সংকট নিরসনে ৬০০ কোটি ডলার নিচ্ছে পাকিস্তান

imfস্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক সংকট দূর করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬০০ কোটি ডলার অর্থ সহায়তা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।

যদিও এ সহায়তার বিষয়ে এখনো আইএমএফের ব্যবস্থাপকদের অনুমতি লাগবে।

আগামী তিন বছরে পাকিস্তানকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে। কয়েক মাস ধরেই এ বিষয়ে দুই পক্ষের আলোচনা চলেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় এবং প্রবৃদ্ধি কমে যাওয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পাকিস্তান।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, নিষ্প্রভ প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি সমস্যা, ঋণে জর্জরিত ও আন্তর্জাতিক অর্থনীতিতে নাজুক পাকিস্তান একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার মধ্যে আছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

যৌথভাবে ১০টি ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে ইন্দো-নিপ্রো

Picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা যৌথভাবে ১০টি ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে। ইতোমধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সাথে ও জেএমআই গ্রুপের মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সদ্য তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের সাথে জেএমআই গ্রুপের নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস এন্টি-বায়েটিক, সিপ্রোসরিন ও পেনিসিলিন ঔষধ উৎপাদন করবে।

সম্প্রতি এই চুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের পরিচালনা বোর্ড।

এন্টি-বায়েটিক ও পেনিসিলিনসহ উল্লেখিত 1. Indozith,2. Cippo-I 3. Indomox 250mg 4. Indomox 500mg 5. Indoflox
6. Indocef 7. Indozith 8. Indomoxin 9. Cephradine 10. Indoflox 125mg মোট ১০টি ঔষুধ উৎপাদন ও বাজারজাতকরণ করবে ইন্দো-বাংলা ফার্মা।

এতে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালসের ব্যবসার সম্প্রসারণ হবে, পাশাপাশি মুনাফাও বৃদ্ধি পাবে বলে আশাবাদী পরিচালনা বোর্ড। এতে কোম্পানিটির প্রতিবছর বিক্রি বাড়বে প্রায় ১৮-২০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বাজেট অধিবেশন শুরু ১১ জুন

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামী ১১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদ (একদফা প্রদত্ত ক্ষমতাবলে) অনুযায়ী সোমবার (১৩ মে) এই অধিবেশনের আহ্বান করেন।

চলতি একাদশ সংসদের তৃতীয় এ অধিবেশন ওইদিন বিকাল পাঁচটায় শুরু হবে। এটি হবে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।

জানা গেছে, আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ হবে। এর আগে গত ৩০ এপ্রিল সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাণিজ্য যুদ্ধে কোন পক্ষই বিজয়ী হবে না: চীন

141834China-to-hold-5th-World-Internet-Conferenceস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্য যুদ্ধ নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে চীন ও যুক্তরাষ্ট্র। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। তবে এ যুদ্ধ কোন পক্ষ বিজয়ী হবে না বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না চীন। তাই বলে এ ধরনের যুদ্ধে ভয় নেই চীনের।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘পিপলস ডেইলি’তে সোমবার প্রকাশিত এক সংবাদভাষ্যে এ মন্তব্য করা হয়েছে।

দৈনিকটি জানায়, বাণিজ্যিক মতপার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য চীনের দরজা সব সময় খোলা রয়েছে। তবে নিজের বাণিজ্যিক নীতির সঙ্গে চীন যেমন আপোষ করবে না তেমনি নিজের অগ্রাধিকারের বিষয়গুলোতে ছাড় দিতেও রাজি নয় বেইজিং।

এর আগে শুক্রবার চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি একই ধরনের মন্তব্য করে জানিয়েছিলেন, চীন ও আমেরিকার মধ্যে সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তবে নিজের মৌলিক নীতির প্রশ্নে আপোষ করবে না বেইজিং।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা এল।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সাড়ে চার বছর পর দিল্লি যাচ্ছে বিমান

bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রায় সাড়ে চার বছর পর আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট। আজ সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করবেন।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, প্রতি সপ্তাহে তিন দিন—সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে। ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা তিনটায় ফ্লাইটটি ছেড়ে যাবে। দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফিরতি ফ্লাইটটি ছাড়বে, ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।

বিগত শতাব্দীর আশির দশক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দিল্লি ফ্লাইট ছিল। লোকসানের কথা বলে ২০১৪ সালের ২৩ আগস্ট গন্তব্যটি বন্ধ করে বিমান। এরপর ভারতের জেট এয়ারওয়েজ অনেকটা একচেটিয়া ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করে আসছিল। সম্প্রতি জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যায়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বিমান আবার দিল্লি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়। এখন আর কোনো বিমান সংস্থা ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে না। সূত্র : প্রথম আলো

  1. ফরচুন সুজ
  2. ওআইমেক্স ইন্ডাস্ট্রিজ
  3. এস্কোয়ার নিট কম্পোজিট
  4. ডেসকো
  5. ইন্দো বাংলা ফার্মা
  6. পাওয়ার গ্রিড কোম্পানি
  7. স্কয়ার ফার্মা
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. যমুনা ব্যাংক
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসইতে ৩০৫ সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৩ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৫৮ কোটি ১৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১১টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফরচুন সুজ, ওআইমেক্স ইন্ডাস্ট্রিজ, এস্কোয়ার নিট কম্পোজিট, ডেসকো, ইন্দো বাংলা ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, যমুনা ব্যাংক ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল আইএফআইসি ব্যাংক ও ডেসকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিডি ফাইন্যান্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ১ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৩ টাকা। যা গতবছর একই সমযে ছিল ১৬.৭৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাইম ফাইন্যান্সের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

prime-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ৫১ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮.৭৯ টাকা। যা গতবছর একই সমযে ছিল ৮.০১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

এক্সিম ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ৩৪ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে ব্যাংকটির আয় বেড়েছে।

৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.২৩ টাকা। যা গতবছর একই সমযে ছিল ১৯.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম