শেয়ারবাজারে প্যানিক সৃষ্টি করবেন না: বিএসইসি চেয়ারম্যান

khairulস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) বাধ্যতামূলক নয়। তাই এনিয়ে বাজারে পেনিক সৃষ্টি করতে নিষেধ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে চতুর্থ ক্যাপিটাল মার্কেট এক্সপো ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খায়রুল হোসেন বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকেরই টিআইএন নম্বর আছে। কিন্তু সরকার বিনিয়োগকারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক করেনি।তবে টিআইএন থাকলে কর ছাড় পাবেন। তবে এ বিষয়ে যারা পেনিক সৃষ্টি করছে তাদেরকে তিনি সতর্ক করে বলেন, বাজারে এসব বিষয় নিয়ে পেনিক সৃষ্টি করবেন না। আমরা সব সময় বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছি।

তিনি বলেন, আমি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ট্যাক্সসহ নানা বিষয়ে আলাপ করেছি। এ সময় তিনি শেয়ারবাজারের জন্য সবধরনের সাপোর্ট এনবিআরএ এর পক্ষ থেকে দেয়া হবে বলে আশ্বাস দেন।

গত সপ্তাহে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে প্রতি মাসে বৈঠক করা হবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, গত ৮ বছরের মধ্যে শেয়ারবাজার অস্থিতিশীল অবস্থা তৈরি হতে দেখা যায়নি। কারণ ২০১০-১১ সালের পর প্রয়োজনীয় কিছু পরিবর্তন আনা হয়েছে। সে পরিবর্তনের ফলে আমরা মনে করি যথেষ্ট সমৃদ্ধ হয়েছে শেয়ারবাজার। আাগমী ২ থেকে ৩ বছরের মধ্যে শেয়ারবাজার আন্তর্জাতিক মান পরিণত হওয়ার অবলম্বন তৈরি হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তথ্যের অভাবে অনেক সময় সম্পূর্ণ সংবাদ প্রকাশিত হয় না। সে জন্য প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিএসইসি ভবন এর নিচতলায় সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করা হবে। যাতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোন ঘাটতি না থাকে।

স্টকমার্কেটবিডি/জেড

সঞ্চয়পত্র ১ জুলাই থেকে অনলাইনে বিক্রি হবে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯-২০ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুসহ সঞ্চয়স্কিম-এর সুদ ও আসল বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনটি সঞ্চয়পত্র বিক্রয়কারী সব তফসিলি ব্যাংক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রণীত ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালুর বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। সিস্টেমটি চলতি বছরের মার্চ মাসের মধ্যে ঢাকা মহানগরীতে, এপ্রিল মাসের মধ্যে বিভাগীয় শহর ও জুন মাসের মধ্যে দেশের অন্যান্য স্থানে অবস্থিত সব দপ্তরে চালু করতে হবে।

আগামী ১ জুলাই থেকে এ সিস্টেমের আওতাবহির্ভূতভাবে সঞ্চয়স্কিম লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো কোনো সঞ্চয়স্কিম লেনদেন না করার অনুরোধ করা হলো।

১ জুলাই থেকে এ সিস্টেম থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দৈনিক বিক্রির বিবরণীর ভিত্তিতে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের হিসাব ডেবিট করে সরকারি হিসাবে ক্রেডিটকরণ এবং সঞ্চয়স্কিম-এর সুদ ও আসল বিইএফটিএন-এর মাধ্যমে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানো নিশ্চিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশের প্রত্যেকটি প্রতিটি জেলায় রেল লাইন হবে : রেলমন্ত্রী

sujonস্টকমার্কেটবিডি ডেস্ক :

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সেবা বাড়াতে দেশের প্রত্যেকটি জেলায় রেল লাইন সম্প্রসারণ করা হবে। এছাড়া রাজবাড়ীতে রেলের প্রশাসনিক ভবন ও কারখানাও গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে রেলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার রাজবাড়ী সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সার্কিট হাউজে মন্ত্রী কে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় দলীয় নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করে ৪টায় শহরের আজাদি ময়দান সংলগ্ন রেলভূমিতে প্রস্তাবিত অডিটোরিয়াম নির্মাণের স্থান পরিদর্শন এবং জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে বিকাল ৫টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সূত্র : সূত্র : বিডিপ্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম/বি

‘জাতীয় আয়ে শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা হবে’

mosharrofস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন বাজেটে দেশি শিল্পকে সুবিধা দেয়া হলে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২০১৯-২০২০ অর্থবছরের প্রাকবাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৯-২০ অর্থ বছরে শিল্প, ব্যবসা ও ভোক্তাবান্ধব বাজেট প্রণয়ন করা হবে যার আকার হতে পারে প্রায় ৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। স্বাধীনতার সময় অন্যতম দরিদ্র রাষ্ট্র বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে ‘মিরাক্যাল’ হিসেবে বিবেচিত হচ্ছে। এসএমই হিসেবে যাত্রা করে অনেক বৃহৎ শিল্পের জন্ম হয়েছে। উদ্যোক্তারা উন্নত বিশ্বের অনুকরণে মানসম্পন্ন পণ্য উৎপাদন ও রপ্তানি করছেন। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, ব্যবসাকে আধুনিকায়ন করতে হবে এবং ট্যাক্সের আওতা বাড়াতে হবে। জাতীয় আয়ে শিল্পের অবদান ৩৩ শতাংশ হতে ২০২১ সালের মধ্যে ৩৫ শতাংশে এ উন্নীত করতে হবে। সরকার সংযোজন শিল্পের চেয়ে দেশিয় উৎপাদন শিল্পের উপর অনেক বেশি গুরুত্বারোপ করছে। সবার জন্য সুষম সুবিধা নিশ্চিত করতে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের মাধ্যমে ভ্যাটের হার হ্রাস পেলেও সবার সহযোগিতায় সংগ্রহ বৃদ্ধি পাবে। বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ীদের চাহিদা জানার জন্য মতবিনিময় করা হয়। সব প্রস্তাব হয়তো বাস্তবায়ন করতে পারি না। কিছু বাস্তবায়ন হয়। আমরা এমন কিছু করবো না যাতে শিল্প মালিক, ব্যবসায়ী, ভোক্তা ও দেশ ক্ষতিগ্রস্ত হয়।

স্বাগত বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এবার শুল্ক সংক্রান্ত ১৪৮টি, আয়কর সংক্রান্ত ৪৪টি প্রস্তাব ও নতুন ভ্যাট আইনের ওপর পর্যবেক্ষণ দিয়েছি। ব্যক্তি কর সীমা সাড়ে ৩ লাখ, নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বের আয়কর সীমা ৪ লাখ, প্রতিবন্ধীদের পৌনে ৫ লাখ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সোয়া ৫ লাখে উন্নীত করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহত্তর চট্টগ্রামের মেগাপ্রকল্পগুলো তুলে ধরে মাহবুবুল আলম বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে আগামী বাজেটে যথাযথ নির্দেশনা দিতে হবে। ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে হবে।

সভায় উপস্থিত ছিলেন এনবিআর সদস্য ফিরোজ শাহ আলম, কানন কুমার রায়, সৈয়দ গোলাম কিবরীয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

টাকা না দিতে পারলে গ্রীন লাইনের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেয়নি গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের তলবে হাজির হয়ে গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আবদুস সাত্তার জানিয়েছেন, পরিবহনটির স্বত্বাধিকারী চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরবেন ৯ এপ্রিল। এই দিক বিবেচনায় নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে ১০ এপ্রিল ধার্য করেছেন।

আবদুস সাত্তারের উদ্দেশে আদালত বলেন, ১০ এপ্রিল অগ্রগতি বাস্তবায়নের প্রতিবেদন দেবেন। যদি টাকা না দিতে পারেন, তাহলে ১১ তারিখের জন্য কোনো টিকিট বিক্রি করবেন না। জনগণকে ভোগান্তির মুখে ফেলবেন না।

পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বাস্তবায়নের বিষয়ে আজ গ্রিনলাইন কর্তৃপক্ষের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গ্রিনলাইন কর্তৃপক্ষ কোনো প্রতিবেদন দাখিল করেনি। সকালে বিষয়টি উঠলে গ্রিনলাইন পরিবহনের আইনজীবী মো. ওজি উল্লাহ বলেন, পরিবহনের মালিক চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আদালত তখন জানতে চান, ‘পরিচালক কয়জন?’ জবাবে আইনজীবী বলেন, ‘একজনই মালিক, মো. আলাউদ্দিন।’ আদালত বলেন, ‘কোথায় আছেন, কবে গেছেন?’ তখন আইনজীবী বলেন, তিনি জেনে জানাবেন।

আদালত এ সময় আইনজীবীর উদ্দেশে বলেন, ‘উনি (গ্রিনলাইনের মালিক) দেশের বাইরে থাকলেও ওনার ব্যবসা তো বন্ধ হয়নি। তাঁর ম্যানেজারকে ডাকবেন। না হলে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। ইতিবাচক পদক্ষেপ না থাকলে গ্রিনলাইনের গাড়ি জব্দ করা হবে। গাড়ি নিলামে বিক্রির পর অর্থ পরিশোধ করবেন।’ জবাবে আইনজীবী বলেন, তিনি জেনে জানাবেন। আদালত তখন বলেন, ‘সবকিছুর একটা সীমা থাকা উচিত। যত বড় ব্যবসায়ীই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন।’ এরপর আদালত গ্রিনলাইন পরিবহনের ম্যানেজারকে আজ বেলা দুইটায় আসতে বলার জন্য বলেন।

আদালতের আদেশ অনুসারে বেলা দুইটার দিকে আদালতে হাজির হন গ্রিনলাইনের জেনারেল ম্যানেজার আবদুস সাত্তার। পরে আদালত তাঁর বক্তব্য শুনে ওই দিন ধার্য করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

অনুমোদিত মূলধন ১৫০০ কোটি টাকা করবে ডাচ্-বাংলা ব্যাংক

dutch-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিংখাতের প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন রয়েছে ৪০০ কোটি টাকা। গত ১৩ মার্চ কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করা হবে জানানো হয়। কিন্তু পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ১৫’শ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়।

ব্যাংকটির বিশেষ সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর অনুমোদিত মূলধন বাড়ানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কপারটেক ইন্ডাস্ট্রিজের আইপিও আবেদন গ্রহণ শেষ হবে মঙ্গলবার

copertecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয়েছে গত ৩১ মার্চ । বিনিয়োগকারীরা এই আবেদন করতে পারবে ৯ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত।

কোম্পানিটির আইপিও আবেদনের জন্য ৫০০ শেয়ারের দর হিসাবে বিনিযোগকারীদের ৫০০০ টাকা করে জমা দিতে হবে।

গত ২৭ ডিসেম্বর কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহণের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বলা হয়, সভায় কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেওয়া হয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ কোম্পানিটি প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভিপিএস রিভ্যালুয়েশন ছাড়া) দাঁড়িয়েছে ১২ দশমিক ০৬ টাকা (কোম্পানিটি কোনো সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬০ টাকা ও ডায়লুটেড শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ০৩ টাকা। ভারিত গড় হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০ দশমিক ৮৭ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জকে ভয় করেনি বাংলাদেশ: ডব্লিউটিও

426fea81b7c1e4c06d8644a52c6a255c-5ca4f1f67e91fস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জেনেভা সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার (০২ এপ্রিল) ‘বিশ্ব বাণিজ্য সংস্থা’র মহাপরিচালক ড. রবার্তো আজাভেদো‘র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আয়োজনে বাংলাদেশের ‘৫ম বাণিজ্যনীতি পর্যালোচনা’ অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ডে গিয়েছেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপসমূহ সম্পর্কে আলোকপাত করেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন এবং বাণিজ্য সম্প্রসারণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকার কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সদস্য দেশগুলোকে অবহিত করার জন্য চলমান বাণিজ্য নীতি পর্যালোচনা বাংলাদেশের জন্য কার্যকর সুযোগ এনে দিয়েছে।

একই দিন বিকালে বাণিজ্যমন্ত্রী জেনেভাস্থ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) নির্বাহী পরিচালক মিস. আরাঞ্চা গনজালেস এর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে বর্তমান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

উভয় বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মফিজুল ইসলাম, জেনেভাস্থ জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী এবং স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার জনাব সুপ্রিয় কুন্ডু উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

প্রগতী ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ১১ এপ্রিল

progoti-insuস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১৩ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু স্টাফলার্সের ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের এক করপোরেট পরিচালক ৫০,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মুন্নু ওয়েলফার ফাউন্ডেশন নামে এই করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ৫০০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৮৬ হাজার ৭১৪টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি