বিপিডিবির অনুমতি পেল প্যারামাউন্ট বিটিআরসি

paraস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে অনুমতিপত্র পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট বিটিআরসি এনার্জি।

গত ২৫ জুন কোম্পানিটি বিপিডিবি থেকে এ অনুমতিপত্র দেয়া হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। প্যারামাউন্ট বিটিআরসি এনার্জির ৪৯ শতাংশ শেয়ারের মালিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল।
ডিএসই সূত্র জানা গেছে, প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিটিআরসি এনার্জির ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হেভি স্পিড ডিজেল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

প্যারামাউন্ট বিটিআরসির বিদ্যুৎ প্রকল্পটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটির পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

স্টকামার্কেটবিডি.কম/জেড

পহেলা জুলাই থেকে সর্বনিম্ন মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ

btrcস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ৩৬০ টাকা থেকে কমিয়ে ১৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। ব্যান্ডউইডথ মূল্য সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার, প্রযুক্তিবান্ধব সরকার। শিক্ষর্থীসহ সাধারণ মানুষ যেন সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮০০ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকায় কমিয়ে আনা হয়।

তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১০০ জিবিপিএসে উন্নীত হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারনেট সংক্রান্ত সেবা সমূহের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:

আইআইজি এর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫০০-৯৯৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫০, নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৩৫,ব্য্ডাউইডথ এমিবিপিএস ৫০০০০+ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (৩০০ নূন্যতম ২ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৮৫।

আইএসপিএর জন্য আইপি ট্রানজিট: ব্যান্ডউইড্থ এমবিপিএস (৫-১৯) (শুধুমাত্র উপজেলা বা ইউনিয়ন হতে) এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৪০০ নূন্যতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৭৫। ব্যান্ডউইড্থ এমবিপিএস ৪০০০০+এমবিপিএস প্রতি চার্জ ৩১০ টাকা । ন্যূনতম ৩ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ ২৯০ টাকা।

বিটিসিএল লোকাল কনটেন্ট ট্রান্সমিশন চার্জ: সংযোগের স্থান বৃহত্তর ঢাকা এলাকায় ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ৩০, সংযোগের স্থান ঢাকা বাহিরে ট্রান্সমিশন চার্জ প্রতি এমবিপিএস (টাকা) ১০০।

শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫-৯৯ পর্যন্ত, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩০০, নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৭০, ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০ এবং তদুর্ধ, এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২০০ নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ১৮০।

সরকারি অফিস, আধা-সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অফিসের জন্য: ব্যান্ডউইড্থ এমবিপিএস ৫- ৪৯ পর্যন্ত এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৯৫, নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ৩৫৫, ব্যান্ডউইড্থ এমবিপিএস ৩০০০+ এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২৫০ নূন্যতম ৫ বছর মেয়াদী চুক্তিতে এমবিপিএস প্রতি চার্জ (টাকা) ২২৫।

ভিপিএন সেবা: সারাদেশব্যাপী এক রেট ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১ – ৫ পর্যন্ত প্রতি এমবিপিএস ৩০০, ব্যান্ডউইড্থ (এমবিপিএস) ১০০০০ বা ততোধিক, প্রতি এমবিপিএস টাকা ৩০। এছাড়া গ্রামীণ এলাকায় গ্রাহকদের উপরে বর্ণিত চার্জ হতে শতকরা ১০ ভাগ ছাড় দেওয়া হয়েছে। একই সাথে লিনাক্স ওয়েব হোস্টিং প্যাকেজেস এবং উইন্ডোজ ওয়েব হোস্টিং প্যাকেজের ব্যান্ডউইডথের মূল্য হ্রাস করা হয়েছে।

স্টকামার্কেটবিডি.কম/জেড

১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বিমান

Bimanস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হওয়ায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। ১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় এ ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদন হয়।

সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

৮ মে ইয়াঙ্গুনে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে ৩ টুকরো হয়ে যায়।

এই ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছিলেন বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ।

তিনি জানান, ৮ মে ফ্লাইট বিজি০৬০ ঢাকা থেকে ইয়াঙ্গুন যায়। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে ২৯ জন যাত্রীসহ মোট ৩৩ জন আরোহী ছিলেন।

স্টকামার্কেটবিডি.কম/জেড

শনিবার সব বাণিজ্যিক ব্যাংক খোলা

bankস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিক ব্যাংকআয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার জন্য আগামী শনিবার (২৯ জুন) বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টকামার্কেটবিডি.কম/জেড

আমদানি করা গুঁড়া দুধ মানসম্মত নয় : প্রতিমন্ত্রী

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিল্ক ভিটার দুধে আর্সেনিক ও ফরমালিন রয়েছে বলে যে প্রতিবেদন দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেছেন, বিএসটিআইয়ের পরীক্ষায় মিল্ক ভিটার দুধে ফরমালিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মিল্ক ভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বপন ভট্টাচার্য্য এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী ঢাকা ইউনিভার্সিটির একটি টেস্ট রিপোর্ট দিয়ে বলছে, মিল্ক ভিটাতে আর্সেনিক আছে। মিল্ক ভিটা দুধের মধ্যে নাকি ফরমালিন আছে। এটি একটি সর্বৈব মিথ্যা কথা।’ তিনি বলেন, গত বুধবার তাঁরা বিএসটিআইয়ে পরীক্ষা করিয়ে দেখেছেন মিল্ক ভিটার দুধে ফরমালিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে একটি পরীক্ষা করা হয়েছে, সেখানে বলা হয়েছে, মিল্ক ভিটা দুধ হচ্ছে পরিপূর্ণ, উপযুক্ত এবং সুস্বাদু দুধ। এর বিপরীতে কোনো কিছুই পাওয়া যায়নি।

স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এই সংসদের মাধ্যমে জনগণকে নিশ্চিত করতে চাই, এখন পর্যন্ত যে সমস্ত আমদানি করা দুধ বাজারজাত করা হচ্ছে, মিল্ক ভিটা অনেক ক্ষেত্রে ভালো। অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং পুষ্টিকর।’

আমদানি করা গুঁড়া দুধ মানসম্মত নয়, দাবি করে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, দেশে যে গুঁড়া দুধ আমদানি করা হয়, তা পুষ্টিযুক্ত খাবার নয়। ডেনমার্ক ও ইউরোপের যেসব দুধ পরিত্যক্ত, দুধের ফ্যাট সংগ্রহের পর যা ব্যবহার হয় না, তা ‘বাল্ক মাল’ হিসেবে ৫ শতাংশ কর দিয়ে আমদানি করে বিক্রি করে। এ দেশের মানসম্মত মিল্ক ভিটার দুধ যাতে বিক্রি না হয়, তার একটি অপচেষ্টা চলেছিল। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এটা বুঝতে পেরে ওই ৫ শতাংশ ট্যাক্সের পর আরও ৫ শতাংশ যোগ করেছেন। এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে মিল্ক ভিটার দুধের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থকে ‘কালোটাকা’ বলা ঠিক না: বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থকে কালোটাকা বলা ঠিক না, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘একে অপ্রদর্শিত অর্থ বলা উচিত। কালোটাকা কথাটা শুনতে সব সময় ভালো লাগে না। আমার গায়ের রংও কালো।’

প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বাজেট নিয়ে তাঁদের সমস্যার দিকগুলো তুলে ধরেন।

দীর্ঘ সময় ধরে বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে বাণিজ্যমন্ত্রী সেগুলো নিয়ে আলোচনার আশ্বাস দেন। তিনি কালোটাকার বিষয়টি তোলেন নিজ থেকেই। মন্ত্রী বলেন, অপ্রদর্শিত অর্থ যাতে বিনিয়োগে আসে, এ জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থের ওপর কর আরও সুনির্দিষ্ট করা উচিত। যাঁরা বেশি কর্মসংস্থান করবে, তাঁদের ক্ষেত্রে কর আরেকটু কমিয়ে দেওয়া যেতে পারে।

টিপু মুনশি বলেন, ‘আমি সংসদেও এ কথা বলেছি। আমার সঙ্গে অনেকে হয়তো একমত হবে না। কিন্তু আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ না দিলে টাকা দেশে থাকবে না।’ উন্নতির একটা পর্যায়ে গিয়ে এই সুযোগ বন্ধ করা যেতে পারে বলেও মত দেন তিনি।

এবারের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়া জমি ও ফ্ল্যাট কেনা এবং অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে টাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি বাড়ছে

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন মনে করা হচ্ছিল, দেশটির তেল রপ্তানিতে ভাটা পড়বে। আর এর প্রভাব পড়বে জাতীয় আয়ে।

কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি না কমে দিন দিন বাড়ছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুল নাসের হেম্মাতি এমনটাই দাবি করেছেন। তাঁর মতে, তেহরানের ওপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়েছে।

ইরান নিউজ ডেইলি ও পার্স টুডের খবরে জানানো হয়, গতকাল বুধবার ছিল ইরানের মন্ত্রিপরিষদের বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের আবদুল নাসের হেম্মাতি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান মার্কিন প্রতিরোধের চূড়াকে ছাড়িয়ে গেছে। তেল বিক্রি বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও তেল রপ্তানির প্রবণতা দিন দিন বেড়েছে। যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামেনি।’

হেম্মাতি বলেন, নিষেধাজ্ঞাকে ব্যবহার করে মার্কিনরা যা যা করা দরকার, তারা তা তা করলেও নিষেধাজ্ঞা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. স্কয়ার ফার্মা
  2. ইউনাইটেড পাওয়ার
  3. জেএমআই সিরিঞ্জ
  4. রানার অটোস
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. কাট্টালী টেক্সটাইল
  7. ফরচুন সুজ
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  9. ব্র্যাক ব্যাংক
  10. জেনেক্স ইনফোসিস লিমিটেড।

শেষ কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও সামান্য উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩০ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, রানার অটোস, বাংলাদেশ শিপিং করপোরেশন, কাট্টালী টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ব্র্যাক ব্যাংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩৮ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমরা টেকনোলজিসের ঋণমান ‘এএ-’ ও ‘এসটি-২’

amra1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের আমরা টেকনোলজিস লিমিটেডের ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি