সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের মতো স্থিতি রয়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৫৩৪ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইষ্টার্ণ হাউজিং, বিবিএস ক্যাবলস, নিউ লাইন ক্লোথিংস, ড্রাগন সোয়েটার, ইষ্টার্ণ ক্যাবলস, র্নদার্ণ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা ও বিএটিবিসি লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৮৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বার্জার পেইন্টস বিডি ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. নিউ লাইন ক্লোথিংস
  4. ড্রাগন সোয়েটার
  5. সিলকো ফার্মা
  6. স্কয়ার ফার্মা
  7. জেএমআই সিরিঞ্জ
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. র্নদার্ণ ইন্স্যুরেন্স
  10. ফরচুন সুজ লিমিটেড।

বিডি ফাইন্যান্সের ৫ লাখ শেয়ার বিক্রি ঘোষণা

bd finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, চৌধুরি মনোয়ার আহমেদ সিদ্দিকী নামে পরিচালক প্রতিষ্ঠানটির ৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে প্রতিষ্ঠানটির মোট ১৮ লাখ ৫৩ হাজার ৭৪৭ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী আঁশের মূল্য সংবেদনশীল তথ্য নেই

Sonali_Aanshস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সোনালী আঁশ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জমিসহ ফ্লোর স্পেস কিনবে এনসিসি ব্যাংক

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড জমিসহ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ব্যাংকটি রাজধানীর গুলশানে ১ এ অবস্থিত ৫১ ভবনের জমিসহ ফ্লোর স্পেস কিনবে। ৯,২৬৬ বর্গফুটের এই ফ্লোর ও ৩৫.৪০ ছটাকা জমির জন্য ব্যয় ধরা হয়েছে মোট ১৫ কোটি ৫৩ লাখ টাকা।

ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ফ্লোর স্পেসটি কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এম