৯৭ হাজার টাকার হুয়াওয়ে ফোন মাত্র ১১ হাজার টাকায়!

195239Price-Crash-Value-Of-Flagship-1150-Huawei-P30-Pro-Comes-Crashing-Down-To-130স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ ও গুগলের নেয়া এক সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের পি৩০ প্রোর জনপ্রিয়তা। অথচ বছরের সেরা হ্যান্ডসেটের তালিকায় ছিল এই ফোন। জানা গেছে, ১১৫০ ডলার (৯৭১৬৬.৯৫ টাকা) এর এই ফোন এখন ১৩০ ডলারে (১০,৯৮৪ টাকা) পাওয়া যাচ্ছে।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের কিছু সেবা হুয়াওয়েতে বন্ধের ঘোষণা আসার পর যুক্তরাজ্যে স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে এমন দাম চাওয়া হচ্ছে।

সে হিসেবে হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়ে গেল। ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮জিবি র‌্যাম রয়েছে। স্যামসাং এর গ্যালাক্সি এস ১০+ এর সমান দাম ধরা হয়েছিলো ফোনটির। দুটো ফোন প্রায় একই গুনগত মানের।

বছরের শুরুতে প্রযুক্তিপ্রেমিদের বেশ নজর কেড়েছিল হুয়াওয়ের এই স্মার্টফোনটি। এর দারুণ ডিজাইন ভালো রিভিউ পায়। এ ছাড়া এর দীর্ঘমেয়াদি ব্যাটারি ও লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য সবাই লুফে নিতে চাইছিল সেটটি।

আর এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আরোপ হয় কম্পানিটির ওপর। এর পর গুগলের নেয়া এক সিদ্ধান্তের ফলে পশ্চিমে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয় হুয়াওয়েকে।

এদিকে হুয়াওয়ের সঙ্গে সব চুক্তি, সেবা এবং অবশিষ্ট কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম।

জানা গেছে, এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার চেষ্টায় ইতিমধ্যে নিজস্ব অ্যাপ স্টোর তৈরির বিষয়ে কাজ করছে হুয়াওয়ে। এ ছাড়া হুয়াওয়ের আগামীর অপারেটিং সিসটেম, এআরএম চিপ, এসডি-কার্ড এবং ওয়াইফাই লাইসেন্স নিয়েও কথা চলছে।

এসব কার্যক্রম নিয়ে আবার বিশ্ববাজারে ফিরে আসার চেষ্টা করছে হুয়াওয়ে এমনটিই জানিয়েছেন টেক গবেষকরা।

সূত্র: টেকভাইরাল ডট নেট, ফোবর্স

স্টকমার্কেটবিডি.কম/

খেলাপি ঋণ কমাতে ব্যাংকারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৮’-এর মোড়ক উম্মোচন করেন গভর্নর ফজলে কবিরব্যাংকিং খাতে পুঞ্জীভূত মন্দ ঋণ (খেলাপি) কমাতে ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

মঙ্গলবার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৮’-এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

ফজলে কবির এই রিপোর্টের মোড়ক উম্মোচন করেন।

গভর্নর ফজলে কবির মন্দ ঋণ কমাতে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম হিসেবে আগের যেকোনও সময়ের তুলনায় বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। ফলে বিশ্বব্যাপী অর্থ, বাণিজ্য ও রাজনীতিতে সংঘটিত নানা পরিবর্তন আমাদের জন্য বিভিন্ন আশঙ্কার পাশাপাশি সম্ভাবনার সুযোগও তৈরি করছে।’ তিনি আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ব অর্থনীতির পরিবর্তনের গতি-প্রকৃতির প্রতি মনযোগী থাকার পরামর্শ দেন।

ফজলে কবির বলেন, ‘বৈশ্বিক শ্লথ প্রবৃদ্ধির হার ও নানামুখী ঝুঁকি থাকার পরও নিম্নমুখী মুদ্রাস্ফীতি, রেমিট্যান্স ও রফতানি প্রবৃদ্ধি এবং আর্থিক খাত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার পাশাপাশি শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে।’

তিনি বলেন, ২০১৮ সালে সার্বিকভাবে ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততা ও তারল্য ন্যূনতম আবশ্যকীয় হারের চেয়ে বেশি ছিল।

ফজলে কবির দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানান।

এসময় তিনি ইলেক্ট্রনিক পেমেন্ট ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে সাইবার নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রাজধানীর যে সব এলাকায় থাকবে না গ্যাস আগামীকাল

gassস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে এর প্রভাবে উত্তরা, জোয়ার সাহারা ও বারিধারা ডিওএইচএস-এর আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) কামরুজ্জামান জানান, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে। গ্যাসের লাইনে পাইপ প্রতিস্থাপনের কাজ সময় সাপেক্ষ। লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই বুধবার ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা করবো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. স্কয়ার ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ব্র্যাক ব্যাংক
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. বিএটিবিসি
  6. গ্লোবাল ইন্স্যুরেন্স
  7. ফার্ষ্ট সিকিউরিটজ ব্যাংক
  8. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  9. উত্তরা ব্যাংক
  10. ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

mercantileস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, নুরুল আজিম সানি নামে এই শেয়াহোল্ডার পরিচালক পরিচালক বিমাটির ৮ লাখ ৬২হাজার ২৭৭শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের পরিচালকের প্রায় সব শেয়ার বিক্রি

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক প্রায় সব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এমএস আসগর নামে পরিচালক ব্যাংকটির ১৭ লাখ ৭৫ হাজার ৬৪৮ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১৭ লাখ ৭৬ হাজার ৪২০ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঈদকে সামনে রেখে রেমিটেন্সে রেকর্ড!

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল ফিতরকে সামনে রেখে চলতি মে মাসে রেকর্ড পরিমাণ অর্থ দেশে এসেছে। মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে যা মাসের হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।

যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বেশি। আর ২০১৭ সালে এসেছিল ১ হাজার ৩৫৩ কোটি ডলার।
সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১১.৮৪ টাকা।

আগামী ৩ আগষ্ট কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসইসি চেয়ারম্যানের ৮ বছরের দক্ষ নেতৃত্বে মুগ্ধ ডিএসই

Screenshot_1-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের নেতৃত্বে মুগ্ধ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এলক্ষ্যে ডিএসইর পক্ষ থেকে খায়রুল হোসেনের ৮ বছরের দক্ষ নেতৃত্বের প্রশংসা করে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ মে) ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বিএসইসির চেয়ারম্যানের কাছে এই অভিনন্দন বার্তা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১০ সালে শেয়ারবাজার বিপর্যয়ের পর দেশের শেয়ারবাজার পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান সরকার ২০১১ সালের মে মাসে ড. এম খায়রুল হোসেনকে চেয়ারম্যান করে বর্তমান কমিশন গঠন করে৷ ড. এম খায়রুল হোসেনের নেতৃত্বে বর্তমান কমিশন অত্যন্ত ধৈর্য সহকারে প্রজ্ঞা ও মেধা দিয়ে সুদীর্ঘ ৮ বছর শেয়ারবাজার উন্নয়ন, নিয়ন্ত্রণ ও বিভিন্ন সংস্কারে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন৷ এই সময়ে বাজার তথা বিনিয়োগকরীদের স্বার্থে প্রয়োজনীয় আইনগত সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশের শেয়ারবাজার আজ এক নতুন মাত্রায় পৌঁছেছে৷

বিগত ৮ বছরে বর্তমান কমিশনের নেতৃত্বে আইনভিত্তিক ও প্রযুক্তি নির্ভর যে শেয়ারবাজার গড়ে উঠেছে, তা পরবর্তী প্রজন্মের জন্য তথা বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডারদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ বিশ্বাস করে৷ এ অভূতপূর্ব সাফল্যের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের ৯২৪তম বোর্ড সভায় বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ও কমিশনারবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ প্রদানের প্রস্তাব গৃহীত হয়৷

বর্তমান কমিশনের বহুবিধ সংস্কারমূলক কাজের অংশ হিসেবে শেয়ারবাজার তথা বিনিয়োগকারীদের স্বার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নানামূখী সংস্কার কার্যক্রম হাতে নেয়৷ এর মধ্যে ছিল-শেয়ারবাজারে অনিয়ম চিহ্নিত করার মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাজার পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিকমানের সার্ভেইলেন্স সফটওয়্যার স্থাপন। যা বাজারের সচ্ছতার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের জন্য সরকার কর্তৃক বিশেষ স্কিম ঘোষণা; শেয়ারবাজারের স্বার্থে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে শেয়ারবাজারে বিনিয়োগ এবং এর ঝুঁকি সম্পর্কে অবহিত করতে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম প্রচলন; তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের সম্বিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা; শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য শেয়ারবাজারে স্পেশাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার ক্ষেত্রে কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা৷

বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়নে কমিশন সময়োপযোগী বিভিন্ন মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেন এবং সংশ্লিষ্টদের সাথে নিয়ে এর বাস্তবায়ন করে যাচ্ছেন৷ এই সব পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের শেয়ারবাজারের ভিত্তি আগামীতে আরো শক্তিশালী হবে৷

বিএসইসি নিয়ন্ত্রণ কার্যক্রমে দক্ষতা ও সততার জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশন কর্তৃক ‘এ’ ক্যাটাগরি সদস্যপদ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে৷ যা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বিএসইসি’র এই অর্জন বাংলাদেশের শেয়ারবাজারের প্রতি দেশি বিদেশি বিনিয়োগকারীগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

২০১০ পরবর্তী শেয়ারবাজারের পুর্নগঠন বা সংস্কারের অংশ হিসেবে ‘দা এক্সচেঞ্জস ডিমিউচ্যুয়ালাইজশন এ্যাক্ট-২০১৩’ এর মাধ্যমে এক্সচেঞ্জগুলো ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হয়। যা দেশের শেয়ারবাজারের ইতিহাসে একটি মাইলফলক। পরবর্তী সময়ে ডিমিউচ্যুয়ালাইজশন স্কিম অনুযায়ী দীর্ঘ কর্মকান্ডের পর চীনা কনসোর্টিয়াম (সাংহাই স্টক এক্সচেঞ্জ ও শেনঝেন স্টক এক্সচেঞ্জ) ডিএসই’র কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তির ফলে ডিএসই এক নতুন উচ্চতায় পৌঁছেছে৷ এতে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কৌশলগত ও কারীগরি সহায়তার ক্ষেএে আরো একধাপ এগিয়ে যায়৷

এসএমই বা স্বল্প মূলধনী কোম্পানির তালিকাভুক্তিকরণ ও লেনদেনের জন্য একটি পৃথক বোর্ড গঠন করা হয়েছে৷ সরকারি ট্রেজারি বন্ডের লেনেদেন চালু, ইটিএফ, ডেরিভেটিভসের মত এডভান্সড প্রোডাক্ট চালুর জন্য কাজ করছে৷ এছাড়া ওটিসি মার্কেটের আধুনিকায়নের কাজ অব্যাহত রয়েছে৷ এই সকল কার্যক্রম দীর্ঘমেয়াদে বাংলাদেশের শেয়ারবাজারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে৷

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালনে বিএসইসি’র আয়োজন ও উদযাপনে IOSCO সহ বিশ্ববাসী মুগ্ধ হয়েছে৷ বর্তমান কমিশন দেশের বিভাগীয় শহরগুলোতে বিনিয়োগ শিক্ষা মেলা এবং বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স আয়োজন, শেয়ারবাজার ডিজিটালাইজেশন ও জিডিটাল ওয়ার্ল্ড আয়োজন ও উদযাপন, সেবিসহ বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিভিন্ন প্রকল্প দক্ষতার সাথে পরিচালনা করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড