আইডিবি ও বিশ্বব্যাংকের সভায় যোগ দিতে অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় যোগ দিতে বুধবার মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

আগামী ৫ ও ৬ এপ্রিল মরক্কোর মারাকাসে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪৪তম বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভা হবে। মুসলিম দেশগুলোর জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৫৭টি দেশ ব্যাংকটির সদস্য। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আইডিবি উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে।
মারাকাসের সম্মেলন শেষে ৬ এপ্রিল অর্থমন্ত্রী বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে লন্ডন হয়ে ওয়াশিংটন ডিসি’র উদ্দেশে যাত্রা করবেন।

আগামী ১২-১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুস্তফা কামাল।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ।

এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং ইকনোমিক মিনিস্টার ইকবাল আব্দুল্লাহ হারুন নিউইয়র্ক থেকে প্রতিনিধিদলে যোগ দেবেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

লিন্ডে বিডির এজিএমের দিন ও স্থান নির্ধারণ

lindeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা বোর্ড ৩০এপ্রিল এই এজিএমটির দিন নির্ধারণ করেছে।

রাজধানীর ইস্কাটন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন সেন্টারে সেদিন ১১ টায় এজিএমটি অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ছিল ২৫ মার্চ।

গত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  5. মুন্নু সিরামিকস
  6. মুন্নু স্টাফলার্স
  7. ইষ্টার্ণ ক্যাবলস
  8. ডাচ বাংলা ব্যাংক
  9. ইষ্টার্ণ লূব্রিকেন্টস
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূচকের সামান্য বাড়লেও লেনদেন অনেকটা কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ২৬ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৫১ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, গ্রামীনফোন লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার্স, ইষ্টার্ণ ক্যাবলস, ডাচ বাংলা ব্যাংক, ইষ্টার্ণ লূব্রিকেন্টস ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৫৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৪৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭.৩ শতাংশ: বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

এই অর্থবছরে বিশ্বের সবচেয়ে বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচ দেশের একটি হবে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন বাকি চার দেশের মধ্যে আছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত।

আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করেছে । এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বক্তব্য দেন কান্ট্রি ডিরেক্টর রবার্ট জে সউম।

প্রবৃদ্ধি টেকসই রাখতে সংস্কারের ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি মনে করে, ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল খাত। বিশ্বব্যাংকের পরামর্শ, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাজস্ব আদায়ে জোর দিতে হবে।

জাহিদ হোসেন ব্যাংক খাতে শঙ্কার কথা উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ বাড়লে ব্যাংক মূলধন ঘাটতিতে পড়ে। এতে ঘূর্ণিঝড় নয়, মেঘ ঘনীভূত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আরডি ফুডের আরো ১৮ লাখ শেয়ার ক্রয়-বিক্রয়

rdfoodস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি আরডি ফুড লিমিটেডের দুই পরিচালক আরো ১৮ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ফাকারুজ্জামান এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৯ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৫৫ লাখ ৮৫ হাজার ৪০৬ টি শেয়ার রয়েছে।

অন্যদিকে কনক্রিট এন্ড স্টিলস টেকনোলজিস আরো ৯ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ঘোষণার পর ৩০ এপ্রিলের মধ্যে উদ্যোক্তারা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইষ্টার্ণ ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ১০ এপ্রিল

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ এপ্রিল আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের ১২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

এ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) হয়েছে ১.৯৯ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩.২৩ টাকা।

আগামী ১৫ মে ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্কোয়ার নিটের লেনদেন শুরু ৯ এপ্রিল

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। সেদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ESQUIRENIT” এবং ডিএসইতে কোম্পানি কোড-17481 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম