ব্যাংক
  4. বিডিকম অনলাইন
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. সিঙ্গার বিডি
  8. কাট্টালী টেক্সটাইল
  9. গ্রামীনফোন লিমিটেড
  10. সোনারগাঁ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে ৪৯১ ও সিএসইতে ১৩ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচক মিশ্রাবস্থায় ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪১টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, ডাচ-বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বিডিকম অনলাইন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, কাট্টালী টেক্সটাইল, গ্রামীনফোন লিমিটেড ও সোনারগাঁ ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৯৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বিডিকম অনলাইন ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অরিয়ন ইনফিউশনের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি অরিয়ন ইনফিউশন লিমিটেডের ঋণমান ‘এ৩’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি আব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৮ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

স্ত্রীকে শেয়ার দিবেন আলিফের পরিচালক

alif-Industryস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৩৯ লাখ শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আজিমুল ইসলাম নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৩৯ লাখ শেয়ার হস্থান্তর করবেন। তিনি এসব শেয়ার তার স্ত্রী নাবিলা সালামকে উপহার স্বরূপ হস্থান্তর করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার হস্থান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

দাহ্য পদার্থের গোডাউন নয়, শো-রুম থাকতে পারে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের কোনো গোডাউন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ওই এলাকায় দাহ্য পদার্থের শো রুম থাকতে পারে বলে জানান তিনি। সেই সঙ্গে দাহ্য পদার্থ মজুতের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শপথ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে নতুন মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কপোরেশনের নগরপিতা হিসাবে নবনির্বাচিত আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এছাড়া উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/

সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনতে আইসিবি’র দৃষ্টি আকর্ষণ

ICB-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সম্প্রতি ডিবিএ’র সঙ্গে আইসিবি’র এক মতবিনিময় সভায় এমন কথা উঠে এসেছে। বুধবার (০৬ মার্চ) আইসিবি’র সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

একটি কোম্পানির জন্য বাংলাদেশে ব্যাংক ঋণ অনেক সহজলভ্য। একারনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবার চাইতে একটি কোম্পানি ব্যাংক ঋণের মাধ্যমেই টাকা তুলতে বেশি আগ্রহ প্রকাশ করে। এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বার্ষিক সাধারন সভা (এজিএম) সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যায় পরতে হয় কোম্পানিগুলোকে। শেয়ারহোল্ডারদের নিয়ে এসব ঝামেলাএড়াতেও কোম্পানিগুলো বাজারে আগ্রহ হারায় বলে সভার আলোচনায় উঠে আসে।

সভায় শেয়ারবাজারের উন্নতির স্বার্থে সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনার প্রতি আইসিবি’র দৃষ্টি আকর্ষণ করেছে ডিবিএ। কারন একটি দেশের অর্থনৈতিক উন্নতির জন্য শেয়ারবাজার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম। এক্ষেত্রে সরকারি কোম্পানিগুলো শেয়ারবাজারের সফলতাকে আরও পাকাপোক্ত করে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডিবিএ’র সভাপতি শাকিল রিজভি, সিনিয়র সহ-সভাপতি শরিফ আনোয়ার হোসেন এবং রিচার্ড ডি রোজারিও। এছাড়া আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম, সাধারণ সম্পাদকবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/বি