৭৫০ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক

pubali bankস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ৭৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মেয়াদ হবে ৭ বছর।

ব্যাংকটি ব্যাসেল-৩ ফ্রেমওয়ার্কের আওতায় টায়ার-২ মূলধন বাড়ানোর লক্ষ্যে বন্ড ছাড়াবে।

বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পর ব্যাংকটি বন্ড ছাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরো দুইদিন চলবে সিলকো ফার্মার আইপিও আবেদন

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগাকরীদের আবেদন গ্রহণ আরো দুইদিন চলবে।

এই আইপিও আবেদন চলবে ১৮ ও ১৯ মার্চ পর্যন্ত। এই আবেদন শুরু হয়েছে গত ৭ মার্চ থেকে।

সম্প্রতি কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। সে লক্ষ্যে সাবক্রিপশন শুরু হচ্ছে আগামী ৭ মার্চ।

কোম্পানিটির আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা।

কোম্পানিটির আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

ইউনাইটেড ইন্স্যুরেন্সের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫.৯৫ শতাংশ বোনাস ও ৭.০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩২.৯৫ টাকা।

আগামী ২৮ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ