পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা ২৬ জুন

popular-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ জুন আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টা রাজধানীর কাকরাইলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইষ্টার্ণ ইন্স্যুরেন্স
  2. নূরানী ডায়িং
  3. জেএমআই সিরিঞ্জ
  4. ড্রাগন সোয়েটার
  5. গ্লোবাল ইর্ন্সুরেন্স
  6. নিউ লাইন ক্লোথিংস
  7. এসকে ট্রিমস
  8. ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স
  9. ন্যাশনাল লাইফ
  10. প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

সূচকের বড় উত্থান হলেও লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৮২ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৩৫ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, নূরানী ডায়িং, জেএমআই সিরিঞ্জ, ড্রাগন সোয়েটার, গ্লোবাল ইর্ন্সুরেন্স, নিউ লাইন ক্লোথিংস, এসকে ট্রিমস, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৭৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীনফোন ও মাইডাস ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কনস্টেলেশন ইউনিট ফান্ডের আবেদন শুরু কাল

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

বে-মেয়াদি কনস্টেলেশন ইউনিট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের চাঁদা গ্রহণ শুরু আগামীকাল, ১৯ জুন। আবেদন গ্রহন চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত।

এর আগে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৮৮তম নিয়মিত সভায় এই প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা এবং এর ইউনিট সংখ্যা ১ কোটি। এখানে উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।

ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে কনস্টেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং কাস্টোডিয়ান হিসাবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি