ফিনিক্স ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ২৪ এপ্রিল

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিজিএমইএ ভবন উড়িয়ে দিতে প্রস্তুত রাজউক

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিনামাইট দিয়ে বিজিএমইএ ভবন উড়িয়ে দিতে প্রস্তুত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই প্রস্তুতির কথা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন রাজউকের নির্বাহী মাজিস্ট্রেট জেসমিন আক্তার।

আজ দুপুর সাড়ে ১২ টায় বিজিএমইএ ভবন প্রাঙ্গণে আলাপকালে জেসমিন আক্তার বলেন, ভবন থেকে যেসব প্রতিষ্ঠান এখনো মালামাল সরিয়ে নেয়নি তাদের কিছুটা সময় দেয়া হচ্ছে৷ এসব প্রতিষ্ঠান মালামাল সরিয়ে নেয়ার পর আজই ভবনটির গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরণের সেবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ভবনটি ডিনামাইট দিয়ে ভাঙ্গতে সকল প্রস্তুতি রাজউক সম্পন্ন করেছে। যদিও এখনো রাজউকের হাতে এ ভবন ভাঙ্গতে তিন মাস সময় আছে।

প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথম ডিনামাইট ব্যবহার করে ভবন ভাঙ্গার প্রস্তুতি নিয়েছে রাজউক। এ পক্রিয়ায় ভাঙ্গা হলে মুহুর্তেই ধুলায় পরিণত হবে বিজিএমইএ ভবনটি।
এর আগে, আজ সকালে বিজিএমইএ’র ভবনটি ভেঙে ফেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
স্টকমার্কেটবিডি.কম/বি/জে

  1. মুন্নু সিরামিকস
  2. ফরচুন সুজ
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. রেকিট বেনকাইজার
  5. স্কয়ার ফার্মা
  6. গ্রামীনফোন লিমিটেড
  7. এস্কোয়ার নিট কম্পোজিট
  8. ব্র্যাক ব্যাংক
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. মুন্নু স্টাফলার্স লিমিটেড।

শেয়ারবাজারে টানা পতন : রাস্তায় বিনিয়োগকারীদের বিক্ষোভ

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে পতন অব্যহত রয়েছে। টানা এই পতনে নিয়ন্ত্রন সংস্থাদের নিস্ক্রিয়তার জন্য ডিএসইর সামনের রাস্তায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

দিনের লেনদেন শেষ হওয়ার সাথে সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাস্তায় নেমে পড়ে বিনিয়োগকারীরা। এসময় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। বাজারের এই ধারাবাহিক পতনেরও পরও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ও মন্ত্রনালয় কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে সাংবাদিকদের জানান বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা।

ঘন্টাব্যাপী চলা এই বিক্ষোভে বিনিয়োগকারীরা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

এদিকে মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৯১ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৯৬ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৭৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৩ টির। আর দর অপরিবর্তিত আছে ৩২টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রেকিট বেনকাইজার, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, এস্কোয়ার নিট কম্পোজিট, ব্র্যাক ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও মুন্নু স্টাফলার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জে

সিলভা ফার্মার ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

Silvaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইভেন্স টেক্সটাইলের ৩য় প্রান্তিকের ইপিএস বেড়েছে

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইলের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকাা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৯ টাকা। এ হিসাবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৫৫ টাকা। যা ২০১৮ সালের একই প্রান্তিকে ছিল ১৪.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

ইষ্টার্ণ হাউজিংয়ের ৩য় প্রান্তিকের বোর্ড সভা ২৩ এপ্রিল

ehl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আবাসন শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিবিএস ক্যাবলসের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

bbsস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রেকিট বেনকাইজারের ৭০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Reckit ben bdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি রেকিট বেনকাইজার লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০.২২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮১.৬৩ টাকা।

আগামী ৩০ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

স্টকমার্কেটবিডি.কম/এ