নতুন ৬ নতুন জাহাজেরই বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বিএসসি

bscস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে চীনে নির্মিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘বাংলার অগ্রগতি।

ইতিমধ্যে চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জাহাজটির নির্মাণ কাজ শেষ করেছে। এটি হলো চুক্তির ৬টি জাহাজের সর্বশেষ জাহাজ।

বিএসসি সূত্রে জানা যায়, চীন সরকারের আর্থিক সহায়তায় জিটুজি’র ভিত্তিতে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে বিএসসির জন্য ৬টি জাহাজ নির্মাণ করা হয়। চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) আর্থিক ও কারিগরি সহায়তা করে।

জাহাজগুলো নির্মাণ করা হচ্ছে চীনের জিয়াংজু প্রদেশের ওয়াক্সি শহরে সিএমসির শিপইয়ার্ড জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে।

এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমভি বাংলার অগ্রযাত্রা, এমভি বাংলার অগ্রদূত ও এমভি বাংলার অগ্রগতি নামে এই ৬টি জাহাজ বানিজ্যিক কার্যক্রমও শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বার্জার পেইন্টসের ২৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

BERGERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ৩১ মার্চ ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ৪৪.১৩ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭৬.১৮ টাকা।

আগামী ১৭ জুলাই ব্যাংকটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম/