৬৫ বছরের বেশি কাউকে নিয়োগ দেওয়া যাবে না

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর বয়স পার হওয়া কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না। তবে পরামর্শক বা উপদেষ্টা পদে ৬৫ বছরের ঊর্ধ্বের ব্যক্তিকে চুক্তিভিত্তিক বহাল রাখা অথবা নিয়োগ দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) জারি করা সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর অতিক্রম করা কোনও ব্যক্তি চুক্তিভিত্তিক পদে বহাল থাকতে পারবেন না।

তবে পরামর্শক বা উপদেষ্টা পদে বিশেষ প্রয়োজনে ৬৫ বছরের ঊর্ধ্বের কোনও ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ অথবা বহাল রাখা যাবে।

আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে উল্লেখ করা হয়েছে, নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য সব আর্থিক প্রতিষ্ঠান তাদের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়স-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

স্টকমার্কেবিডি.কম/

গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য দূর করতে চায় এনবিআর

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন ও পুরাতন (রিকন্ডিশন) গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

রবিবার (৩১ মার্চ) দুপুরে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেট আলোচনায় আমরা যুক্তি-সঙ্গত প্রস্তাব নিয়েছি। সেগুলো আমরা দেখবো। আপনার নতুন ও পুরাতন গাড়ির মধ্যে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। নতুন গাড়ি ক্ষেত্রে কাস্টম ডিউটি আর পুরাতন গাড়ি আমদানিতে কাস্টম ডিউটি কত সে চিত্র দিয়েছেন। পুরাতন গাড়ির ক্ষেত্রে ইয়োলো বুক থাকায় আপনারা আসল মূল্য দিচ্ছেন আর নতুন গাড়ির প্রাইজের ক্ষেত্রে কেউ কেউ প্রাইজের ওপর মেনুপুলেশন করছে। তাই আগামী বাজেটে গাড়ি আমদানিতে এ বৈষম্য সম্বনয়ে চেষ্টা করা হবে।

তিনি বলেন, হাইব্রিড গাড়িকে আমরা গত বছর উৎসাহিত করেছি। তাতে ব্যবহারও বেড়েছে। গাড়ি দেশের বিদুৎ ও জ্বালানি সাশ্রয় হচ্ছে। অনান্য সুবিধাও বাড়ছে। ফলে আগামীতে দেশে গাড়ি উৎপাদনের ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে বলেও যোগ করেন তিনি।

আলোচনা সভায় বারবিডা’র সভাপতি হাবিব উল্লাহ ডন রিকন্ডিশন গাড়িতে অবচয় সুবিধা ৫ বছরের জন্য ৪৫ শতাংশ করার দাবি করেন। একইসঙ্গে হাইব্রিড প্রযুক্তির গাড়িতে সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্কের হার পুনর্বিন্যাসসহ শতভাগ পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক গাড়ির সম্পূরক শুল্ক হার সম্পূর্ণ প্রত্যাহার করা ও ১২ থেকে ১৫ সিটের মাইক্রোবাসের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব পেশ করেন।

এ সময় এনবিআরের সদস্য, কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রেক্সিট নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ তেরেসা মে

teresaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ব্রেক্সিট বিল নিয়ে এখনও হাল ছাড়তে নারাজ ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। প্রস্তাবিত বিচ্ছেদ সমঝোতা প্রস্তাব চতুর্থ বার পার্লামেন্টে পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী সপ্তাহে এই বিল পেশ করা হতে পারে।

যদিও থেরেসা মে’র এই উদ্যোগের সাফল্য নিয়ে প্রশ্ন উঠে গেছে। বিশেষত গত বুধবার তো তিনি এমনও বলেছিলেন তার প্রস্তাব পাশ করিয়ে দিলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

এমন অবস্থায় অনেকেই মনে করছেন, এবারও বিল খারিজ হয়ে গেলে সাধারণ নির্বাচন ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তেরেসা মে’র কাছে। কারণ পার্লামেন্ট এবং সরকার যে তার নিয়ন্ত্রণে নেই তা প্রমাণ হয়ে যাবে।
সেক্ষেত্রে নতুন নেতৃত্ব এনে ব্রেক্সিটের ভার তাদের হাতে তুলে দেওয়াই বিচক্ষণের মতো কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবটাই নির্ভর করছে আগামী সপ্তাহের ভোটাভুটির উপর।

স্টকমার্কেটবিডি.কম/বি

তাকাফুল ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১১ এপ্রিল

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কৃষি জমি নষ্ট করে যেখানে-সেখানে শিল্প কারখানা নয়: প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেবিডি ডেস্ক :

যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যেখানে-সেখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে কৃষি জমি নষ্ট হোক, তা সরকার চায় না। কিন্তু কৃষি পণ্যের সঠিক ব্যবহারের জন্য শিল্পও দরকার; সেদিকেও গুরুত্ব দিতে হবে।

রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এজন্য দরকার কৃষিনির্ভর শিল্প। কৃষি ও খাদ্যপণ্য উৎপাদন শিল্পের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষও বেকার থাকবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতা শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করে; এ প্রবণতা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শিল্পের উন্নয়নে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিলমারি বন্দর চালুর পাশাপাশি ব্রহ্মপুত্র নদে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে এনে জাহাজ চলাচলের উপযোগী করা হবে। সূত্র : বিডিপ্রতিদিন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইষ্টার্ণ লূব্রিকেন্টসের দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

easterস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বারানী ও শক্তি খাতের কোম্পানি ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ইষ্টার্ণ লূব্রিকেন্টস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বিএটিবিসি
  3. মুন্নু সিরামিকস
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. কনফিডেন্স সিমেন্ট
  7. সিঙ্গার বিডি
  8. জেএমআই সিরিঞ্জ
  9. অগ্রনী ইন্স্যুরেন্স
  10. মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

ডিএসইতে ৩৬১ ও সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৫৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৫২ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, বিএটিবিসি, মুন্নু সিরামিকস, গ্রামীনফোন লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, কনফিডেন্স সিমেন্ট, সিঙ্গার বিডি, জেএমআই সিরিঞ্জ, অগ্রনী ইন্স্যুরেন্স ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮০৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বার্জার্স পেইন্টস ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আরডি ফুডের পরিচালকের শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

RD-Milkস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফাকারুজ্জামান এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৯ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৬৫ লাখ ১০ হাজার ৪০৬ টি শেয়ার রয়েছে।

অন্যদিকে কনক্রিট এন্ড স্টিলস টেকনোলজিস ও বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড যথাক্রমে ২,৫০,০০০ ও ৬,৭৫,০০০ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে উদ্যোক্তারা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

কে এন্ড কিউয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম