লেনদেন সামান্য কমলেও বেড়েছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১২কোটি ৫২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪২৩ কোটি ৯৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৭৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির। আর দর অপরিবর্তিত আছে ৬০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বিএটিবিসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, গ্রামীনফোন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ইন্দো-বাংলা ফার্মা ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

নিবন্ধন ছাড়া সিম বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া মোবাইলের সিম বিক্রি বা অসত্য তথ্য দিয়ে নিবন্ধন এবং প্রি-অ্যাক্টিভেটেড সিম বিক্রি করা হলে প্রতিটি সিম বা রিমের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

‘অবৈধভাবে কল আদান-প্রদান, সিম বা রিম নিবন্ধন এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পর্কিত’ নির্দেশনা সোমবার (০২ এপ্রিল) মোবাইল ফোন অপারেটর প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

বিটিআরসি-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, টেলিফোন/মোবাইলে হুমকি, চাঁদাদাবি, ভয়ভীতি প্রদর্শন, উত্ত্যক্তকরণ প্রতিরোধে এবং সুশৃঙ্খল ও সুদক্ষ পরিচালনার জন্য লাইসেন্সের শর্ত পালনের মাধ্যমে সিম/রিম নিবন্ধন সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে টেলিযোগাযোগ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী নির্দেশনাবলী জারি করা হলো।

এতে বলা হয়েছে, বিটিআরসি দেশের প্রত্যেক মোবাইল/টেলিফোন সংযোগ গ্রহণের ক্ষেত্রে সব গ্রাহকের জন্য সিম/রিম বায়োমেট্রিক নিবন্ধন বাধ্যতামূলক করেছে। কাজেই প্রত্যেক মোবাইল অপারেটর, সংশ্লিষ্ট টেলিযোগাযোগ অপারেটরকে তার গ্রাহকের সিম/রিম বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা চালু রাখতে হবে। এই পদ্ধতিতে সিম/রিম নিবন্ধন নিবন্ধন নিশ্চিত করার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মোবাইল অপারেটর ও অন্যান্য সংশ্লিষ্ট অপারেটরের উপর বর্তাবে।

বিটিআরসি-এর বায়োমেট্রিক ভেরিফিকেশন সিস্টেম সম্পর্কিত নির্দেশনা অনুযায়ী, প্রতি ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে কোন সিম রেজিস্ট্রেশন ছাড়া অ্যাক্টিভেশন রি-অ্যাক্টিভেশন ডি-অ্যাক্টিভেশন বা প্রতিস্থাপন বা মালিকানা পরিবর্তন করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্যাংক এশিয়ার ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

asia.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিয় খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রুমী এস হোসাইন নামে পরিচালক ব্যাংকটির ৩ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যাডভেন্ট ফার্মার প্রধান অফিস পরিবর্তন

adventস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রধান অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর কাকরাইলে অবস্থিত রূপায়ন টাওয়ারে স্থানান্তর করা হয়েছে। এর আগে এই অফিস মোহামামদপুরে ইকবাল রোডে ছিল।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এনএ

রোজা উপলক্ষে ২২ এপ্রিল টিসিবির পণ্য বিক্রি শুরু

tcbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাস উপলক্ষে ২২ এপ্রিল থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে টিসিবি। রমজানের শেষ দিন পর্যন্ত পণ্য বিক্রি চলবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে সারা দেশে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে। আগামী মে মাসে পবিত্র রমজান শুরু হবে।

টিসিবির মুখ্য কর্মকর্তা (বাণিজ্য) এম শিহাবুর রহমান বলেছেন, পবিত্র রমজান উপলক্ষে ২২ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে খুচরা বাজারের চেয়ে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে। তিনি জানান, এই কর্মসূচির অধীন দুই হাজার থেকে আড়াই হাজার টন ভোজ্য তেল, দুই হাজার টন চিনি, ১ হাজার থেকে ১ হাজার ১০০ টন মসুর ডাল, ১ হাজার ৫০০ টন ছোলা এবং এক হাজার টন খেজুর বিক্রয় করা হবে। সারা দেশে ট্রাকে করে ১৮৭টি স্পটে, রাজধানীতে ৩৫ স্পটে, চট্টগ্রামে ১০টি স্পটে, প্রতিটি বিভাগে পাঁচটি করে এবং প্রতিটি জেলায় একটি করে স্পটে মোট ২ হাজার ৮২৭ জন ডিলার ট্রাকে করে এই পণ্য বিক্রয় করবেন।

এম শিহাবুর রহমান আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়তে পারে এবং নিম্ন আয়ের লোকেরদের কোনো কষ্ট না হয়, এ জন্য টিসিবি রমজান মাস শুরুর আগেই খোলাবাজরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় শুরু করতে যাচ্ছে। তবে এসব পণ্যে বিক্রয় মূল্য এখনো নির্ধারিত হয়নি। খুব শিগগির সরকার মূল্য নির্ধারণ করে দেবে।

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রয়ের নির্ধারিত স্থানগুলো হলো সচিবালয় গেট, জাতীয় প্রেসক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নিউমার্কেট-নীলক্ষেত মোড়, শ্যামলী-কল্যাণপুর, জিগাতলা মোড়, ফার্মগেট খামারবাড়ি, কলমিতলা বাজার, কচুখেত রজনীগন্ধা সুপারমার্কেট, আগারগাঁও তালতলা এবং নির্বাচন কমিশন অফিস, উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্স, মিরপুর-১ বাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রীতে আইডিয়াল স্কুল, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কিচেন মার্কেট, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার এবং আইডেল জোন, মতিঝিল বলাকা চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর ১০ নম্বর চত্বর, উত্তরায় আশকোনা হজ ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল কিচেন মার্কেট, দিলকুশা ও মাদারটেক নন্দিপাড়া কৃষি ব্যাংক।

সরকারি সূত্রে বলা হয়, রমজানের শেষ দিন পর্যন্ত টিসিবির পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি/এম