প্লেসমেন্টের অপব্যবহাররোধে ৪ সদস্যের কমিটি গঠন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহাররোধে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে ৪ সদস্যের কমিটি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মার্চ) বিএসইসি’র ৬৮০তম নিয়মিত কমিশন সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহাররোধে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ৪ সদস্যের আরো একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। গঠিত কমিটি পর্যালোচনা করে অতালিকাভুক্ত কোম্পানির অর্থ সংগ্রহ সংক্রান্ত এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৪/এডমিন.২৮ নোটিফিকেশন সংশোধনীর জন্য সুপারিশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

আইটি খাতে ব্যবসায় আগ্রহী সুহৃদ ইন্ডাাস্ট্রিজ

suridস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ আইটি খাতে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসা সম্পূর্ণ কর মওকুফ। এজন্য কোম্পানিটি ইনফর্মেশন টেকনোলজি এনাবেল্ড সার্ভিস (আইটিইএস) খাতে ব্যবসা করতে আগ্রহী।

এ জন্য আমাররুম.কমের সাথে সুহৃদের একটি চুক্ত স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি অনুসারে উভয়ই সেবা সরবরাহ ও মুনাফায় ভাগাভাগি করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জিডিপিতে শেয়ারবাজারের অবদান বাড়ানোর সুযোগ আছে : মাজেদুর রহমান

04017b35fcfee1e002120f075d54f8a3-5c910317ed075স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজার দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে প্রভাবশালী একটি মাধ্যম। জিডিপিতে শেয়ারবাজারের অবদান বাড়ানোর অনেক সুযোগ রয়েছে৷ একটি উন্নত অর্থনীতি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানকে প্রতিষ্ঠিত করতে বর্তমান শেয়ারবাজারের অবস্থা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ (আইইউবি) আয়োজিত দিনব্যাপী ‘বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন: সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান এসব কথা বলেন।

কে এ এম মাজেদুর রহমান বলেন, বাংলাদেশের জিডিপির আকার প্রায় ২৭০ বিলিয়ন ডলার, যেখানে শেয়ারবাজারের বাজার মূলধন ৫০ বিলিয়ন ডলার৷ দেশের বাজার মূলধনের জিডিপি অনুপাত মাত্র ১৮ শতাংশ। কিন্তু একটি দ্রুত উন্নয়নশীল দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদান কমপক্ষে ৪০ শতাংশ হওয়া প্রয়োজন।

গত পাঁচ বছরে শেয়ারবাজারে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে জানিয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের অগ্রগতির জন্য বড় ধরনের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, খুব শিগগির শেয়ারবাজারে স্বল্প মূলধনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ও তালিকাভুক্তির জন্য ছোট মূলধনের ক্ষেত্র চালু করা হবে। এ ছাড়া ভবিষ্যতে তালিকাভুক্তহীন সিকিউরিটিজ চালু করা হবে।

আইইউবির ভাইস চ্যান্সেলর এম ওমর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মিলান প্যাগন, স্কুল অব বিজনেসের ডিন মো. আমিনুল করিম, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য রাশেদ চৌধুরী। বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/

হাক্কানী পাল্পের ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

hakkaniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: গোলাম মোস্তফা নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি