মতিঝিলে ক্যাপিটাল মার্কেট এক্সপোর শোভাযাত্রা অনুষ্ঠিত

55927901_2134174093302938_2636363682061221888_nস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯ এর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে। মতিঝিলের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে ছিল ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি এবং শেয়ারবাজারের দু’টি গুরুত্বপূর্ণ প্রতীক ষাঁড় (Bull) ও ভল্লুক (Bear)। শোভাযাত্রাটি আয়োজন করে এক্সপোর আয়োজক ‘অর্থসূচক’।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ১১টায় অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯ শুরু হবে। তিনদিনের এ এক্সপো চলবে ৬ এপ্রিল (শনিবার) পর্যন্ত। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান বলেন, শেয়ারবাজার সম্পর্কিত সচেতনতা বাড়ানোর বিষয়টিকে মাথায় রেখে এক্সপোতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্ত কোম্পানিসহ বিভিন্ন স্টেকহোল্ডারের স্টল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৮%: এডিবি

adbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানি ও সরকারি বিনিয়োগে ইতিবাচক ধারা অব্যহত থাকায় চলতি অর্থবছর শেষে বাংলাদেশে দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই কথা বলা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে বুধবার এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

জিডিপি প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে শিল্পের প্রবৃদ্ধি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে জানান তিনি। তিনি বলেন, এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হলেও বাংলাদেশে ব্যবসা বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ার সুযোগ থাকবে।

আগের হিসাব ছিল তিন মাসের তথ্যের ভিত্তিতে এখন নয় মাসের তথ্যে দেখা যাচ্ছে পরিস্থিতি বদলে গেছে। তাছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের কারণেও বাংলাদেশের তৈরি পোশাকসহ কিছু পণ্যের রপ্তানি বেড়েছে এ বিষয়টিও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছ।

অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে প্রাক্কলন করেছে, তাতে ২০১৮-১৯ অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে রেকর্ড ৮ দশমিক ১৩ শতাংশ।

গত অর্থবছর ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার পর ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে সরকার। তবে গতবছর সেপ্টেম্বরে এডিবির প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধির হার এবার হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রোজায় দ্রব্যমূল্য না বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আসন্ন রমজানে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক অঞ্চলে ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

দেশব্যাপী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু, ২০টি নতুন শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৫টি চলমান কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব যাতে আসন্ন রমজানে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট না হয়। আপনাদের সবার প্রতি এটা আমার অনুরোধ।’

মোস্তফা কামাল মেঘনা গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি সোনারগাঁয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের কর্ণধার।

পরে মুন্সিগঞ্জে আবদুল মোনেম ইকোনমিক জোনের কর্ণধারের সঙ্গে মতবিনিময়কালেও প্রধানমন্ত্রী একই অনুরোধ জানান।

বেপজা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সূত্র : ইউএনবি

স্টকমার্কেটবিডি/এম

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অগ্রণী ব্যাংকের ২৫৮ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ী ও তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী।

দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরা হলেন ব্যবসাপ্রতিষ্ঠান মাররীন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান, ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও আগ্রাবাদ শাখার সাবেক শাখা ব্যবস্থাপক বেলায়েত হোসেন, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রমিজ উদ্দিন এবং সাবেক সিনিয়র অফিসার ত্রিপদ চাকমা।

মামলার এজাহারে বলা হয়, অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ (জাহান ভবন) থেকে চট্টগ্রামের নূরজাহান গ্রুপের প্রতিষ্ঠান মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ ২০১১ সালের ১০ মার্চ ঋণের আবেদন করেন। আবেদনে মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন ‘ক্রুড পামওলিন’ আমদানির জন্য ২০ শতাংশ মার্জিনে ১২০ দিন মেয়াদে প্রায় ৩২৭০ কোটি ৪ লাখ টাকার ঋণপত্র এবং মার্জিন অবশিষ্ট ২৬১ কোটি ৬৩ লাখ টাকার টিআর ঋণ মঞ্জুরের কথা বলা হয়। ব্যাংকের ওই শাখার তৎকালীন সিনিয়র অফিসার ত্রিপদ চাকমা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রমিজ উদ্দিন এ–সংক্রান্ত ঋণ প্রস্তাব তৈরি করেন। ওই ঋণ প্রস্তাব ব্যাংকের পরিচালনা পর্ষদ ক্রেডিট কমিটির সুপারিশ বা মতামতের আলোকে অনুমোদন দিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে মঞ্জুরিপত্র দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডিএসই’র সাথে কলম্বো স্টক এক্সচেঞ্জের সমঝোতা চুক্তি

MOU-20190403162507স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পারস্পরিক সহযোগিতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিডেট ও কলম্বো স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

গত ২৮ মার্চ কলম্বোতে এই চুক্তি সই হয়। এসময় ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও সিএসইর হেড অব স্ট্রাটেজি নিলমা সামারাসিংহে উপস্থিত ছিলেন।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, চুক্তি অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জ তথ্য বিনিময়, বিশেষ করে পণ্য উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও মূলধন উত্তোলন বিষয়ে বাংলাদেশ-শ্রীলংকা যৌথ উদ্যোগে স্টক এক্সচেঞ্জের অগ্রগতি সাধনে কাজ করবে। এছাড়াও দু’দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সর্ম্পক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়া অঞ্চলে পুঁজিবাজারের উন্নয়ন প্রচেষ্টার অগ্রগতি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দেশে-বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আকর্ষণীয় জায়গা। এখানে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। যা বিশ্বখ্যাত নাসডাক থেকে নেওয়া। এছাড়া গতবছর শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অংশীদার হয়েছে।

তিনি আরও বলেন, ডিএসই ও সিএসই’র মধ্যে এই সমঝোতা স্মারক উভয় স্টক এক্সচেঞ্জের যৌথ উন্নয়ন প্রচেষ্টাগুলোকে আরও দক্ষ করে তুলবে, যাতে দক্ষিণ এশিয়া অঞ্চলে উভয় স্টক এক্সচেঞ্জ নেতৃস্থানীয় স্টক এক্সচেঞ্জে পরিণত হতে পারে।

সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিভা বন্দরনায়েক বলেন, ডিএসইর সঙ্গে সহযোগিতার চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সিএসই বিগত কয়েক বছর ধরে এশিয়ার বিভিন্ন স্টক এক্সচেঞ্জের সঙ্গে এমন সহযোগিতার চুক্তির চেষ্টা করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। এই দক্ষিণ এশিয়া এখন উদীয়মান অর্থনৈতিক শক্তি। যেখানে আমাদের শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা ভবিষ্যতে শেয়ারবাজারের উন্নয়নে ডিএসইর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চাই।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাংলাদেশের পোশাক শিল্পকে ৭% সুদে ঋণ দিবে এএফডি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও উন্নয়নে ফ্রান্সের এজেন্স ফ্রঁসে দো ডেভেলপমেন্ট (এএফডি) -এর সহায়তায় ঋণ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রদানের উদ্দেশ্যে ৫০ মিলিয়ন ডলারের এ তহবিল গঠন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কর্মসূচিটির কারিগরি সহায়তার জন্য খরচ হবে ১৪.২৯ মিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়ন জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংক (কেএফডাব্লিউ), জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) এবং বাংলাদেশ ব্যাংক প্রদান করবে কারিগরি সহায়তার এ অর্থ।

বিজ্ঞপ্তি অনুসারে, অনুমোদিত তৈরি পোশাক কারখানা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে তিন মিলিয়ন ডলার পর্যন্ত ঋণ পেতে পারে। এতে বলা হয়েছে, ঋণের মেয়াদ তিন থেকে পাঁচ বছর হতে পারে। তবে কারখানার পরিবেশগত উন্নয়ন বা অন্য কোনো উপযুক্ত যুক্তিসঙ্গত কারণে মেয়াদ সাত বছর পর্যন্ত বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পোশাক কারখানায় অনুকূল কর্মপরিবেশ, শ্রমিকদের নিরাপত্তাসহ বিদেশি ক্রেতাদের কাছে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে নির্ধারিত প্রতিষ্ঠান বরাবর যোগ্য কারখানাকে ঋণের জন্য আবেদন করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন

bepzaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল (কেইজেড) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী একযোগে কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬৫ টি উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। এজন্যে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি দুর্যোগকালীন খাদ্য মজুদের ব্যবস্থা করতে হবে। কারও কাছে যেন আমাদেরকে হাত পাততে না হয়, মর্যাদা নিয়ে যেন আমরা থাকতে পারি, সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য ১০০ টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে। বিনিয়োগ করার জন্য এগিয়ে আসা উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।
কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

নৌপরিবহন খাত আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তার লাভ করেছে : নৌ-প্রতিমন্ত্রী

Khalidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌপরিবহন খাত আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তার লাভ করেছে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহনের ক্ষেত্রে বর্তমান সরকার বিগত ১০ বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ফলে এ খাতের বিস্তৃতি দিন দিন বাড়ছে। নৌপরিবহন শুধু অভ্যন্তরীণ খাতেই নয় আন্তর্জাতিক খাতেও এর যোগাযোগ বাড়ছে। গত ২৯ মার্চ ঢাকা- কলকাতা-ঢাকা রুটে ক্রুজ সার্ভিস চালু হয়েছে।

বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে সালাম শিপিং লাইন্স লিমিটেড-এর বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ‘এম.ভি. মানামী’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সালাম শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহে আলম মুরাদ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি করবে ক্যামেলিয়া

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ৩ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার পর তার হাতে প্রতিষ্ঠানটির ৪৯,৩১,৫৩৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জনতা ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১১ এপ্রিল

Janata-Insurance.স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা পৌনে ৩টায় রাজধানী মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর বিমাটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি