আইপিডিসির রাইট শেয়ারের অনুমোদন

ipdcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার ৬৮৮তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

তথ্যমতে, কোম্পানিটি ২ সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলন করবে।

রাইট ইস্যুতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে। এতে কোম্পানির শেয়ারের নির্দেশন মূল্য হয়েছে ১২ টাকা।

রাইট শেয়ার ছেড়ে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধনের ভিত্তি শক্তিশালীকরণ করবে এবং কোম্পানির বিনিয়োগ কার্যক্রম রিটেইল লোন, এসএমই লোন ও করপোরেট লোন ইত্যাদি বৃদ্ধি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীর কোটা বাড়ছে

ipo-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ছে। আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ ্অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের কোটা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor ) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির ৬৮৮তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইপিও থেকে কোটার নতুন হার কার্যকর হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এখন থেকে নির্দিষ্ট বা অভিহিত মূল্যের আইপিও’র (Fixed Price) ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ কোটা থাকবে। আগে এই কোটার হার ছিল ৪০ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কোটা বৃদ্ধির বিপরীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা ১০ শতাংশ কমে ৪০ থেকে ৩০ শতাংশ হবে।

অন্যদিকে বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বেড়ে হচ্ছে ৪০ শতাংশ। বর্তমান আইনে এই কোটার পরিমাণ ৩০ শতাংশ। অভিহিত মূল্যের আইপিও’র মতো বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা ১০ শতাংশ কমছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর জন্য৬০ শতাংশ শেয়ার সংরক্ষিত থাকে। এটি কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাপিটাল ইস্যু রুলস, ২০১৫ সংশোধন করতে হবে। আজকের কমিশন সভায় আইনটি সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

জাপানের সঙ্গে ২৫০ কোটি ডলারের সহায়তা চুক্তি সই

pm-japan-02স্টকমার্কেটবিডি ডেস্ক:

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

বুধবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি হয়।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও ইআরডি সচিব মনোয়ার আহমেদ চুক্তিতে সই করেন।

প্রধানমন্ত্রী জাপান যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, বাংলাদেশে যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং শিল্পায়নের জন্য জাপান এ সহায়তা দিচ্ছে । ৪০তম এই প্যাকেজ আগের বারের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

জাপানী এই অর্থে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।

চুক্তির পর দুই নেতা যৌথ বিবৃতি দেন।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতার আগে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন শেখ হাসিনা ও শিনজো আবে।

বাংলাদেশের দীর্ঘদিনের ‘পরীক্ষিত বন্ধু’ জাপানে চারদিনের সফরে মঙ্গলবার রাজধানী টোকিও এসেছেন শেখ হাসিনা।

বুধবার বিকাল পৌঁনে ছয়টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান শিনজো আবে। এসময় সুসজ্জিত একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়।

এরপর দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক শুরু হয়। দুই দেশের নীতিনির্ধারক ছাড়াও সরকারি কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে বৈঠকে রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।

জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ মোট এক হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে।

চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম জাপান সফর।

বৃহস্পতিবার বুধবার ‘দ্য ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সম্মেলনে তিনি এশিয়ার সম্ভাবনা ও উত্থান নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরবেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতিক, অর্থনীতিবিদ, গবেষক ও তাত্ত্বিকদের সামনে।

স্টকমার্কেটবিডি.কম/এম

রাজধানীকে বাসযোগ্য করতে বিশ্বব্যাংক ১০০.৫ মিলিয়ন ডলার ঋণ

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর পাশ্ববর্তী চারটি এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য উপশহর গড়তে বিশ্বব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে ১০০.৫ মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেবে।
এলাকাগুলো হলো কামরাঙ্গির চর, লালবাগ, সুত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁ-মুগদা-বাসাবো।

প্রকল্পের আওতায় এসব এলাকার এক মিলিয়ন জনগণ প্রত্যক্ষ সুবিধা ভোগ করবেন।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরস্থ একনেক ২ এর সম্মেলন কক্ষে এ ব্যাপারে এক চুক্তি সই হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশে জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ooooooooooooস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে জাপানের ব্যবসায়ীদের এ দেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে জাপান সরকার যেমন বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে, তেমনি জাপানি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অথনীতিতে। সেই বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

আজ বুধবার সকালে টোকিওতে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস জাপান। দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, তার মধ্যে থেকে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যে অবস্থানে আছে, তাতে আশা করা যায় শিগগিরই এটি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে। জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও দৃঢ় করা যায়, সে ব্যাপারে ব্যবসায়ী নেতাদের পরামর্শও চান শেখ হাসিনা।

এর আগে গতকাল মঙ্গলবার টোকিওর সিটি হোটেলে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ার বদলে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রতি ভরি সোনা বা অলংকারে ১ হাজার টাকা কর

NBRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনা বৈধ করতে কর ১ হাজার টাকা ধার্য করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল মঙ্গলবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি ভরি সোনা ও সোনার অলংকারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে। শর্তগুলো হলো ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত করা সোনা, রুপা ও হিরা সম্পর্ক ঘোষণা দিয়ে কর দিতে হবে।

সোনা, রুপা ও হিরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমানো দেওয়া এ প্রজ্ঞাপন ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এনসিসি ব্যাংকের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ২। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার ব্যাংকের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

primiarস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান ‘এএ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি ১। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএসএল)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. নিউ লাইন ক্লোথিংস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. জেএমআই সিরিঞ্জ
  4. এসকে ট্রিমস
  5. মার্কেন্টাইল ব্যাংক
  6. রানার অটোস
  7. বিএটিবিসি
  8. বিবিএস ক্যাবলস
  9. ফরচুন সুজ
  10. বেক্স ফার্মা লিমিটেড।

দুই শেয়ারবাজারেই সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান ছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪০৩ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৭টির। আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – নিউ লাইন ক্লোথিংস, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, এসকে ট্রিমস, মার্কেন্টাইল ব্যাংক, রানার অটোস, বিএটিবিসি, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ ও বেক্স ফার্মা লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৩৩৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ইফাদ অটোস ও রানার অটোস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড