বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস

amazonস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের সেরা ধনীর তালিকায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন জেফ বেজোস। অনলাইন জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের এক বছরের ব্যবধানে সম্পদ বেড়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার।

ফোর্বস-এর হিসাবে ২০১৮ সাল শেষে জেফ বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ১০০ কোটি ডলারে। আগের বছর যার পরিমাণ ছিল ১১ হাজার ২০০ কোটি ডলার। ফোর্বস গত মঙ্গলবার ২০১৯ সালের বিশ্বসেরা ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেখানে বেজোসের সম্পদের এ তথ্য তুলে ধরা হয়। ফোর্বস-এর এবারের তালিকায় ৯ হাজার ৬৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বসেরা ধনীর দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আর তৃতীয় স্থানে আছেন বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট, যাঁর সম্পদের পরিমাণ ৮ হাজার ২৫০ কোটি ডলার।

তবে গত বছর বিশ্বায়নবিরোধী তৎপরতাসহ নানা কারণে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরজুড়েই বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে শেয়ারের দামের উত্থান–পতন ঘটেছে। ফোর্বস বলছে, এই দশকে কেবল দ্বিতীয়বারের মতো ২০১৯ সালের তালিকায় শতকোটি ডলারের মালিকের সংখ্যা যেমন কমেছে, তেমনি তাঁদের মোট সম্পদের পরিমাণও কমেছে। ২০১৯ সালের ফোর্বস–এর তালিকায় শতকোটি ডলারের মালিকের সংখ্যা ২ হাজার ১৫৩, সংখ্যার বিচারে আগের বছরের চেয়ে তা ৫৫ জন কম।

এবারের তালিকায় থাকা ২ হাজার ১৫৩ জন অতি ধনীর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৯৯৯ কোটি ডলার, যা ২০১৮ সালের তুলনায় ৪০ হাজার কোটি ডলার কম। এ ছাড়া গত বছরের তালিকা থেকে এ বছর বাদ পড়েছেন ১১ শতাংশ বা ২৪৭ জন ধনী। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি

একীভূত হলো লিন্ডে এজি ও প্র্যাক্সয়ের ইনকর্পোরেশন

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

লিন্ডে এজি জার্মানি একীভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্র্যাক্সয়ের ইনকর্পোরেশন এর সাথে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গত ২০১৭ সালের ৫ জুন কোম্পানি দুটি তাদের মাঝে বিজনেস কম্বিনেশন এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করেছিল।

আর লিন্ডে এজির প্রধান শেয়ারহোল্ডাররা গত ৩১ অক্টোবর থেকে কার্যকর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের অধীনে কোম্পানিটির সাথে কাজ করে যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮১ টি রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে হস্তান্তর

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে কমিশনের সুপারিশে ৮১ টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, প্রাইভেটাইজেশন কমিশনের সুপারিশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০ টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালযের অধীনে ৪টি মিল-কারখানা বেরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০ টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বড় বিনিয়োগ নিয়ে আসছেন সৌদি ব্যবসায়ীরা

bidaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল আজ বুধবার মধ্যরাতে বাংলাদেশে আসছে। তাদের কাছ থেকে ১৬টি প্রকল্পে দড় থেকে দুই হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাওয়ার আশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী মোহাম্মেদ বিন আলতোয়াজরির নেতৃত্বে আসা প্রতিনিধি দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোর সদস্যরা থাকবেন। তাঁদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে সংলাপে বসবে সরকারের বিভিন্ন সংস্থা।

কাজী আমিনুল ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে যে ১৬টি প্রকল্প নিয়ে কথা চলছে, তার মধ্যে কয়েকটির ক্ষেত্রে চুক্তি সই হবে। কয়েকটির ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হবে। কয়েকটি প্রকল্পে বিনিয়োগের বিষয়ে প্রস্তাব দেবে বাংলাদেশ। পাশাপাশি তাদেরও আগ্রহের কয়েকটি ক্ষেত্র রয়েছে। তিনি বলেন, এসব প্রকল্পে মোট দেড় থেকে দুই হাজার কোটি ডলার বিনিয়োগ আশা করা যায়। তবে পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

কাজী আমিনুল ইসলাম বলেন, লালমনিরহাটে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতের একটি প্রকল্পের চুক্তি হতে পারে। ফেনীতে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে পারে সৌদিরা। বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনের একটি কারখানা নিয়েও আলোচনা হচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি অ্যারাবিয়ান অয়েল (আরামকো) বাংলাদেশে একটি তেল শোধনাগার ও তেলভিত্তিক পণ্য উৎপাদনে বিনিয়োগ করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তেজগাঁওয়ে শ্রমিকদের অবস্থান : তীব্র যানজট

df57756e0d8be310a61f0c85fc7ef440-5c80999232869স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে পোশাক শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা এ কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। আজ সকাল আটটার পর থেকে ওই এলাকায় অবরোধ শুরু করেন কয়েকটি পোশাক কারখানার কর্মীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট শুরু হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

স্টকমার্কেটবিডি.কম/বি