তারল্য সংকট কাটাতে ৯০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর মাধ্যমে প্রায় ৯০০ কোটি টাকার তহবিল জোগান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতিঅর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে।

প্রসঙ্গত, এই সহায়তা তহবিলের মেয়াদ কার্যকর থাকবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। আইসিবি শর্ত অনুযায়ী বিনিয়োগকারীদের মাঝে ঋণ পুনঃতফসিলীকরণ অথবা নতুন ঋণ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসকে ঋণ হিসেবে এ অর্থ দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস থেকে এ ঋণ পাবেন। আইসিবি থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউস এ ঋণ পাবে ৭ শতাংশ সুদে। আর বাংলাদেশ ব্যাংক আইসিবিকে তা দিচ্ছে ৫ শতাংশ সরল সুদে।

অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বর্তমান শেয়ারবাজারে লেনদেন নিম্নগতির ধারা প্রতিরোধের লক্ষ্যে সুদ ও আসল হিসাবে আদায় করা মোট ৮৫৬ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনঃব্যবহারে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এটিসি শরিয়াহ ফান্ডের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

atcpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যূয়াল ফান্ড খাতের কোম্পানি এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ মার্চ ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির পরিচালনা বোর্ড।

এ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.৭২ টাকা। আর ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১.৯০ টাকা।

গত বছর ফান্ডের লভাংশ ঘোষণা করা হয়েছিল ৮ শতাংশ নগদ। এ বছর শেয়ারবাজারের বিদ্যমান অস্থিরতা সত্ত্বেও দক্ষ এবং বিচক্ষণ সম্পদ বাবস্থাপনায় এই লভ্যাংশ বাড়াতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ট্রাষ্টি বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/

ফ্যামিলি টেক্সের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৩ মে

familyস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান ফ্যামিলি টেক্স লিমিটেডের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর গুলশানে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সভা শেষে এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

ইউনিয়ন ক্যাপিটালের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

unionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ০.৫৬ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪.০০ টাকা।

আগামী ২০ জুন ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার ব্যাংকের ১ম প্রান্তিক বোর্ড সভা ৮ মে

primiarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

পূবালী ব্যাংকের ১ম প্রান্তিক বোর্ড সভা ৮ মে

pubali bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ মে আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি