রমজানে ব্যাংকের লেনদেন ৯ হতে ২:৩০ টা পর্যন্ত

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাসে দেশে কার্যরত সব ব্যাংকের কার্যক্রমে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতিসহ) ব্যাংক খোলা থাকবে।

তবে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রোজার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

এরই মধ্যে এই নির্দেশনা দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বন্ড অপব্যবহারকারীর মুখোশ উন্মোচন করুন : এনবিআর প্রধান

IFC-Workshopস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া দেশীয় শিল্পকে সুরক্ষায় বন্ড সুবিধার অপব্যবহারকারীর মূখোশ উন্মোচন করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন,‘বন্ড বা শতভাগ শুল্কমূক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করে খোলা বাজারে সেই পণ্য বিক্রি করায় কাপড়,সূতা,কালি এবং কাগজশিল্প ব্যাপক ক্ষতির সম্মূখীন হচ্ছে। সরকারও এ খাত থেকে রাজস্ব হারাচ্ছে। বন্ড সুবিধার অপব্যবহার রোধে অটোমেশন চালু করা হচ্ছে এবং আইনের সংশোধনসহ সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি আপনাদের আহ্বান করছি, বন্ড অপব্যবহারকারীদের মুখোশ উন্মোচন করুন। জাতির কাছে তাদের চেহারা তুলে ধরুন। সামাজিকভাবে তাদের মর্যাদা হেয় করুন। দেশীয় শিল্পকে রক্ষা করুন।’

রবিবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকদের জন্য ট্যারিফ আধুনিকায়ন এবং তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য খাতের বন্ডেড সুবিধা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার,বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারিখাত বিশেষজ্ঞ নুসরাত নাহিদ বাবি,এনবিআরের কাস্টমস্ বন্ড কমিশনারেটের জয়েন্ট কমিশনার মো. মসিউর রহমান,ইআরএফ সহসভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম প্রমূখ বক্তব্য রাখেন।

এনবিআর প্রধান বলেন, তৈরি পোশাক,কেমিক্যাল এবং চামড়া খাতের বিকাশের জন্য এ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বা বন্ড সুবিধা দিচ্ছে সরকার। কতিপয় অসাধু ব্যবসায়ী বন্ডেড সুবিধা নিয়ে আমদানি করা কাঁচামাল খোলা বাজারে বিক্রি করছে। এনবিআর এসব ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান,বন্ডের অবহ্যবহার রোধে ঢাকা ও চট্টগ্রাম বন্ড অফিস কাজ করছে। গত দেড় মাসে অন্তত ৬০টি প্রতিষ্ঠানের লাইসেন্স জব্দ করেছে। এগুলোর সব কয়টির লাইসেন্স বাতিল করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

স্ত্রীসহ তিতাসের সাবেক এমডির বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নওশাদ ইসলাম ও তাঁর স্ত্রী রাজিয়া নওশাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার রাজধানীর রমনা মডেল থানায় দুটি মামলা করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণব ভট্টাচার্য বলেন, এ দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ থাকলেও বনানীতে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নওশাদ ইসলামকে তিতাসের এমডির পদ থেকে ২০১৬ সালের ২০ মার্চ সরিয়ে দেওয়া হয়। যদিও তার আগেই মন্ত্রণালয় গঠিত একটি তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে তিতাসের একটি সিন্ডিকেট প্রকাশ্যে ঘুষ লেনদেন করে অবৈধ কার্যক্রম পরিচালনা করে। তারও আগে ২০১৫ সাল থেকে নওশাদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। নওশাদ ইসলাম বর্তমানে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রতিবেদন প্রকাশ

bgicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রবিবার কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ১৯) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকাা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯০ টাকা।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৪০ টাকা। যা ২০১৮ সালের একই প্রান্তিকে ছিল ২০.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

এনসিসি ব্যাংকের ১ম প্রান্তিক বোর্ড সভা ৯ মে

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়ান ব্যাংকের ১ম প্রান্তিক বোর্ড সভা ১২ মে

one bank-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বাংলাদেশ শিপিং করপোরেশন
  2. ন্যাশনাল টিউবস
  3. ফরচুন সুজ
  4. মুন্নু সিরামিকস
  5. ইউনাইটে পাওয়ার
  6. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  7. ন্যাশনাল পলিমার
  8. জেনেক্স ইনফোসিস
  9. এ্যাক্টিভ ফাইন
  10. এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

শেয়ারবাজারে বেড়েছে অধিকাংশ শেয়ারেরই দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় উত্থান হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৭৫ কোটি ২৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০৮.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯০১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ১৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ শিপিং করপোরেশন, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, ইউনাইটে পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ন্যাশনাল পলিমার, জেনেক্স ইনফোসিস, এ্যাক্টিভ ফাইন ও এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫০৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৯১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাবরেটরিজ ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইসলামী ব্যাংকের ১ম প্রান্তিক বোর্ড সভা ৮ মে

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি