যমুনা ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা ২১ এপ্রিল

Jamuna Bank_smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ২২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সমরিতা হাসপিটালের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ১৬ এপ্রিল

somoritaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হাসপিটাল লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৯ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর পান্থপথে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বিএটিবিস
  2. গ্রামীনফোন লিমিটেড
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ফরচুন সুজ
  5. ইষ্টার্ণ ক্যাবলস
  6. মুন্নু সিরামিকস
  7. স্কয়ার ফার্মা
  8. ডেল্টা ব্র্যাক হাউজিং
  9. ডাচ বাংলা ব্যাংক
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

লেনদেন অনেকটা বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৬৩ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৮ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএটিবিস, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, ইষ্টার্ণ ক্যাবলস, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, ডেল্টা ব্র্যাক হাউজিং, ডাচ বাংলা ব্যাংক ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৬.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৯৫ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১:১ নয়, ৪:৩ হারে রাইট শেয়ার ছাড়বে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো

goldenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো বায়োটেকের পরিচালনা পর্ষদ গত বছরের ২৮ অক্টোবর রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওইসময় একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার (১আর:১) প্রতিটি ১০ টাকায় ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এই রাইট শেয়ারের সংশোধন এনেছে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটি জানিয়েছে, আগের ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার না দিয়ে বরং ৪টি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার (৩আর:৪) দেওয়া হবে। এতে কোম্পানির বর্তমান ১১ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৭৯০টি শেয়ারের বিপরীতে ৮ কোটি ৯৯ লাখ ৩২ হাজার ৩৪২টি রাইট শেয়ার দেয়া হবে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির রাইট শেয়ার সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৬ মে বিকাল ৩টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর আরেকটি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

কোম্পানিটি রাইটের টাকায় উৎপাদন ক্ষমতা বাড়ানো, বাজারজাত ব্যবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে খরচ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঝড়ের কারণে মোবাইল ফোন সেবায় বিঘ্ন

mobilস্টকমার্কেট প্রতিবেদক :

ঝড়ের কারণে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাট চরম পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করে মোবাইল ফোন সেবাদাতাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব) বলেছে, নেটওয়ার্ক সাইটগুলোতে একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। এতে দেশব্যাপী নিরবচ্ছিন্ন মোবাইল ফোন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

অ্যামটবের এক বিজ্ঞপ্তিতে গত রবিবার এসব কথা বলা হয়। এতে আরও বলা হয়েছে, দেখা যাচ্ছে যে ঝড় শুরুর আগেই বাণিজ্যিক বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। গ্রিড লাইনে কর্মরত কর্মীরা প্রাণান্ত চেষ্টা করলেও সংযোগ ফিরে পেতে কখনো কখনো ২০ ঘণ্টার মতো লেগে যায়। বিদ্যুৎ না থাকলে অপারেটররা ৮ ঘণ্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালাতে পারে। কিন্তু এর বেশি হলে সাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অ্যামটব বলছে, গত শনিবার রাতের ঝড়ে দেশের ৫০ ভাগ নেটওয়ার্ক সাইটে কোনো বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না। ঝড় শুরুর ১২ ঘণ্টা পরেও অন্তত ৩৫ শতাংশ সাইটে বাণিজ্যিক বিদ্যুৎ পাওয়া যায়নি। ফলে অন্তত ১৫ শতাংশ সাইট পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দেশব্যাপী সবগুলো অপারেটরের প্রায় ১৮ হাজার বা অর্ধেক সাইটে ঝড়ের পরে কোনো বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না। আর রোববার সকাল ৭টা পর্যন্ত বাণিজ্যিক বিদ্যুৎ ছিল না অন্তত ১০ হাজার সাইটে। এর পরে অবস্থার কিছুটা উন্নতি হলেও সকাল ১০টা পর্যন্ত প্রায় ৬ হাজার সাইট বিদ্যুৎহীন ছিল।

স্টকমার্কেটবিডি.কম/

এস্কোয়ার নিট কম্পোজিটের লেনদেন শুরু মঙ্গলবার

esqureস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। সেদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ESQUIRENIT” এবং ডিএসইতে কোম্পানি কোড-17481 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম