টেলিনর-আজিয়াটা একীভূত হওয়ার পরিকল্পনা

telenurস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোন ও রবির মূল প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা এশিয়াতে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা করছে।

নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপ চলছে। আর প্রস্তাবিত এ কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়ায়। গতকাল দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। টেলিনর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, তারা এর মালিকানার বড় অংশীদার হবে। তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬ দশমিক ৫ শতাংশ। বাকি ৪৩ দশমিক ৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা।

আজিয়াটার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশে তারা স্বাধীনভাবেই কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রমজানে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেলের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির পন্য বিক্রিতে কিছু অনিয়মের অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাজার নিয়ন্ত্রণে ১৫ রোজার পর টিসিবির পণ্যের প্রয়োজন পড়বে না বলেও জানান তিনি।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত যন্ত্রপাতি বৃদ্ধির পাশাপাশি রোগীদের জন্য সুবিধা বাড়ানোর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুর ইসলামসহ রংপুরের উর্দ্ধতন স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বন্ড অপব্যবহারকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে এনবিআর

NBRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বন্ড সুবিধা নেয়ার ক্ষেত্রে ভুয়া ঠিকানার ব্যবহার এবং বন্ড সুবিধার কাঁচামাল খোলাবাজারে বিক্রিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে ২৯টি বন্ডেড প্রতিষ্ঠানকে রাজস্ব আয়ের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তালিকা প্রস্তুত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট (সিভিসি)।

এসব প্রতিষ্ঠানের ১৬টিতে ইতোমধ্যে নিরীক্ষা সম্পন্ন করায় কয়েকটির বিরুদ্ধে বন্ড সুবিধার অব্যবহার ও ভুয়া ঠিকানা ব্যবহারের তথ্য মিলেছে।এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বন্ড লাইসেন্স বাতিল ও কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সিভিসি।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন এনবিআরে পাঠিয়েছে সিভিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়,নিরীক্ষা হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির অস্তিত্ব মেলেনি। একটি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্যদের ক্ষেত্রে বন্ড সুবিধার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।আর ছয়টির নিরীক্ষা চলমান রয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়াবলেন,বন্ড সুবিধার অপব্যবহার রোধ করতে প্রিভেন্টিভ কার্যক্রম গ্রহণ,নিয়মিত অডিট,লাইসেন্স বাতিল ও মামাল রুজু করা হচ্ছে।এরপরও কিছু প্রতিষ্ঠান বন্ডের অপব্যবহার করে চলেছে। প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বন্ডের অপব্যবহারকারীদের মূখোশ দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চান।

সিবিসির প্রতিবেদনে গাজীপুরের বন্ডেড প্রতিষ্ঠান এ অ্যান্ড এ এন্টারপ্রাইজ ও রাজধানীর লালবাগ এলাকার এ অ্যান্ড এ এক্সেসরিজ লিমিটেডের বন্ড লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পরিদর্শনে গিয়ে এই প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/

২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশ: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অধিক ফলনশীল জাতের ধান আমরা উদ্ভাবন করছি জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মানসম্মত ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরকারের বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষির আধুনিকায়নের মাধ্যমে জনগণের মানসম্মত খাদ্য ও পুষ্টি নিশ্চিত করে ২০৪১ সালের আগেই উন্নত বাংলাদেশ গড়তে সব খাতে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন চীনের ভাইস মিনিস্টার অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল অ্যাফেয়ারস কিউইউ ডংযো। সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সামনের দশকে বিশ্ববাসীকে চমকে দেবে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্যতম সহযোগী চীন। বাংলাদেশ-চীন মৈত্রী নতুন কিছু নয়, এ সম্পর্ক প্রাচীন। আন্তর্জাতিক সম্পর্ক ও কৃষি, বিনিয়োগ এবং শিল্প-বাণিজ্যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিস্তার চায় সরকার। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৩ মে

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্

ব্যাংকের এমডির হিসাবে ৩৫ কোটি টাকা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের ব্যাংক হিসাবে প্রায় ৩৫ কোটি টাকা পাওয়ার ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ মঙ্গলবার বিএফআইইউর পাঠানো ওই চিঠি দুদকে এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, কমিশন এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।

বিএফআইইউর এক বিশেষ অনুসন্ধানে দেখা যায়, এনসিসি ব্যাংকের এমডির হিসাবে ব্যাংকের ঋণগ্রহীতার টাকা ছাড়াও পরামর্শক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার থেকে টাকা জমা হয়েছে। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্রোকারেজ হাউসে এমডির নিজের ও স্ত্রীর নামে এই অর্থের লেনদেন হয়েছে।

পাঁচটি ব্যাংকে থাকা মোসলেহ উদ্দিনের হিসাব জব্দ করেছে বিএফআইইউ। একই সঙ্গে রিলায়েন্স ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের হিসাবও জব্দ করেছে সংস্থাটি।

বিশেষ অনুসন্ধান প্রতিবেদনে বিএফআইইউ বলেছে, ব্যাংকের শীর্ষ পর্যায়ে থাকা অবস্থায় তিনি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ফরচুন সুজ
  2. পাওয়ার গ্রিড কোম্পানি
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. এস্কোয়ার নিট কম্পোজিট
  5. মুন্নু সিরামিকস
  6. ইন্দো বাংলা ফার্মা
  7. ফাইন ফুডস
  8. ন্যাশনাল টিউবস
  9. ন্যাশনাল পলিমার
  10. গ্রামীনফোন লিমিটেড।

শেয়ারবাজারে কমেছে অধিকাংশ শেয়ারের দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬২টির। আর দর অপরিবর্তিত আছে ২৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফরচুন সুজ, পাওয়ার গ্রিড কোম্পানি, বাংলাদেশ শিপিং করপোরেশন, এস্কোয়ার নিট কম্পোজিট, মুন্নু সিরামিকস, ইন্দো বাংলা ফার্মা, ফাইন ফুডস, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল পলিমার ও গ্রামীনফোন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৩১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৩১ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

গরুর মাংস প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি করা সম্ভব : বিবিসি

0000স্টকমার্কেটবিডি ডেস্ক :

রমজান মাসের জন্য ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি যথাক্রমে ৫২৫ ও ৭৫০ টাকায় বেঁধে দিয়েছে। কোন দোকানি এর চেয়ে বেশি দাম রাখলে তার শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন।

কিন্তু রোজার মাস আসতে না আসতেই মাংসের দাম বাড়ছে কেন?

সীমান্ত থেকে গাবতলী পর্যন্ত আসার পথে সরকারি নির্ধারিত খাজনার চেয়ে বহু গুণ বেশি খাজনা ইজারাদারেরা অবৈধভাবে আদায় করছে বলেই মূলত গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে জানান মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

তিনি আরও বলেন, গত তিন বছরে বাংলাদেশে মাংসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
চাঁদাবাজরা যদি পশুর ওপর চাঁদাবাজি বন্ধ করে, তাহলে কেজি প্রতি ৩০০ টাকায়ও মাংস বিক্রি করা সম্ভব।

কেন বন্ধ করা যাচ্ছে না অবৈধ চাঁদাবাজি?

পশুর ওপর সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি চাঁদা আদায় করা গোষ্ঠীকে ঠেকাতে না পারার বেশ কয়েকটি কারণ উল্লেখ করলেও রবিউল আলম মনে করেন, মূলত ‘সিটি কর্পোরেশনের আন্তরিকতার অভাবেই’ বন্ধ করা যাচ্ছে না চাঁদাবাজি।

‘কর্পোরেশন চাইলে এই চাঁদাবাজি এক মিনিটে বন্ধ করতে পারে।

কিন্তু যেহেতু এখানে কোটি কোটি টাকার স্বার্থ জড়িত, তাই আন্তরিকতার অভাব আর কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছ না। ‘

রবিউল আলম ধারণা করছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ইজারাদাররা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও তাদের সহযোগিতায় রাজনৈতিকভাবে ক্ষমতাশালীরা থাকতে পারেন।

গাবতলী গরুর হাট কর্তৃপক্ষের সরকারি অফিস অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে থাকা মাংসের দাম বাড়ার পেছনে আরেকটি অন্যতম কারণ বলে উল্লেখ করেন মি. আলম।

‘গাবতলী গরুর হাট ইজারা নেয়ার শর্ত হলো, প্রতিটি গরুর সরকার নির্ধারিত খাজনা হবে ১০০ টাকা। কিন্তু এই শর্ত না মেনে ইজারাদাররা অবৈধভাবে গরু প্রতি চার বা পাঁচ হাজার টাকাও আদায় করে থাকেন’, অভিযোগ করেন তিনি।

‘এভাবে একটি গরু শহরের ভেতরে তিনটি হাটে স্থানান্তরিত হলেই গরুর দাম বেড়ে যায় প্রায় ১৫ হাজার টাকা। যার প্রভাব সরাসরি এসে পড়ে মাংসের দামের ওপর। ‘

গাবতলী হাটের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হলে এবং সরকার কর্তৃক নির্ধারিত খাজনা আদায় বাস্তবায়িত হলে অতি সত্ত্বর মাংসের দাম কমে আসবে বলে জানান তিনি।

‘যদি সরকার কর্তৃক নির্ধারিত খাজনা গ্রহণের বিষয়টি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামীকাল থেকেই কেজি প্রতি মাংসের দাম ৭০ তেকে ৭৫ টাকা কমে আসবে। ‘

স্টকমার্কেটবিডি.কম/

যুক্তরাষ্ট্র ভারতকে সস্তায় তেল দিতে পারবে না

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের তেলের ব্যবসা বেসরকারি খাতের হাতে। তাই মার্কিন সরকারের পক্ষে ভারতকে সস্তায় তেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।

মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস সম্প্রতি এ কথা বলেছেন। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এত দিন ভারতের জন্য শিথিল ছিল। কিন্তু এখন আর তা নেই। অথচ ইরান এত দিন কম মূল্যে ভারতকে তেল সরবরাহ করে এসেছে।

ইরানের তেল কেনায় নিষেধাজ্ঞা থাকায় যুক্তরাষ্ট্র ভারতকে কম মূল্যে তেল দেবে কি না—এমন প্রশ্নের জবাবে উইলবার রস বলেন, ‘তেল বেসরকারি খাতে থাকায় সরকারের পক্ষে কোম্পানিগুলোকে কম দামে তেল বিক্রি করতে বাধ্য করা সম্ভব নয়।’ বিজনেস স্ট্যান্ডার্ড

স্টকমার্কেটবিডি.কম/বি