ঘোষণা দিয়েও শেয়ার বিক্রি করে নাই মুন্নু সিরামিকস

munnoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিকের এক কর্পোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঘোষণা দিয়েও শেয়ার বিক্রি না করার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (০৯ মে) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্র জানা গেছে, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানির মোট ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে। এরমধ্য থেকে গত ১১ মার্চ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ডিএসইর মাধ্যমে মুন্নু সিরামিকের ২৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ওই শেয়ার বিক্রি করা হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। তবে ঘোষণা দেয়ার পর ৩০ কার্যদিবস পার হলেও মুন্নু সিরামিকের এই কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রি করেননি।

বিষয়টি খতিয়ে দেখতে প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) একেএম জিয়াউল হাসান খানকে দায়িত্ব দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের কমেছে সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পতনে শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৪৪ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের ৪ দিনের থেকে ৬১১ কোটি ৪৭ লাখ বা ৩৯.৮৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল (ডিএসই) ১ হাজার ৫৩৩ কোটি ৩৪ লাখ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪২৮ কোটি টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৩৩ লাখ টাকার।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১২২০ এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১১১ কোটি ৪১ লাখ ০৬ হাজার ৪৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৩৫ লাখ ১০ হাজার ২১০ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৬ কোটি ৫ লাখ ৯৬ হাজার ২৬৮ টাকা বা ৭০ শতাশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড