দাবি মেনে নেওয়ায় পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

khulna-pic-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের তৃতীয় দফা ধর্মঘট চলাকালে গতকাল সোমবার রাত ১২টার দিকে সরকারের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ মে থেকে নতুন মজুরি কমিশন অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়া হবে এবং ২৫ মের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

শ্রম অধিদপ্তরের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বকেয়া মজুরি আদায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল তৃতীয় দফায় ৯৬ ঘণ্টার টানা ধর্মঘট শুরু করে। দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের পর শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

এর আগে ধর্মঘটের ফলে খুলনা, যশোর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। গতকাল চার ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অবরোধের কারণে সড়ক-মহাসড়কে সৃষ্ট যানজটে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও।

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, পাট খাতে অর্থ বরাদ্দসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে ২ এপ্রিল থেকে শ্রমিকরা একই দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করে। এবারও দাবি মানা না হলে ২৫ এপ্রিল প্রতিটি মিলে শ্রমিক সভা এবং ২৭, ২৮ ও ২৯ এপ্রিল টানা ৭২ ঘণ্টা ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণ, পাট মৌসুমে পাট কেনার জন্য অর্থ বরাদ্দ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

খুলনা অফিস জানায়, খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুটমিলের শ্রমিকরা চলমান আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নিচ্ছে।

ধর্মঘট শুরুর প্রথম দিনে গতকাল সকাল ৬টা থেকে ধর্মঘট ও সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

সরকারি ব্যাংকের চেয়ারম্যান-এমডির একসঙ্গে বিদেশ সফরে বাধা

bank govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা প্রায়ই একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন। এতে পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিদেশ সফরের বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানানোর নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে তাও করছেন না চেয়ারম্যান-এমডিরা। তাই চেয়ারম্যান-এমডির একসঙ্গে বিদেশ সফরে নিষেধাজ্ঞা দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিষেধাজ্ঞার পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকরা বিভিন্ন সময়ে একই সঙ্গে বিদেশ সফরে যান। কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় অবস্থান করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদে বর্ণিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা মন্ত্রণালয়কে যথাসময়ে অবহিত করা হয় না। এমনকি অনেক ক্ষেত্রে জিওর কপিও মন্ত্রণালয়ে পাঠানো হয় না।

এতে বলা হয়েছে, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দুজন একসঙ্গে বিদেশে অবস্থান করলে ব্যাংকের স্বাভাবিক কর্মকাণ্ডসহ জরুরি প্রয়োজনে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। যেসব কর্মসূচিতে চেয়ারম্যান কিংবা ব্যবস্থাপনা পরিচালকের অংশগ্রহণের বাধ্যবাধকতা নেই সেখানে উপব্যবস্থাপনা পরিচালক বা যথোপযুক্ত পর্যায়ের অধীনস্ত কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবেন।

পরিপত্রে বলা হয়, বর্ণিত অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে যথাসম্ভব একসঙ্গে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকা এবং প্রয়োজনে অধীনস্ত সিনিয়র কর্মকর্তাকে পাঠিয়ে বিদেশে কার্যসম্পাদন করার নির্দেশ দেওয়া হলো।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

খুচরা মূল্যের ভিত্তিতে সিগারেটের ওপর কর আরোপের দাবি

cigarateস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুচরা মূল্যের ভিত্তিতে সব ধরনের তামাকপণ্যের ওপর কর আরোপ করাসহ নয়টি সুপারিশ তুলে ধরেছে তামাকবিরোধী সংগঠনগুলো।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ ও সিগারেটের মূল্যস্তর কমানোর দাবি’তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো, বাংলাদেশ ক্যানসার সোসাইটি এবং বাংলাদেশে তামাকবিরোধী জোট এ সংবাদ সম্মলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন তামাকপণ্য ও ব্র্যান্ডের মধ্যে সম্পূরক শুল্ক ও মূল্য ব্যবধান কমিয়ে আনার মাধ্যমে তামাক ব্যবহারকারী ও তামাকপণ্য পরিবর্তনের সুযোগ সীমিত করা হোক। পাশাপাশি সব ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদনকারীদের করজালের আওতায় নিয়ে আসার দাবি করাসহ মোট নয়টি সুপারিশ তুলে ধরে তামাকবিরোধী সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ২০১৪ সালের তথ্যানুসারে পৃথিবীর যেসব দেশে তামাকপণ্য সস্তা, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তামাক কোনও মৌলিক প্রয়োজনীয় দ্রব্য নয়, এটি একটি বৈধ পণ্য যা ভোক্তাদের মৃত্যু ডেকে আনে। কাজেই এই ধরনের পণ্য ব্যবহারের নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নে এটির ওপর উচ্চহারে কর আরোপ করা জরুরি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রকল্প পরিচালক ড. সেলিম মহীউদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সাধারণ সম্পাদ হেলাল আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

বোয়িং-৭৩৭ ম্যাক্সের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত আমেরিকান এয়ারলাইন্সের

boing-20190313173224স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমানের চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। চলতি বছরের আগস্ট পর্যন্ত এই মডেলের বিমানের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইথিওপিয়া আর ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনা পর্যটন মৌসুমে বিপাকে ফেলেছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে। বিশ্বের বৃহত্তম ম্যাক্স অপারেটর সাউথওয়েস্ট এয়ারলাইন্স ৩৪টি আর আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ২৪টি ম্যাক্স মডেলের বিমান চলাচল বন্ধ করেছে।

এ সিদ্ধান্তে জুন থেকে আগস্ট পর্যন্ত বাতিল হচ্ছে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের দৈনিক অন্তত ১৬০টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্সের বাতিল হচ্ছে দৈনিক ১১৫টি ফ্লাইট। পর্যটন মৌসুমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও বিমানের অভাবে চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। বেড়ে যাচ্ছে বিমানের ভাড়া।

এ বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিলের কারণে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ক্ষতি হয়েছে ১৫ কোটি ডলার। প্রথম প্রান্তিকের লোকসানের মাত্রাটা আরও বেশি হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

সুদের হার এক ডিজিটে নামিয়ে আনতে দুই মাস পেল ব্যাংকগুলো

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে দেশের সব ব্যাংককে সুদের হার এক ডিজিটে নামিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এবং তফসিলী ব্যাংকে কার্যকর ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রুগ্ন শিল্প প্রতিষ্ঠান চিহ্নিত করে বন্ধ ও অচল মিল কারখানা সচল করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ৩য় বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ। কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ন চন্দ চন্দ্র, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম এবং মোহাম্মদ নজরুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ব্যাংক ঋণে উচ্চ হারে সুদের কারণে ঋণ খেলাপি হয়। ব্যাংকগুলো চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে থাকে। ব্যবসায়ীদের পক্ষে সেই সুদের হার মেটানো অসম্ভব হয়ে যায়। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা নির্দেশনা দিয়েছি, আগামী এক বা দুই মাসের মধ্যে সব ব্যাংককে ৯ শতাংশ হারে সুদ নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, বেসরকারি ব্যাংকগুলো বলেছিল, সরকারি টাকার ৫০ ভাগ আমানত জমা পেলে তারা এক ডিজিটে সুদ হার বাস্তবায়ন করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, তারা সেই সুবিধা নিলেও এখনও সুদের হার এক সংখ্যায় আনতে পারেনি।

বৈঠকে বেসরকারি ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের ডাকা হলেও তাদের কেউ এ বৈঠকে অংশ নেননি। এ নিয়েও কমিটিতে ক্ষোভ প্রকাশ করা হয়।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকসমূহের সুদ মওকুফের জন্য সরকার এর মধ্যে নীতিমালা জারি করেছে। উক্ত নীতিমালার ফলে অনেক রুগ্ন শিল্প প্রতিষ্ঠান, বন্ধ ও অচল মিল কারখানা সুদ মওকুফ সুবিধা পেয়েছে। ফলে ওই সকল প্রতিষ্ঠানের অবশিষ্ট অনাদায়ী/শ্রেণীকৃত ঋণ আদায় সহজতর হয়েছে।

এসময় শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বাংলাদেশ ব্যাংক সংসদীয় কমিটিকে জানায়, দেশে পোশাক শিল্পের ২৭৯টি এবং নন টেক্সটাইল শিল্পসহ শিল্পখাতের রুগ্ন শিল্প কারখানা ৪১১টি (১৪৭+২৬৪)। এর মধ্যে নন-টেক্সটাইল খাতের ৪২৬টি রুগ্ন শিল্পের জন্য সুদ ভর্তুকিসহ ঋণ পরিশোধের নমনীয় বিশেষ প্যাকেজ ঘোষণা করায় অধিকাংশ ঋণ হিসাব নিস্পত্তি করা হয়েছে বলে কমিটিকে জানানো হয়।

বৈঠকে জাননো হয়, বৈঠকে বাংলাদেশ বাংকের ডেপুটি গভর্ণর, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

শ্রীলঙ্কার বাণিজ্যিক প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

oooooooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রীলঙ্কার একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলক। সোমবার বাহরাইনে স্থানীয় মানামায় এক্সিবিশনে অনুষ্ঠিত ১৭০ টি দেশের সাথে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এক অধিবেশনে যোগ দেন তিনি।

এসময় তিনি শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্যিক বিষয়ক উপমন্ত্রী নলিন বান্দারার সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠকে এ আমন্ত্রন জানান। প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য শ্রীলংকার সরকারের সহযোগিতা কামনা করেন।

এতে সাড়া দিয়ে শ্রীলঙ্কার উপমন্ত্রী এ বিষয়ে সর্বাত্ত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বি-পাক্ষিক এ বৈঠকে এ সময় অংশগ্রহণ করেন বাহরাইনে বাংলাদেশ মিশনের কাউন্সেলর মো. রবিউল ইসলাম। প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মদ পলকের সফরের সার্বিক খোঁজ খবর রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান। বাহরাইনে প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক সহযোগীর ভূমিকায় ছিলেন দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৯.৬৩ টাকা।

আগামী ২৭ জুন কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/এ

নর্দার্ণ জুটের ৯ মাসের ইপিএস ১৮.১২ টাকা

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার কোম্পানি সূত্র এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.০৩ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩.৯৩ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এছাড়া (জুলাই ১৮-মার্চ, ১৯) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮.১২ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১০.৩৮ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৫.১৬ টাকা। যা ২০১৮ সালের একই প্রান্তিকে ছিল ৫৭.০৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম