৫০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক ও কানাডা

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ও কানাডা সরকার। এর মধ্যে ৩৫ মিলিয়ন ডলার চার সংস্থা ও ১৫ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে খরচ করা হবে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিও, আইএমও এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্ব ব্যাংক ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য দুইশ’ মিলিয়ন ডলার দিয়েছে। তারা আরো ৩০০ মিলিয়ন দেওয়া কথা জানিয়েছে। এছাড়াও আজ চুক্তির মাধমে বিশ্বব্যাংক দিচ্ছে ৪১ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। আর কানাডা সরকার ৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। সবমিলিয়ে ৫০ মিলিয়ন ডলার দেয়া হচ্ছে। এই ৫০ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতার জন্য ব্যবহার করা হবে।

তিনি জানান, ৫০ মিলিয়ন ডলারের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার চারটি এজেন্সিকে দেওয়া হবে। তারা রোহিঙ্গাদের ঘর-বাড়ি নিমাণ, চিকিৎসা ও অন্যান্য খাতে ব্যয় করা হবে। বাকি অর্থ ব্যয় হবে মন্ত্রণালয়ের মাধ্যমে।

মন্ত্রী বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ঘর-বাড়ি নির্মাণ করা হচ্ছে। এক লাখ রোহিঙ্গা সেখানে থাকতে পারবেন। সেখানে তাদের জন্য ক্লিনিক করা হবে। আমরা তাদের স্বাস্থ্যসেবার জন্য সব কাজ করে যাচ্ছি।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, আইওএম ১২ মিলিয়ন ডলার, ইউএনএফপিএ ৯ মিলিয়ন ডলার, ইউনিসেফ ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার, ডব্লিউএইচও ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার পাবে। বাকি ১৫ মিলিয়ন ডলার পাবে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/এম

গুগলকে দেড় বিলিয়ন ডলার জরিমানা করল ইইউ

googlelogoস্টকমার্কেটবিডি ডেস্ক :

অন্যান্য অনলাইন সার্চ ইঞ্জিনগুলোর বিজ্ঞাপন বন্ধ করায় ইন্টারনেট জায়ান্ট গুগলকে ১.৪৯ বিলিয়ন (১৪৯ কোটি) ডলার জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই নিয়ে তৃতীয়বার গুগলকে জরিমানা করল বলে বুধবার জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত দুই বছরে গুগলকে আরও দুই বার জরিমানা করেছিল ইইউ।

গুগল বাজারে তাদের প্রভাবের অপব্যবহার করে ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত প্রতিযোগী সার্চ ইঞ্জিনগুলোর সার্চ আর বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে বাড়তি সুবিধা নেয় বলে অভিযোগ করা হয়েছিল মামলাটিতে।

এর প্রতিক্রিয়ায় গুগল তাদের চুক্তি পরিবর্তন করে বড় বড় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ করে দেয়।

অ্যালফাবেটের মালিকানাধীন গুগল বিজ্ঞাপন থেকে ২০১৮ সালে আয় করে ৩০.৭ বিলিয়ন ডলার। ২০১৭ সালে বিজ্ঞাপন থেকে তাদের আয় ছিল ১২.৬৬ বিলিয়ন ডলার।

গুগল তাদের জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে ব্লক করায় গত বছর এই ইন্টারনেট জায়ান্ট কে ৪.৩৪ বিলিয়ন ডলার ডলার জরিমানা করা হয়েছিল।

এর আগে ২০১৭ সালে গুগলের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে বাধাগ্রস্ত করার কারণে প্রতিষ্ঠানটিকে ২.৪২ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের ক্ষতি যেন না হয় : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের বিভিন্ন স্থানে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের জীবন ও জীবিকায় যেন ক্ষয়-ক্ষতি না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়নটা মানুষের জন্য, মানুষের ক্ষতি করে যেন এই উন্নয়ন না হয়। অনেক সময় দেখা যায়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময় মতো জমির যথাযথ মূল্য পায়, তাদের যেন ভোগান্তি না হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে সংশ্লিষ্টদের এসব পরামর্শ ও নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
মহেশখালী-মাতারবাড়িতে স্থাপিত প্রকল্পের বিষয়ে শেখ হাসিনা বলেন, মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হলে শুধু ওই অঞ্চলেরই নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় কক্সবাজারে কিছুই ছিল না। পুরো কক্সবাজারে লবণ ও পান চাষ হতো। কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কক্সবাজারের জনগণের মতামত নিয়েই এই উন্নয়ন কাজ চলছে।

তিনি আরও বলেন, কক্সবাজারের মহেশখালীর বড় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জাপানের সহায়তায় মাতারবাড়িতে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প এ পরিকল্পনার অংশ।

কক্সবাজারে ঠাঁই নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও প্রকল্প সংশ্লিষ্ট জাপানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ১০ ধাপ অবনতি!

164334HAPPINESSস্টকমার্কেটবিডি ডেস্ক :

সুখ কমছে বাংলাদেশের মানুষের। এক বছরের ব্যবধানেই সুখী দেশের তালিকায় বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এ বছর ১২৫। গতবছর বাংলাদেশ ছিল ১১৫ তম।

২০ মার্চ, বুধবার ছিল বিশ্ব সুখ দিবস। এদিন বিশ্বের সুখী দেশের এই তালিকা প্রকাশ করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক। ২০১৩ সাল থেকে জাতিসংঘ দিবসটি পালন করে আসছে।

মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজে দুর্নীতির হার কত কম- তার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা দুই বছর দেশটি সুখী দেশের তালিকার শীর্ষে থাকল।

এরপরে আছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া।

আর সবচেয়ে কম সুখের দেশ দক্ষিণ সুদান, তার র‌্যাঙ্কিং ১৫৬। সুদানের আগে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা রিপাবলিক-১৫৫, আফগানিস্তান-১৫৪, তানজানিয়া-১৫৩ ও রুয়ান্ডা-১৫২।

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে সুখ কম শ্রীলঙ্কায়, তার র‌্যাঙ্কিং ১৩০। আরো পিছনে পড়েছে ভারত, তার র‌্যাঙ্কিং ১৪০। আর বাংলাদেশের চেয়ে সুখী দেশগুলো হলো- পাকিস্তান-৬৩, ভুটান-৯৫ এবং নেপাল-১০০।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নিউ লাইন ক্লোথিংসের ৮৩২ কোটি টাকার আইপিও আবেদন

new lineস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইজ পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রাপ্ত নিউ লাইন ক্লথিংস লিমিটেডের আবেদন জমা পড়েছে ৮৩২ কোটি ২২ লাখ টাকার উপরে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়েছে মোট ৮৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকার। যা মোটা চাহিদার চেয়ে ২৭.৭৪গুণ বেশি।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী কোটায় ৪৯৪ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা, আবাসিক বাংলাদেশিদের ৪৬ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার টাকার, প্রবাসীদের ২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকার প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের নামে ২৩৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার আইপিও আবেদন জমা পড়েছে।

কোম্পািনিটির আবেদন চাহিদার চেয়ে অনেক বেশি জমা পড়ায় আগামী ২৪ মার্চ লটারি ড্র করা হবে। রাজধানীর কাকরাইলে আইইবি মিলনায়তনে ড্রটি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির আইপিও আবেদন জমা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। আর এ আবেদন জমা নেওয়া শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

গত ৬৬৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। বিনিয়োগকারীরা ১০ টাকা দরে প্রতি লট শেয়ার কিনতে পারবে ৫০০০ টাকায়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মেশিন-যন্ত্রপাতি ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। উক্ত সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/জেড

 

  1. সিঙ্গার বিডি
  2. আলিফ ইন্ডাস্ট্রিজ
  3. বিএটিবিসি
  4. ব্র্যাক ব্যাংক
  5. মুন্নু সিরামিকস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. ডাচ-বাংলা ব্যাংক
  8. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. ম্যারিকো বিডি লিমিটেড।

ডিএসই ৩৯১ ও সিএসইতে ৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০ কোটি টাকা। এদিন দিনশেষে সেখানে সবগুলো সূচক কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৯৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪১৪ কোটি ৬৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৫ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিঙ্গার বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও ম্যারিকো বিডি লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১০৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডরিন পাওয়ারের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশ কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে কোম্পানিটির ম্বল্পমেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ ডিসরম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

FIRSTSBANKস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২৮ মার্চ

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ মার্চ আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি