ফার্ষ্ট ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান ইস্রাফিল আলম

image-56253-1561992273স্টকমার্কেটবিডি ডেস্ক :

২৯ জুন অনুষ্ঠিত ৩০৭তম পর্ষদ সভায় মো. ইসরাফিল আলম ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আলম জাতীয় সংসদের ৩ বার নির্বাচিত সংসদ সদস্য।

বর্তমানে তিনি নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত সংসদ সদস্য।

দ্রুতই এই এমপি দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি থাইয়ের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-২’

bd thaiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’। আর স্বল্প মেয়াদি ঋণমান দাঁড়িয়েছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৯ সালের ৩১ মার্চের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইপিও’র টাকা বিনিয়োগের সময় বাড়াতে চায় রিজেন্ট টেক্সটাইল

logo-regentস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড আইপিও’র মাধ্যমে উত্তোলিত টাকা ব্যবহারের জন্য আরো সময় চেয়েছে। এজন্য কোম্পানিটি একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আগামী ২৯ আগষ্ট একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। সভাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

এই সভায় কোম্পানি আইপিও’র মাধ্যমে উত্তোলিত টাকা ব্যবহারের জন্য আরো সময় নিয়ে করা আবেদনটি শেয়ারহোল্ডাদের অনুমোদন নিবে।

গত ২০১৫ সালের ২৪ আগষ্ট কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ১০ কোটি টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছাড়ে। প্রতি শেয়ারের বরাদ্দ মূল্য নির্ধারণ করা হয় ২৫ টাকা (১৫ টাকা প্রিমিয়ামসহ)। আইপিওর মাধ্যমে সংগৃহীত ১২৫ কোটি টাকা কোম্পানির কারখানা আধুনিকায়ন ও সম্প্রসারণ, নতুন তৈরি পোশাক প্রকল্প ও আইপিওর ব্যয় নির্বাহে খরচ হবে বলে জানায়।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, রিজেন্ট টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩৩ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটি ২০১৪ সালের ১ এপ্রিল শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের আবেদন জানায়। এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

জনতা ইন্স্যুরেন্সের এজিএমের স্থান পরিবর্তন

janata insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করা হয়েছে। কোম্পানির ৩৩তম এজিএমটি রাজধানীর ওয়েষ্টিন অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ড সভায় বনানী ক্লাবে এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। আর তারিখ নির্ধারণ করা হয় ৩০ জুলাই।

তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি